জীবনের মানে

শিরোনাম: জীবনের মানে
সুর, সংগীত এবং ভোকাল: আইয়ুব বাচ্চু
কথা: বাপ্পী খান
এ্যালবাম: এল. আর. বি ২
সাল: ১১ই জুন ১৯৯২
স্টুডিও: সারগাম
লেবেল: সারগাম
সাউন্ড প্রকৌশলী: পান্না আজম এবং দুলাল
…………………………………………………………

জীবনের মানে আমি পাইনিতো খুঁজে
আমার এই দুচোখে তাই, অভিধান খোঁজে।
আমি সারাদিন যারে কাছে পাই
জানতে চেয়েও পাইনা জবাব
ফিরে চলে যাই ।।

একদিন দেখা হল সময়ের সাথে
একটি প্রশ্ন আমি রেখেছি তারে।
আমায় আড়ালে ডেকে বলল মনন
ফেলে আশা ক্ষণ ছাড়া সবইতো জীবন ।

একদিন দেখা হল মৃত্যুর সাথে
সেই একই প্রশ্ন আমি রেখেছি তারে।
আমায় জড়িয়ে ধরে বলেছিল সে
আমি ছাড়া বাকী সব জীবনের মানে ।

৭৮৩ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “জীবনের মানে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।