আজ ভোরের সূর্যটা দেখেছিলে নিশ্চয়ই?
শীতবুড়ির কুয়াশার চাদরের আড়াল থেকে বেড়িয়ে কেমন রঙ্গিন হয়ে উঠেছিলো!
কিন্তু সেই রাঙা রোদ নয়, তোমার রাতজাগা চোখের তারায় ঝিকমিকিয়ে উঠা
দেশপ্রেম আর চেতনা আমার ঘুম ভাঙিয়েছে আজ!
ভোরের প্রথম আলোকরশ্মি মেখে মিটমিটিয়ে হাসছিল জড়াজড়ি করে দাঁড়ানো
রংধনু রঙ ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকারা-
কিন্তু তোমাদের তুলির আঁচড়ে জ্বলজ্বল করতে থাকা প্রাণের বর্ণমালা যখন
ব্যানার,
বিস্তারিত»