মেনকা কেমন আছে?

    মেনকা কেমন আছে?
    মো ও খা ও

    রাতে জোছনাারা ঢুকে পরে আমার ঘরে
    জানালার ফাঁক চুয়ে নিসংকোচে,
    লুটোপুটি খায় মসৃন শুভ্রতায়
    আছডে পড়ে মেঝে বালিশ বিছানায়
    নির্মল শব্দহীন কোমল মায়ায়,
    আদর আলোয় সোহাগ মেখে
    প্রশ্ন শুধায় তোমার মেনকা কেমন আছে?

    কি মাতাল মদিরা মেখে
    উচ্ছন্ন করেছিলো বাগান ঘাস ফুল,
    ভগবান চমকে উঠেছিল
    যুবতীর উদ্ধত ভালোবাসায়,
    সাগরের ঢেউ দেখেছিল সেও
    বিধুর চিত্তে বিরহী দ্রোহ অভিমান
    ইউলিসিস এর সমুদ্র অভিযান।
    ছিল ভরা বুক কুজোয় সূরা
    গাহনে গহন লীলাবতী মাতোয়ারা,
    মেনকার রুপে প্রহসিত বিশ্বামিত্র
    ধ্যান জ্ঞ্যান শুণ্য পাগল পরা,
    স্বর্গ চাই দেবীগন ধরাধামে যে কষ্ট জ্বরা।

    সব সুখ দুখ ডোবা চাঁদের জোছনায়
    কত ভুল কষ্ট নিয়ে নিশি ভোর হয়
    মিছে নয় যত বলিদান দেবীর ছলনায়
    আলেয়ার প্রেম শাশ্বত রয় পরিচয় হীন
    অপরুপ শকুন্তলা সর্বদা মায়ের কোল ছাড়া
    নিশীথিনী বিরহী মেনকারা কেঁদে যায়
    পূর্ণিমা রাতে ধবল জোছনায়।

    আমি উঠে বসি হাঁটুর উপরে হাত রাখি
    সেই হাতে মাথা গুঁজে অনন্ত অসীমে ভাবি

    জোছনার সাথে কথা বলি,
    সুরন্জনা তুমি ও কি মেনকার মত
    কাঁদো একা নি:স্ব রিক্ত বেদনায়।

    ঢাকা । ৯ই নভেম্বর ২০২১।

৭৫২ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “মেনকা কেমন আছে?”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "নির্মল শব্দহীন কোমল মায়ায়" - কথাগুলো খুব সুন্দর! মনে গেঁথে র'লো!

    "সব সুখ দুখ ডোবা চাঁদের জোছনায়
    কত ভুল কষ্ট নিয়ে নিশি ভোর হয়" - মর্মভেদী পর্যবেক্ষণ!

    "নিশীথিনী বিরহী মেনকারা কেঁদে যায়
    পূর্ণিমা রাতে ধবল জোছনায়" - আহা, কবিরা সে কান্না শুনতে পান এবং হাঁটুর উপরে হাত রেখে, সে হাতে মাথা গুঁজে অনন্ত অসীমে ভাবতে থাকেন!

    অত্যন্ত চমৎকার একটি কবিতা!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।