এক কাপ চা

শিরোনামঃ এক কাপ চা
ব্যান্ডঃ এল আর বি
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ এল আর বি-২
গীতিকারঃ বাপ্পী খান
সুরকারঃ আইয়ুব বাচ্চু
সঙ্গীত/কম্পোজারঃ আইয়ুব বাচ্চু
প্রকাশক কোম্পানিঃ সারগাম
প্রকাশ সালঃ ১৯৯২

শয্যায় এলোমেলো ওঠা প্রভা,
ক্লান্তির গুঞ্জনে এক কাপ চা।
বিষন্ন গাঢ় রাত ভরা নীলিমা,
অপাঙ্গ দেহ সুখে এক কাপ চা ।

উসখো খুসকো মনে ভেজা কুয়াশা,
কবিতার বই খুলে এক কাপ চা।
আধারীর কালো জলে যুগল ছায়া,
নিদে ভেজা আঁখি খুলে এক কাপ চা ।

শ্রাবণ বরষা মনে রৌদ্র আশা
স্বপ্ন পেয়ালা ভরা এক কাপ চা
মগ্ন চেতনা মাঝে যখনই দুরাশা
ব্যাকুল আমি চাই এক কাপ চা ।

৯২৫ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “এক কাপ চা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।