~ এই শীতে, অবশেষে … ~

অকস্মাৎ সরিসৃপ হেঁটে গেলো দেহময়,
অস্থি-মজ্জার কেন্দ্র ও কুরুশে

মেঘের নিরাপদ আবাস থেকে
মিহিদানা জলকনা
দেরাজে তুলে রাখা লংকোট
ও মাফলারে চালালো হানা।

পারদের স্থবিরতা কাটাতে
নাভিমূল সাজালো আজ
উষ্ণতার অভয়ারণ্যে আঁকা
শিল্পের সুষম ভাঁজ।

সোনালী শিশির সুখ পানে
সুশোভন সময়ের যুবরাজ।
অনাবিল আহলাদে তুলে আনে
কম্পমান যুগল পায়ের কারুকাজ।

০৩ জুন ২০০৩

৩,৮০৯ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “~ এই শীতে, অবশেষে … ~”

  1. অরূপ (৮১-৮৭)

    পারদের স্থবিরতা কাটাতে
    নাভিমূল সাজালো আজ
    উষ্ণতার অভয়ারণ্যে আঁকা
    শিল্পের সুষম ভাঁজ

    অসামান্য ... :thumbup: :thumbup: :thumbup:


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন
  2. তানভীর (২০০১-২০০৭)

    "একটা প্রশ্ন জিভের ডগায় এসে পোল ড্যান্স দিয়ে কোথায় যেনো পালালো।" --- হা হা হা।মন্তব্যের মধুরতা মন ছুঁয়ে গেল...!!!!

    অপূর্ব!!!! :boss:


    তানভীর আহমেদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।