কৃষ্টি বনাম জাতীয়তা

কৃষ্টি বনাম জাতীয়তা

ও আমার বাংলাদেশ
কলিজা পরানের পরান।
তোমার আমার দুজনারই
বয়স (হলো) পঞ্চাশের বেশি।
হলো না পাওয়া সবই
(ছিল) আমাদের চাওয়া যত যা।
এখনো সময় তবু
ফুরিয়ে যায়নিতো কভু।
পিছু ফিরে তাকাবার
নাই কিন্তু কোনো অবসর।
জ্বালাও পোড়াও আমি-তুমি
অনেকটাতো হলো ভাই।
“জ্বালো জ্বালো আগুন জ্বালো”
এবার একটু কমতি চাই।
এসো সবাই মিলে বিবাদ ভুলে
গলা ছেড়ে এবার গাই
আমরাতো ভাই ভাই
“বাংলাদেশী” সবাই,
কৃষ্টিতে “বাঙ্গালী” (তাই)
ঝগড়া ঝাটির দরকার নাই।

©️বাপ্পী খান

১৫৪ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “কৃষ্টি বনাম জাতীয়তা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।