আমার ডায়রিটাতে (বৃদ্ধাশ্রম)

A Tribute to the Rock Icon
(আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যু দিবসে শ্রদ্ধা)
A Joint Venture of
Bappy Khan & Bijoy Mamun
——————————-
আমার ডায়রিটাতে (বৃদ্ধাশ্রম)
মূল ভাবনা: প্রয়াত আইয়ুব বাচ্চু
কথা: বাপ্পী খান
কন্ঠ, সুর ও সঙ্গীত: বিজয় মামুন
লেবেল: গানচিল
——————————–
যে মায়ের গর্ভে জন্ম আমার,
তাকে বলো দূরে আমি রাখি কি করে?
যে মায়ের কোল জুড়ে জীবন আমার,
তাকে ছেড়ে দেবো বলো কেমন করে?
আমার ডায়রীটাতে,
বৃদ্ধাশ্রম বলে,
কোনো কথা নেই।
কোনো কিছু নেই।

যে বাবার বীর্যে গঠন আমার,
তাকে আমি পর করি কোন কারণে?
যার হাত ধরে আমি হাটতে শিখেছি,
বৃদ্ধ বয়সে সে-হাত আমি ছাড়ি কি করে?
আমার ডায়রীটাতে,
বৃদ্ধাশ্রম বলে,
কোনো কথা নেই।
কোনো কিছু নেই।

রক্তের বাঁধনে বাঁধা চাচা-খালা-মামা,
পাশে থাকে হয়ে যেনো বটের ছায়া।
শেষ বয়সেতে তাদের আশ্রিতা ভেবো না,
হুজুগের তান্ডবে পাল্টে দিওনা তার ঠিকানা।
আমার ডায়রীটাতে,
বৃদ্ধাশ্রম বলে,
কোনো কথা নেই।
কোনো কিছু নেই।

©️বাপ্পী খান
১১/০৪/২০১৮ইং
মূল ভাবনা: আইয়ুব বাচ্চু

২৩০ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “আমার ডায়রিটাতে (বৃদ্ধাশ্রম)”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।