চাওয়া না-পাওয়া

চাওয়া না-পাওয়া
কন্ঠ/সুর/সংগীত:আইয়ুব বাচ্চু
কথা: বাপ্পী খান
অ্যালবাম: চাওয়া না-পাওয়া (মিক্সড)

বেশি কিছু চাওয়া মানে
কোন কিছু না পাওয়া।
কোন কিছু পাওয়া মানে
হয়তো বা না চাওয়া।
মানুষ কাঁদতে পারে সবকিছু হারিয়ে।
আবারো শিখতে জানে বেঁচে থাকা মন্ত্রতে।
হৃদয়ের জটিলতা আয়োজন বোঝেনা।
কঠিন শাসন করে চাওয়া আর না-পাওয়া।

অতীতের ব্যর্থতা কপালেই ছিল না।
তাই সেই স্মৃতি নিয়ে কেউ আর কেঁদো না।
অতীতের সফলতা ভেবে বসে থেকো না।
তাহলে আগামীতে আলো খুঁজে পাবে না।
মানুষ কাঁদতে পারে সবকিছু হারিয়ে।
আবারো শিখতে জানে বেঁচে থাকা মন্ত্রতে।
হৃদয়ের জটিলতা আয়োজন বোঝেনা।
কঠিন শাসন করে চাওয়া আর না-পাওয়া।

ঠিক এই মুহূর্ত ফিরে আর আসবেনা।
করণীয় কোন কাজ ফেলে রেখে দিও না।
ভালো যদি বেসে থাকো দূরে বসে থেকো না।
প্রেমময়ী এই মুখ লজ্জাতে ঢেকো না।
মানুষ কাঁদতে পারে সবকিছু হারিয়ে।
আবারো শিখতে জানে বেঁচে থাকা মন্ত্রতে।
হৃদয়ের জটিলতা আয়োজন বোঝেনা।
কঠিন শাসন করে চাওয়া আর না-পাওয়া।

©️lyric: bappy khan
©️tune: ayub bachchu

১৪৬ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “চাওয়া না-পাওয়া”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।