অকস্মাৎ সরিসৃপ হেঁটে গেলো দেহময়,
অস্থি-মজ্জার কেন্দ্র ও কুরুশে
মেঘের নিরাপদ আবাস থেকে
মিহিদানা জলকনা
দেরাজে তুলে রাখা লংকোট
ও মাফলারে চালালো হানা।
পারদের স্থবিরতা কাটাতে
নাভিমূল সাজালো আজ
উষ্ণতার অভয়ারণ্যে আঁকা
শিল্পের সুষম ভাঁজ।
সোনালী শিশির সুখ পানে
সুশোভন সময়ের যুবরাজ।
অনাবিল আহলাদে তুলে আনে
কম্পমান যুগল পায়ের কারুকাজ।
০৩ জুন ২০০৩
বাহ্!!!
সুখপাঠ্য।
আর সেই সুখটা কন্ঠময় টিকে থাকছে দীর্ঘক্ষন......
:boss: :boss: :boss:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অন্তহীন ধন্যবাদ বন্ধু।
পারদের স্থবিরতা কাটাতে
নাভিমূল সাজালো আজ
উষ্ণতার অভয়ারণ্যে আঁকা
শিল্পের সুষম ভাঁজ
অসামান্য ... :thumbup: :thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
শীত প্রকোপে
চেষ্টা কাটাবার
কথার তুরুপে ...
সোনালী শিশির সুখ পানে
সুশোভন সময়ের যুবরাজ।
অনাবিল আহলাদে তুলে আনে
কম্পমান যুগল পায়ের কারুকাজ।
😀 😉
পুরাদস্তুর বাঙ্গাল
জল কি জলকণা
সোনালী শিশিরে
প্রোথিত তরুণের
তাবৎ প্রেষণা ...
নেশা হয়ে গেল তো!
হা হা হা ...
একটা প্রশ্ন জিভের ডগায় এসে পোল ড্যান্স দিয়ে কোথায় যেনো পালালো।
দাঁড়াও দাগের ওপর হেটে এসে ফিরে যদি পাই তো ...
"একটা প্রশ্ন জিভের ডগায় এসে পোল ড্যান্স দিয়ে কোথায় যেনো পালালো।" --- হা হা হা।মন্তব্যের মধুরতা মন ছুঁয়ে গেল...!!!!
অপূর্ব!!!! :boss:
তানভীর আহমেদ
অনেক ধন্যবাদ ভাই তোমাকে।
কথার পীঠে কথা বোনা...
এই তো...