সংলাপ গুনে দেখিনি তো!
মনমতো
কিছু দৃশ্য, কিছু কথা
নাজুক নীরবতা নিয়ে
নিশ্চয়
একদিন প্রচ্ছদ হবে তুমি;
অনাগত সন্তানের মত
আমার প্রথম কাব্যগ্রন্থের প্রুফ হবে
পা-ছোঁড়া অস্থিরতা
স্কেচপেন তোমাকে এঁকে
পাবেনা কূল,
উল্টো চক্ষুশূল
হয়ে আসে
সূর্যোদয় কিংবা বৃষ্টির মতন
স্বার্থপর, মনোরম মুহূর্তেরা
এরপর চটির ওই একফালি
ছিঁড়ে যাওয়া ঢেকে দিয়ে
বিব্রত শাড়িটি
মরমে মরে গেছে —
অস্ফুট স্বরে,
‘আর ছবি নয়, প্লিজ!
ধুলোমাখা সেল্ফি মুছে দিও,
দেবে তো মুছে
পায়ের একফোঁটা রক্তিম তিল?’
রংতুলি সেলফোন আর
ছবি তোলার
যত কিছু
সমুদ্রে ছুঁড়ে দিয়ে,
এক একাই
বলে উঠি, সুন্দরী!
পাতো হাত, এই নাও
দ্যাখো,
ওপড়ানো দু’চোখে
কী কী সংলাপ লেখা
:clap: :clap: :clap: :clap:
আহা! বহুদিন পর তোমার জন্য দুপুর রাতে ফিরতেই হলো, নূপুর! যেমন বাজনা তেমন তোমার লেখা! সিসিবি ঝলমলিয়ে উঠেছে দেখো!
মিউজিক এ্যাপ্রিসিয়েশন ক্লাসে শু্যবার্ট শুনেছিলাম প্রথম কিন্তু আধখানা কবিতাও লিখতে পারি নাই। আমাদের শিক্ষক ছিলেন জাতিতে জার্মান। তিনি বইপত্তরের ধারেকাছেও গেলেন না। আমাদের কুইজগুলি ছিল মজার, বিখ্যাত সব মিউজিক আইডেন্টিফাই করা লাগতো। আমার বাঙাল কানে কেবল রবীন্দ্রনাথ বাজতো তখন, যা শুনি তার কিছুই আপন আপন লাগে লাগেনা। আমি তো হামেশাই শু্যবার্টের সাথে মোৎজার্ট গুলিয়ে ফেলতাম তো বেটোভেনের সাথে ভিভালডি! শু্যবার্টের একটা নিক নেমের গল্প বলেছিলেন টিচার। তাঁর নিক ছিল শ্যুয়েমার। তুমি কি জানো তাঁর এই নিকের শানে নজুল কি?
ওয়েলকাম ব্যাক টু সিসিবি, প্রিয় বন্ধু! তোমার সাম্প্রতিক প্রেমগন্ধী কবিতাগুলোতে একজনের ছায়া স্পষ্ট; অহো প্রেম!
শ্যুয়েমার মানে তো জানিনা।
আজকাল এমন ব্যস্ত হয়ে পড়েছি যে, সিসিবিতে ঢুঁ পর্যন্ত মারতে পারছিনা। আগে তো তবু চোখের দেখাও দেখতে পারতাম।
তোমার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ আপা! লেখা/অডিও ভিডিও ব্লগ কই? তাড়াতাড়ি দাও দেখি!
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
কার ছায়া পাচ্ছ বল তো? আমার জানা দরকার তো। আমার জানামতে তো একাধিক ছায়া হবার কথা। 😀
সুখপাঠ্য।
এতটাই, যে একবারে মন ভরে না।
কয়েকবার পড়তে ইচ্ছা হয়।
শুধু নিঃশব্দেই না, সশব্দেও......
বাড়তি লাভ হলো, ধ্রুপদি এই সঙ্গিত জগতের সাথে পরিচিত হওয়াটা!!!
সিসিবিতে তোমার মত আরও কেউ কেউ আছে / আছেন, যাঁদের লিখা পাঠ আর তাই কেবলই পাঠে সীমাবদ্ধ থাকে না।
হয়ে দাঁড়ায় পুর্নাঙ্গ এক অভিজ্ঞতা......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাই,
অশেষ ধন্যবাদ। দেরীতে উত্তর দেবার জন্যে ক্ষমা চাইছি। ব্যস্ততা খুব বেড়ে গেছে।
এ লেখাটা একাবারে এলেবেলে ভাবে লেখা। কিছু একটা লিখতে হবে তাই। সত্যি।
আমি জানতাম শুবার্ট।
যেহেতু আপনি সংগিতপ্রেমী তাই আপনার টা সঠিক ধরে নিচ্ছি।
ভুল শুধরাতে পারলে ভালো লাগে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাজীব,
তোমার কথাই ঠিক। একদম পরিষ্কার ভাবে 'শুবার্ট' বলতে শুনলাম ইন্টারনেট ঘেঁটে। জার্মান তো জানিনা -- এটা লেখার পরে যে উচ্চারণকে প্রামাণ্য মেনেছিলাম সেখানে শ্যুবার্ত-ই বলছিল। কিন্তু 'শ্যুবার্ট' ই সঠিক। অনেক ধন্যবাদ।
সিম্ফনি'র মতই সুরেলা পদ্য।