প্রবাস জীবন ও প্রথম পোস্ট এর সাময়িক উত্তেজনা

১)মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে। দেখতে দেখতে ছয় মাস কাটিয়ে দিলাম ইউএস এ তে। গত ডিসেম্বর এর সময় শুনলাম একাডেমি তে ১ টা অফার এসেছে  । ১ জন ক্যাডেট নিবে ওরা। চার বছর এর জন্য।  ইউএস নেভাল একাডেমি ! সেই বিখ্যাত আনাপোলিস। এই মুভি টা  দেখে ফাস্ট টার্ম এ মোরাল  নেবার চেষ্টা করেছিলাম। যাই হোক, আমার কি? আমার দরকার কমিশন। ঐটাতে ই  আমি খুশি। আনাপোলিস আমার লাগবে না। কিন্তু জানুয়ারী তে টার্ম এর ফাস্ট দিন  অবাক বিস্ময়ে আমি আবিষ্কার করলাম , আমি ই  যাচ্ছি এই কোর্সে … নিজের গায়ে চিমটি কাটলাম। না, সত্যি। এরপর অনলাইন এ ফর্ম ফিলাপ এর ঝক্কি ঝামেলা, টোফেল ,স্যাট এগুলো দিয়ে জুন এর ১৮ তারিখ চলে আসলাম আমেরিকায় …. ২৯ তারিখ ইন্ডাকশন  ডে। এরপর শুরু হলো ট্রেনিং এবং সেইসাথে আমার ঘোরের সমাপ্তি। প্লেব সামার টা  শেষ হবার পর সব কিছু  সহজ হয়ে এলো। ক্লাস , দৌড়াদৌড়ি , ফুটবল এগুলো নিয়ে দিনকাল ভালই চলছে। তবে মাঝে আফসোস লাগে যে পড়াশুনার ভয়ে ডিফেন্সে ঢুকলাম, সেই পড়াশুনায় আমাকে এবার ভালমত ধরেছে। একেবারে সিন্দাবাদের ভূতের মতো। আগামী সেমিস্টার এ মেজর সিলেকশন। চিন্তায় আছি। গত বুধবার প্রথম ছুটিতে আসলাম। আছি স্পন্সর ফ্যামিলি এর সাথে। স্পন্সর ফ্যামিলি মানে হলো মেরিল্যান্ড এর কিছু  লোকাল ফ্যামিলি যারা একাডেমী এর মিডশিপমেন দের লোকাল গার্জিয়ান হিসেবে কাজ করে। আমি এই ব্যাপার  টায় পুরোপুরি মুগ্ধ …. তারা এই কাজ টা ভলান্তিয়ার্লি করে। শুধু মাত্র কালচারালি এনরিচ হবার জন্য। যাই হোক, শুয়ে বসে , মুভি দেখে কাটাচ্ছি গত কয়েকটা দিন।
২)অদ্ভুত ১ টা স্বপ্ন দেখলাম কাল রাতে। বাইরে বৃষ্টি  হচ্ছে। শেডের নিচে দাড়িয়ে আছি। চারপাশে প্রচুর মানুষ। দেবদারুর পাতা গুলো দুলছে বাতাসে। কাঠাল গাছ টা পুরো কাকভেজা হয়ে গেছে। দরজা আটকানো। কেউ ভিতরে ঢুকতে পারছে না । সবাই প্রচন্ড বিরক্ত। ছন্দময় বৃষ্টির নাচন দেখার সময় কারো নেই। হুট করে শওকত  স্টাফ বললেন  নাফিস, ক্লাস ১২ আজ যাবে না। ওরা আজ বৃষ্টি তে ভিজবে। এডজুটেন্ট সার এর আদেশ। সবাই কে বলে দাও ……. প্রাথমিক ধাক্কা সামলে নিজের দিকে তাকিয়ে দেখি , আরে !  আমার গায়ে দেখি খাকি ড্রেস। চারপাশে তাকালাম। হুম … সেই চেনা মুখগুলো ……. সবার পরনে সেই চিরচেনা খাকি ….. তীব্র আনন্দে মনটা ভরে গেল। এবার বুঝতে পারলাম মিল্ক ব্রেক থেকে আসছিলাম। কিন্তু সবাইকে জানানোর আগেই ট্রাজেডি ….. ঘুম টা ভেঙ্গে গেল। বৃষ্টি তে ভেজা হলো না। ঘুম ভাঙ্গার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখি আমার স্পন্সর ফ্যামিলি এর সবচেয়ে বয়স্ক ভদ্র মহিলা আমাকে মৃদুস্বরে ডাকছেন। উঠে গিয়ে দেখি আমার জন্য তারা ইন্ডিয়ান ফুড কিনে নিয়ে এসেছেন। চিকেন বিরিয়ানি  ….. মাঝে মাঝে ভালই লাগে। দেশ হতে হাজার মাইল দুরে এই অচেনা মানুষ গুলো কত সহজেই কাছের মানুষ হয়ে যায় ….. কাছের মানুষ কখনো কমে না। বরং এদের সংখ্যা বারে প্রতিনিয়ত।
৩)সিসিবি পড়ি ২০০৯ সাল থেকে। কখনো লিখতে ইচ্ছে হয়নি। মানে সাহস হয় নি আরকি ! অলসতা ও  কাজ করত কিছু টা। কয়েকদিন আগে কোনো কিছু না ভেবেই হুট করে রেজিস্টার  করে ফেললাম। আজ হুট করে ই লিখে ফেললাম। সিনিয়র ভাই আর আপুদের  আসালামুয়ালাকুম। ::salute::  আর জুনিয়র ভাই ও বোনেরা , মনে হচ্ছে ফ্রন্ট রোল  থেকে মাফ পাব না। তোমরা নিজ গুনে লুক ডাউন হয়ে যেও। সবাইকে শুভ রাত্রি/ দুপুর/সকাল  !
৩,২১১ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “প্রবাস জীবন ও প্রথম পোস্ট এর সাময়িক উত্তেজনা”

      • রাজীব (১৯৯০-১৯৯৬)

        খুব সুন্দরভাবে দিয়েছো।
        এখন :teacup: খাও।
        দূরে থেকে অনেক কিছুই মনে হয়, কাছে গেলে বোঝা যায় ওরাও রক্ত মাংশের মানুষ।
        নিরোর একটা ছবি আছে নেভি বা মেরিন নিয়া অনার শব্দটা আছে নামের মধ্যে। আরেকটা দেইখো জ্যাক নিকলসনের এ ফিউ গুডম্যান।
        আর ক্লিন্ট ইষ্টউডের ভালো কিছু ছবি আছে ফোর্স নিয়া। জন ওয়েনের ও।


        এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

        জবাব দিন
        • নাফিস (২০০৪-১০)

          "ওরা ও রক্ত মাংসের মানুষ।" :thumbup: এখানে এসে আমার অনেক অন্যরকম কিছু অভিজ্ঞতা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই পসিটিভ। সেটা নিয়ে পরে একদিন লিখবো। আর কাল একাডেমী তে ব্যাক করছি। ফোর্থ ক্লাস মিডশিপম্যান দের মিডিয়া প্রিভিলেজ নাই। :no: ক্রিসমাস এর আগে মুভি গুলা দেখা হবে না। :bash: সাজেশন এর জন্য ধন্যবাদ। অবশ্যই দেখব মুভি গুলো।

          জবাব দিন
        • মোকাব্বির (৯৮-০৪)

          রাজিব ভাই নিরোরটা মেন অফ অনার (২০০০) আর জ্যাক নিকলসন এর ফিউ গুড মেন মেরিন লাইফ নিয়ে তবে এই ছবিতে তার চেয়ে বেশী আলোকপাত কোর্ট কাচারী, আলামত উপস্থাপন, ক্রস এক্সামিনেশান ইত্যাদির উপরে। Evidence Law কোর্সের ঐচ্ছিক কারিকুলাম হিসাবে দেখতে হয়েছিলো 🙂

          নাফিস ভালোই লিখেছ! চালিয়ে যাও! 🙂


          \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
          অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

          জবাব দিন
  1. আহসান আকাশ (৯৬-০২)

    ভাল লিখেছো নাফিস, ব্লগে স্বাগতম। তোমার অভিজ্ঞতা আরো শুনতে চাই এখানে।

    নিজের যত্ন নিও ।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)

    লেখাটাভালো লাগলো নাফিস। সিসিবিতে ঢুকা হয় অনেক কম।
    লেখাটা পড়ে খুব ভালো লাগলো। বিশেষ করে স্বপ্ন দেখার ব্যাপারটা। সেটার আমার ক্ষেত্রেও ঘটে।
    লিখতে থাকো নিয়মিত।

    ভালো থেকো।

    জবাব দিন
  3. নাফিস (২০০৪-১০)

    ধন্যবাদ আমিন ভাই। ক্যাডেট কলেজ কেন্দ্রিক স্বপ্ন কলেজ থেকে বের হবার পর থেকে রেগুলার ইন্টারভেল এ দেখছি। ভালোই লাগে। কিছুটা ফ্লেভার তো পাওয়া যায় .... 🙂

    জবাব দিন
  4. মুহিব (৯৬-০২)

    ইউ এস এ তে ট্রেনিং করতে গেছ এই জন্য সাধুবাদ জানাই প্রথমে। ব্লগে প্রথম লিখা দিছ কিন্তু খুব সুন্দর হইছে। আমাগর এক ভাবী ছিল যিনি :teacup: খাওয়াইত নতুন লেখকদের, উনি মনে হয় আর এই দিকে আসেন না। আসলে তুমি এক কাপ মজার :teacup: পাইতা রে ভাই। লেইট করছ। যাই হোক তমার ট্রেনিং এর গল্প শুনতে মঞ্চায়। 😕 😕

    জবাব দিন
    • নাফিস (২০০৪-১০)

      ধন্যবাদ ভাই। ভাবির হাতের চা খেতে মঞ্চায় ! বহুদিন চা খাওয়া হয় না। কফির উপর আছি ( ক্লাস এ জেগে থাকার টনিক 🙁 )... আর ট্রেনিং এর গল্প আমিও শেয়ার করতে চাই। অনেক গল্প জমা হয়ে আছে। এখানে এসে বিস্তর পার্থক্য দেখতে পেয়েছি। এগুলো শেয়ার করা দরকার। একটু টাইম পেলেই লিখে ফেলবো। ( ক্রিসমাস এর আগে বোধহয় হবে না 🙁 ) .... ভালো থাকবেন।

      জবাব দিন
  5. I am glad to see that a Bangladeshi midshipman is attending USNA Annapolis. Back in 1996-1997, I became interested about Annapolis and contacted the erstwhile Assistant Chief of Naval Staff ( Personnel), Bangladesh Navy. He informed me that Bangladesh was not sending any cadet to the US Naval Academy. One Bangladeshi cadet did not join Bangladesh Army after completing his training at West Point. Probably, for that reason this kind of training was stopped for few years. Anyway, may Allah help you to complete your course. You can add me in face book (if you want). I am a Canadian resident. My facebook link : https://www.facebook.com/George.Patton2012

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।