লিখিয়াছিল:প্রাণনাথ,
প্রাণ দিতে পারি।
কবুতর উড়িল বটে,
অদূরেই পতিত হইল;
দুয়ারে উহার কর্তিত মুন্ডু লইয়া
তরবারি উপস্থিত হইতে
কহিল — গোলাপের উদ্যানে
সংগোপনে সমাহিত হইব
অন্তিম এই ইচ্ছা মিনতি করি…..
পক্ষ দুই পরে
অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ করিয়াই
যুবরাজ অনন্যার সন্ধান করিলে
গোলাপের চক্ষু রক্তে ভরিয়া উঠিল
মৃত পায়রার পালকে
আকাশ আচ্ছন্ন হইল;
রাণীমাতা কহিলেন —
পুত্র!বিবাহের আয়োজন সুসম্পন্ন হইয়াছে
দেওয়ানা মদিনার শেষ দৃশ্য মনে পড়ে গেল।
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂
এতো ব্যথা ক্যানো.....
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😉 🙂
মৃত পায়রার পালকে
আকাশ আচ্ছন্ন হইল;
রাণীমাতা কহিলেন —
পুত্র!বিবাহের আয়োজন সুসম্পন্ন হইয়াছে -- এক কথায় চমৎকার!
অসংখ্য ধন্যবাদ খায়রুল ভাই!
🙂 🙂 🙂 🙂
বিবাহেই সকল প্রেমের অবসান ঘটে B-)
তাই?!
"মানুষ ভাবে এক
আর হয় অন্য কিছু..."
ভাল লেগেছে!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂
পারভেজ ভাই,
আছেন ভালো?
অনেক ধন্যবাদ।
ভাল না থেকে আর কোনো উপায় আছে?
কবিই তো বলে গেছেন -
"আমি জাহান্নামের আগুনে বসিয়া
হাসি পুষ্পের হাসি..."
জাহান্নামের আগুনে পড়া এখনো বাকি, তো পুষ্পের হাসি হাসতে আর বাঁধা কি???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
গোলাপের উদ্যানে
বিমর্ষ পায়রা রক্তচক্ষু হানে
আপনার ভাবনা
ভিন্ন ছবি আনে
🙂
কিছু একটা পড়লেই, মন যদি বেশী বিক্ষিপ্ত না থাকে তো শব্দগুলো মাথার ভেতর খেলতে শুরু করে এক্কা দোক্কা। তারপর কিছু কথা লাগাম টেনে না থামালে বেরিয়ে আসে বেমক্কা।
কখনো কখনো এতে আমি চড়ে বসি দূরবর্তী বা উলটোগামী কোনো ট্রেনে। জানি তাতে মানেগুলো থেকে থেকে উল্টো মানে টানে।
মৃত পায়রার পালকে
আকাশ আচ্ছন্ন হইল;
রাণীমাতা কহিলেন —
পুত্র!বিবাহের আয়োজন সুসম্পন্ন হইয়াছে --
অসাধারণ!!!!!
তানভীর আহমেদ
অনেক ধন্যবাদ তানভীর!
করুন দৃশ্যএর পাশে নিষ্ঠুর উতসব।
ছন্দ টন্দ গুলো কেমন বেখাপ্পা লাগল, ফর্ম নিয়ে পরীক্ষা নীরিক্ষা করছ নাকি
মাহবুব ভাই,
না কোন নিরীক্ষা নয়। একদম গদ্যে লেখা। গদ্যছন্দেও নয়।
সাধুভাষায় লেখার কারণ অবশ্য একটু রিলিফ নেয়ার চেষ্টা যেমন লিখে থাকি সচরাচর তার থেকে। (সম্পাদিত)