//
জীবনের পথে কতকিছু ঘটে, মানুষেরা বোঝে ভুল,
ছোট ফুসকুড়ি, তবু যেন তা-ই মনে হয় নাকফুল।
বিশ্বাস ভাঙে, বিশ্বাস গড়ে, ভাঙে না যে সখ্যতা,
জীবনের পথে চলতে চলতে হতে পারে মূর্খতা।
অপরাধ করে অপরাধী যদি পোড়ে শোকানল তাপে,
ক্ষমা হয়ে যায়, যদি বা একটু বিচারক চোখ কাঁপে।
//
//
জানি একদিন যেতে হবে চলে পৃথিবীর মায়া ছেড়ে,
বিস্তারিত»