ফেনিল মেঘনীলে
ঝাঁপিয়ে
হারিয়ে
গেছিলি মেয়ে,
মনে পড়ে?
আজ এত বিকেল পরে
আকাশের কিনারায়
এই উঁচুতে চড়ে
ঘাড় কাত করে
ঠায় ব’সে আছি,
তোর পালকের
রঙিন ইশারা
যদি চোখে পড়ে
_____________________________________________________________
রুম্মানের আঁকা ছবি নিয়ে ফের কিছু লেখার চেষ্টা চালালাম।
নিজের অজান্তেই দেখছি ‘বিকেলে’ সিরিজ করে ফেলছি এই যৌথপ্রয়াসকে।
আহা!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কাক ও কাকনীর প্রেম...অসাধারণ...
কাকিনী হারালে কোথায়?
কাক যে তোমার প্রতিক্ষায়.....কাতর
নূপুর ভাই,
ছবির পেছনে যে কবিতা থাকতে পারে আমার জানা ছিল না।
ছোট কিন্তু হৃদয় ছুঁয়ে যায়। বেশ ভাল...
ধন্যবাদ সাইফুল।
অসাধারন ছবি এবং অসাধারন কবিতা :clap:
নো অফেন্স !!!!
কিন্তু আমার আবার মহামতি টিটো রহমান এর কবিতার কথা মনে পরে গেল 😛
অফেন্স নেবার প্রশ্নই ওঠেনা।
টিটো রহমানের এই ছড়াটা আমারো দারুণ পছন্দ।
:)) :)) :)) :))
টিটো রহমান :thumbup:
আমার বন্ধুয়া বিহনে
"যদি আসে ফিরে পড়ন্ত বিকেল-
দু'এক ফোটা আলতো আলোয় ভেসে
চিরন্তন কোন বোধ,অথবা সুপ্রাচীন সেই প্রতীক্ষা।"
😛
নূপুর দা বেয়াদবি মাফ করে দিয়েন।
'বেয়াদবি' বলছো কেন আসিফ।
একেকটা ছবি বা লেখা নিয়ে ভিন্ন ভিন্ন এক্সপ্রেশনের খেলা খেলবো বলেই তো শুরু করা।
এরকম interaction নিয়মিত চলতে থাকলে এক্সপ্রেশনগুলোকে পোষ মানানো সহজ হবে।
🙂 :boss:
দাদা,
বরাবরের মতোই :hatsoff:
হোকনা বিকেলে সিরিজ,ক্ষতি কি ?
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
দেখা যাক!
এই ছবি তো আগেই দেখছি। নতুন ছবি কই? 🙂
আমার বন্ধুয়া বিহনে
বস,
হালকা ব্যস্ত আছি । জুলাইয়ের পরে ইনশাআল্লাহ আবার......
কিন্তু আমার ১টা প্রপোজাল ছিল ।
১৬ ডিসেম্বর ২০১১ তে স্বাধীনতার ৪০ বছর পুর্তি উপলক্ষে কি আমরা ( মানে সি বি বি থেকে) ৪০ টা পেইন্টিং দিয়ে ১টা এক্সিবিশন করতে পারি ?টুকিটাকি আঁকাআঁকি তো আমরা অনেকেই করি।
আইডিয়াটা কেমন ? আয়োজনের দায়িত্ব আমার । শুধু ২টা সাহায্য লাগবে-
১। স্পনসর
২। সবার সহযোগীতা
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
আইডিয়াটা খুব ভাল। ঠিকমতো চেষ্টা করলে স্পন্সর বেশি ব্যাপারস হবার কথা না। সবার সহযোগীতা পাবা না। পাবার দরকারও নাই। কাজের মানুষ ৫/৬ জনের একটা টিমওয়ার্ক দাড় করাতে পারলেই সম্ভব। কিন্তু কাজে নামলে বোঝা যায় এগুলোতে আগ্রহী লোক খুব কম 🙂
আমার বন্ধুয়া বিহনে
খুব ভালো আইডিয়া রুম্মান।
নেমে পড়ো।
মেইল দিয়ো এ ব্যাপারে।
পুরাটাই নান্দনিক! খুব ভাল লাগলো।
আমার বন্ধুয়া বিহনে
আহা! বেশ! বেশ! বেশ! 😀
চ্যারিটি বিগিনস এট হোম
অসাধারন, দাদা। অপূর্ব।
You cannot hangout with negative people and expect a positive life.
কবিতাটি পড়ার পর হঠাৎই অনেক্ষন ধরে হেসেছি। ঠিক সুখের কোনো হাসি নয় ভাই, অদ্ভুত এক হাসি, কিছু পাবার হাসি অথবা না পাবার হাসি। আবেগটি মনে হয় বোঝাতে পারলাম না ভাই, তাই এক কথাতেই বলি
“অসাধারণ (ছবি ও কবিতা দুটোই)" (সম্পাদিত)
এ হাসির সঙ্গে আমার পরিচয় আছে। তাই না বোঝার কথা নয়।
তোমার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
দাদা আপনি ইদানিং খালি কবিতা বেশি লিখতেছেন। একটু রান্না-বান্না করেন (যা সবাই খাইতে পারে, এই যেমন শুক্তো)।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শুক্তো রান্না তো পারিনা হে। তবে শুটকি পারি, চলবে?
চমৎকার!!!