আকাশের জানালা খুলে দিয়েছি
বাতাসের বাঁধন দিয়েছি ছিঁড়ে
তুমি আজ আসবে আমার কাছে
সাগরের ঐ নীল বুকটা চিঁড়ে।
কুসুমকলিদের বলে রেখেছি
ফোঁটে যেন তোমার চরণতলে
চাঁদের কাছে মিনতি করেছি
ভরা পূর্ণিমা যেন দেয় সে ঢেলে।
মেঘের কাছে ক্ষমা চেয়েছি
বৃষ্টি যেন ভেজায় তোমার চুল
বিটপীর শাখাকে বলে দিয়েছি
তোমার পথে পথে ছড়াবে বকুল।
নদীর কাছে চিঠি লিখেছি
সে ধুয়ে দেবে তোমার ছায়া
প্রতি অণুক্ষণে ভাবি তোমায়
তুমি যে আমার জীবন মায়া।
আরিফ, কবিতাগুলো বেশ ভাল হচ্ছে। এবার অন্যকোন থিমে লেখো, চমৎকার হবে তাহলে।
কবিতা লেখা জারি থাকুক।
আমার বন্ধুয়া বিহনে
ঠিক আছে ভাইয়া চেষ্টা করব।