শিরোনাম: জীবনের মানে
সুর, সংগীত এবং ভোকাল: আইয়ুব বাচ্চু
কথা: বাপ্পী খান
এ্যালবাম: এল. আর. বি ২
সাল: ১১ই জুন ১৯৯২
স্টুডিও: সারগাম
লেবেল: সারগাম
সাউন্ড প্রকৌশলী: পান্না আজম এবং দুলাল
…………………………………………………………
জীবনের মানে আমি পাইনিতো খুঁজে
আমার এই দুচোখে তাই, অভিধান খোঁজে।
আমি সারাদিন যারে কাছে পাই
জানতে চেয়েও পাইনা জবাব
ফিরে চলে যাই ।।
একদিন দেখা হল সময়ের সাথে
একটি প্রশ্ন আমি রেখেছি তারে।
আমায় আড়ালে ডেকে বলল মনন
ফেলে আশা ক্ষণ ছাড়া সবইতো জীবন ।
একদিন দেখা হল মৃত্যুর সাথে
সেই একই প্রশ্ন আমি রেখেছি তারে।
আমায় জড়িয়ে ধরে বলেছিল সে
আমি ছাড়া বাকী সব জীবনের মানে ।
দারুণ একটা গান।
পুরাদস্তুর বাঙ্গাল
Thanks bro
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
জীবনের মানে একেকজনের কাছে একেক রকম।