বিজয় দিবসের প্রাক্কালে
মুমুর্ষু এক বীরাঙ্গনা বল্লেন
শত লজ্জা অপমান সয়ে
আজও আমি বেঁচে আছি
পাশে ঠেলে মরণ
কবে আসবে?
সেই মাহেন্দ্রক্ষণ!
করজোড়ে নতজানু
মাগিবে পাকিস্তান
দাসী হতে চাই প্রভু
ভিখ দাও চরণ।
[ পুরাদস্তুর বাঙ্গালের ভবিষ্যত বাণীঃ এক দিন বাংলাদেশের অঙ্গরাজ্য হবার জন্য কেঁদে কেটে একাকার হবে পাকিস্তান ]
ঠিক বুঝতেছিনা এর মধ্যে পাকিস্থান ক্যান আবার আমাদের অংগরাজ্য হতে চাইবে।
খুব বেশি কষ্টকল্পনা হয়ে গেলো না////
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হ্যাঁ তাই।
কবির কল্পনা যে বাস্তব হতেই হবে, এমন তো না!!!
😛 😛 😛 😛 😛
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পোয়েট্স আর অ্যাহেড অব টাইম- পারভেজ ভাই।
পুরাদস্তুর বাঙ্গাল
এটি বাঙ্গাল ইউটোপিয়ার অংশ বিশেষ।
পুরাদস্তুর বাঙ্গাল
চলো, ঠিকই আছে।
হলোই না হয় একটু বাড়াবাড়ি,
তাতে কি আর এমন এসে গেলো?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ ভাই 🙂 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
করজোড়ে নতজানু
মাগিবে পাকিস্তান
দাসী হতে চাই প্রভু
ভিখ দাও চরণ। -- এমন হলে তো ভালোই হয়!
এমন হতেই পারে :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল