নির্ঘুম রাত আজ
মনে পড়ে সেই সাজ
আমাদের গড়া তাজ
ফেলে রাখা শত কাজ
তবু তোমারি খোঁজে এই আমি দিশেহারা……
ক্লাস সেভেনে যখন ঢুকি তখন উনি জুনিয়ার প্রিফেক্ট…টাক মাথা অতিব ভদ্রলোক…
পরের টার্মে দীর্ঘদিনের জন্য কলেজে আসলাম। সিনিয়ার প্রিফেক্টশীপ দিয়ে দেয়া হল…এত কিছু্তো তখন বুঝিনা। খালি দেখলাম উনি আমার টেবিলে…সদাহাস্য টেবিল লীডার…
একদিন হাউস লীডার রিফাত ভাই একরুমে আমাদের ফলিন করালেন। সাথে গীটার হাতে উনি। রিফাত ভাই বললেন, ও হলো রাশেদ। খুবি ভাল গীটার বাজায়। তোমরা কেউ একটা গান গাও। দেখ, ও সাথে সাথে সেটা গীটারে তুলে ফেলবে। আমাদের আমিন তখন চাঁটগাইগা ভাষায় একটা গান গেল। উনি সাথে সাথে টুং টুং করে বাঁজিয়ে ফেললেন সেটা…আমি আমার টেবিল লীডারের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম…
সেভেনের দিনগুলা ভয়াবহ। বাবা মা ছাড়া অনেক দিন থাকা। স্টাফদের দিনভর যন্ত্রণা…ক্লাস এইটের পেইন…সব মিলেয়ে বেড়াছেড়া…এই অদ্ভুত সময়গুলোতে মাঝে মাঝে রাশেদ ভাই গীটার হাতে চলে আসতে আমাদের ব্লকে। কখনও হাউস লীডার সহ…কখনও ছাড়া…তার লেখা গান শোনাতেন,
আমি একভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দায়
আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা আধখানা
আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল
আমি কিশোরিরই হারিয়ে যাওয়া মুক্তগাথা দুল…
রাতের আধারে সন্ধ্যার আলোতে প্রশ্ন জেগেছে…
সুর্য কোথা যায় অচেনা বেশে সন্ধ্যা বেলাতে
মনে প্রশ্ন জেগেছে…
এর আগে কখনও কাছে থেকে এমন গলা শোনা হয়নি। তাই মুগ্ধতা বাড়তে বাড়তে যে কোথায় গিয়েছিল তার সীমা নেই। ক্লাস এইটের শুরুতে আমাদের স্ক্রাপ বুক বানাতে হতো। গত কয়েকদিন আগে আলমারির পুরানো কাগজ পত্রের মধ্যে সেই স্ক্রাপবুকটা খুঁজে পেলাম। উলটে পালটে দেখা শুরু করলাম। হঠাৎ উৎসর্গ পাতাটির দিকে চোখ চলে গেল। লেখা “রাশেদ ভাইকে—আদর্শ মানুষ”।
চলে যাবার আগে আমার ডায়রিটা তাকে দিয়েছিলাম। তিনি কয়েকটা গানের লিরিক, তার ঠিকানা সহ ডায়রিটা ফেরত দিলেন…আমার কোন কিছুই ঠিকমতো থাকেনা। সেই ডায়রিটাও কোথায় হারিয়ে গিয়েছে কে জানে…
ক্লাস টুয়েলভে কমনরুমে সবাই মিলে একদিন সপ্নচুড়া ১ এলবামটা শুনছি। “একপায়ে নুপুর” গানের ভোকালের কন্ঠটা অনেক পরিচিত মনে হল…অনেকটা রাশেদ ভাইয়ের গলা। কাভারের পেছনে ছোট্ট করে ব্যান্ডের ছবি ছিল। সেখানে দেখি টাক মাথা রাশেদ ভাই। আমরাতো লাফাইতে লাফাইতে শেষ।
আমরাই শেষ ব্যাচ যারা রাশেদ ভাইয়ের গান শুনেছে একেবারে কাছে থেকে। আমাদের পরের ছয়টা ব্যাচেও অবশ্য শুনেছে। তবে আমাদের মুখে। আমাদের সিনিয়ারদের মুখে…এমন সুন্দর গানগুলোর কথা কেউ ভুলে যায়নি…কিছু কিছু জিনিস আসলে ভোলা যায়না…
কলেজের মুগ্ধ করা মানুষটি এখন বাংলাদেশের সবাইকে মুগ্ধ করে চলছেন… মাঝে মাঝেই ভাবি তাকে নিয়ে কিছু লিখি। কিন্তু কেন যেন সাহস হয়নি…
কলেজে গাওয়া তার অনেকগুলো গানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিল “দিশেহারা” গানটি…অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম কবে এই গানটি সিডিতে বেরুবে। লাস্ট এলবামে শেষমেশ আশাপূরণ হল। যদিও ফুয়াদের হাতে পড়ে গানটির অবস্থা সামান্য দিশেহারা টাইপ। তাও গত কয়েকদিন সারাদিন কানে বাজছে গানটি।
(উৎসর্গঃ ..কে– সে সারাদিন তপু ভাইয়ের গান শুনে আর আমারে জিজ্ঞেস করে ঐ তোর তপুভাই কি দিয়ে ভাত খায়রে? ভাবটা এমন তিনি আমাদের বাসায় থাকেন। আর রাত জেগে আমার সাথে মিউজিক করেন… :D)
|
কি অদ্ভুত!! আমি ঠিক এই গানটা শুনতেছিলাম!!
হু ফুয়াদরে আউট করা দরকার...বিট দিয়া বারোটা বাজাইসে। উনার গলার কিছুই অবশিষ্ট নাই 🙁
(বন্য ফুয়াদ চটিস না... )
Topu is da best!!n fuad-disgustin....oke lathi mere bone pathay deya dorkar...
খামোশ!!!বিট ছাড়া ওইগুলা গান নাকি!!তাইলে কবিতা শুনলেই পারিস...
"আমি বণ্য,আমি হিংস্র...কোমরটা দোলালিরে..."আহা...কি মধুর লিরিকস....
তপু ভাই আসলেই বস।
রায়হান,হেই মিয়া আইসিসি আর ইন্টার হাইজে কেমন করসে রে??এইগুলাতে আবার জোশ জোশ জাজ থাকে'ত.!!
akpaye nupur er gayok akjon ex cadet???urreeeeeeee amar to bhab baira gelo re civil friend der samne kalke to ami matitei pa felum na....
এতদিন জানতেন না?? ধিক ধিক
@ বন্য, ফুয়াদকে একটু ওয়াশিং মেশিনে ওয়াশ করলেই লিরিক গুলা ভালো হয়ে যেতে পারে... 💡
মাসরুফ ভাই আসলেই জানতেন না!!!এইজন্যই বলি বেশি বেশি এই ব্লগে হানা দিবেন...তাইলে অনেক কিছু জানতে পারবেন...একদিন আইসা আর তিনদিন ডুব দিলে এইরকম কত ধিক যে খাইতে হইব আপনারে....
মাত্র মেন্টস খাইসিস মনে হয়...এত বুদ্ধি আসে কই থিকা!!!
মাত্র মেন্টস খাইসিস মনে হয়...এত বুদ্ধি আসে কই থিকা!!!আবার বাত্তিও জ্বলে....
কি করবো বল, এত বুদ্ধি নিয়া ঘুমাইতে পারি না... 🙁
মাসরুফ ভাই, আপনের পানিশমেন্ট হইল এক্ষুনি একটা ব্লগ লিখে ফেলেন, সরি বইলা।
(সাথে কিছু ক্যাডেটীয় ঘটনা ফাউ)
যা তোরে দায়িত্ব দিলাম...ওয়াশ কইরা দিস....তবে দেখিস আবার হিতে বিপরীত না হয়!!
শেষে কিন্তু কানে তুলা দিয়া রাস্তায় হাটতে হইব কইয়া রাখলাম...
oi ami to liksi ajkei akta kosom khodar......likha zihad er hotmail e post korsi
tora keu ore ko akhoni post koira dite
ei blog ta hoilo senior koto prokar seitar prokar bhed.
beshi shubidhar hoy nai toy poira dekte paros....
সিনিয়র দুই প্রকার...
১.মাশরুফ ভাই----ইউনিক ওয়ান
২.বাকি সবাই..
মাশরুফ ভাই ..কিছু খাওয়ান..খুব খিদা লাগসে...
😆
amaro khida lagse re ammare deksilam cake banaite(amma kjoss cake banaito , ei reunion eo pulapain jigaise).....dekhi fridge raid kori....
@সবাই,
নেটের অবস্থা ডাইল...তাই জবাব একলগে দিতেছি...
@ফুয়াদ,
উনি ইন্টার হাউসে ফার্স্ট হইছিল...আইসিসিতে খুব সম্ভবত লাস্ট অথবা নাইন্থ। ক্যাডেট কলেজে গুনীদের কদর নাই...এই দেখ আমি যেমন পাইনাই...
@স্যাম,
কেমন আছস?
@মাশরুফ ভাই,
নেক্সট টাইম আর মাথা নামাইয়েন না। পারলে কিছু চাপা যোগ করে দিতে পারেন। যেমন, তার সাথে আইসিসিতে দেখা হইছিল। বাথ্রুমে একসাথে সিগারেট খাইছি আর উনার গান শুনছি।। 😀
topu bhai ICC te 9th hoisilo?kon ....kir pola judge silo re?
ar zihad re ko frontroll dite dite ashte......group e khora deikha poralikha baad diya blog liksi halar bhai udhao kono khobor e nai.....
ভাইয়া লেখাটা আপনার কাছে এখন আছে? তাহলে আপনি আপলোড করে দেন। জিহাদ বাসায় গেছে। আসতে দেরি আছে...
মাশরুফ ভাই...কি কইলাম আর কি করলেন!!খিদা তো আরও বাড়ায়া দিলেন ভাই... 😥
আর রায়হানের চাপা না পিটায়া আমার টা পিটান..কইবেন...তার সাথে আইসিসিতে দেখা হইছিল। বাথ্রুমে একসাথে সিগারেট খাইছেন আর উনি আপনার গান শুনসে...(সাথে লাগায়া দিবেন..ওহ,তখন আমার যা গলা ছিল.... 😆 )।। 😀
হি হি হি হি ...
বন্যরে তোর কথা কি আর কইতাম।। 😀
upload korum kemne email koira disi to zihad re.save korte giya dekhi "save it in unicode encoder" na ki shob habijabi koy......tai save o korte parinai thik moto.....
by the way.....onek koste liksi re....zihad eita upload korte na parle ami moira jamu......
Bonno fuaidda.......amar golar shobdo bikkhato chilo......shokale chillaya VPr ghum bhangaitam .....eita moteo chapa na re......sei golay gaan gaile mair aktao matit portona.....ei chapa sarle bash khamu....
রায়হান,কলেজে নাইলে কদর পাস নাই..কিন্তু এখন তো আরও আড়াই বছর পর হই গেল..আর কবে কদর পাইবি!!আর যে সহ্য হচ্ছে না...
@fuaidda :....tor tel amar onek posondo hoise oi je shurute liksos mashroof unique senior(kon dik diya unique seita kos nai.......pech raikha disos....)
তাইলে আর কি করতাম... 🙁
খাওয়া ছাড়া কথা নাই.... 😡 নিজে বইসা বইসা আম্মার কেক খাইতেসে,আবার তেলও খাইতে চাইতেসে..
কবি বলেছেন,"এ জগতে হায়..সেই বেশি চায়...."...আর কিছু বলার নাই...
janos khaoa daoar moto anonder jinish duita nai....amar personal record silo akta sombar din ruti khaoner....oidin amader ruti dito.....class 9 e thakte........record korum deikha dupure kisu khai nai.....boshtam 10 number table e.....2 number high table thika HCP Rahim bhai pura rutir bati pathay disilo......I ate around 40 rutis that day.......ei recently record ta bhangse(ruti na koiya chapati koai bhalo...)
@অর্চি, ভালো লাগতে নাই পারে..তাই বলে এই ল্যাংগুয়েজ!আজব!ধিক ধিক...(নতুন শিখলাম)
লাথি মেরে বনে তো পাঠাইবা..কিন্তু সেইবনে তার গান শোনার জন্য যে পুরা বাংলাদেশের মানুষ
হাজির হবে তার কি ব্যবস্থা??
আরে!!!
অর্চির কমেন্টসটা মডারেশন করলাম...কিন্তু আমার পিসিতে দেখা যায়না...ফুয়াদ তুই দেখতে পাস? কি আজব সমস্যা...
1127 ki orchi apu naki?arre kemon aso? sharek bandorta bhalo ase?onek din patta paitesina fajiltar....
পাই...
ওই ব্যাটা,মডারেশনের দরকার কিরে??গলা ছেড়ে বলতে দে....
নাআআআআ,
১১২৭ আমি স্যামঝ্যাং,
ক্যামনে কি? (আমিও নতুন শিখসি)
আমি অর্চির কমেন্ট দেখি না কেন???
অর্চি অর্চি তুই কেমন আছিস???
আরে ও তো মেম্বার হয় নাই...তাই কমেন্টস সরাসরি আসে না। মেম্বার হইলে এই সমস্যা হতো না... কি করতাম ক? সবাই গলা ছেড়ে গাক এইটাই তো আমরা চাই...
তার মানে কি খালি আমি অর্চির কমেন্ট দেখতেসি!!গোলমাল আসে মনে হইতেসে....
স্যামের টারজান টাইপ চিৱকারটা ভাল হইসে...আরেকটা জিনিস শিখলাম!!
এই ব্লগের সমুদ্রে নুড়ি কুড়াইতে কুড়াইতে তো খবর হই যাইব!!
সব পাগল একত্র হইছে...দেখি কে শেষ পর্যন্ত থাকতে পারে...
হায় হায়...সব ভাগসে!!
present
কিরে সব ঘুম??
কি আর কইতাম.........।
রায়হান তোদের এক্স-ক্যাডেট ছিল জানতাম, তোর টেবিল লিডার ছিল এইটা জানতাম না...।
বেটা কি খাওয়াইছিলি্.........।। 😀
আমার একই প্রশ্ন...পুরা জাতির প্রশ্ন...রায়হান,তুই তপু ভাইরে কি খাওয়াইছিলি???
Fuad Ki ex cadet naki???
haire fuad jah tui kochu gachey gia julan da............... 😀
সবাই ইট্টু আওয়াজ দ্যান,কার কাসে তপু ভাইর কোন গানটা সবচে ভাল লাগে???
আমার হইল...একটা গোপন কথা....
সব সব সব...
হুমম...একটা গোপন কথা, এইটা ক্লাসিক।
fuad tor sathey amio asiiiiiii..............amaro akta gopon kotha asey .............. 😉
ভাই কি আমারে কইলেন!!!নাকি ওই যেৌবন জ্বালায় উত্তপ্ত গাধার মত হিংস্র মিউজিশিয়ান ফুয়াদরে....??
বাহ্, এই ব্লগটাও ৫০ মারসে....সাবাশ!!!
তপু ভাই রকস...
(কেউ এইটা উনার কানে উঠানোর ব্যবস্থা কর....)
crazy 99 a msg pathanote obosheshe mgcc aar arakjon comment korlo. kintu lekha koi??? aar raihan aki table aar vat khaisos. khara iut te ase tor gun shunmu.
ha IUt te abar gia concert hobey 😆
রায়হান?? গান???
aki table aar vat khaise. oi vat jar pete gese tar mukh diei gun ar gun.
@রায়হান...
এইবার মনে হয় কদর পাওয়া শুরু করলি...
রায়হান মিউট কইরা গাইস প্লীজ,
(গানের আধিক্যে ক্যাডেটের মৃত্যু...)
ফুয়াদের কবল থেকে রাশেদকে মুক্ত করার একটা টেরাই মারতে পারলে খুব ভালো হতো।
একদম ঠিক কথা। আমি দুই হাত দুই পা তুলে সাথে আছি।
এই... তপুভাইএর ঈমেইলটা দাওতো... উনারে আমি Sue করমু... আমার জীবনের সব কাহিণী উনি গানে গানে সবাইরে জানিয়ে দিচ্ছেন... খুব খারাপ =/
পোলাপাইন... তপু ভাইতো ফেসবুক এ আছেন... উনারে কেউ একজন ইনভাইট কইরা এখানে নিয়ে আসো... ব্লগটা আরো জমতো তাইলে...
kire sobai kokhon aschen? ami 5.30 porzonto chilam. ghum theke uthe dekhi birat miss hoiche...tora kew dakli na ken..... X-(
@konfu vai,
apni mone hoy chinen? rashed vai re?
@Yousuf Mahmood,
Tapu vai face book e ki name achen?
topu vair page ase...yaatri name
রায়হান, Rashed Uddin Ahmed Topu... এই নামে খুজে দেখ.. পাবা।
okkiz
oi Rashed Uddin Ahmed Topu name kawre pai na
paichiiiiiiiiiiiiiisorry
রাতের আধারে সন্ধ্যার আলোতে প্রশ্ন জেগেছে…
সুর্য কোথা যায় অচেনা বেশে সন্ধ্যা বেলাতে
মনে প্রশ্ন জেগেছে…
ai ganta ki CD ber hoice??? Ai ganta amar khub prio cilo ...
Offthe topic .... ami akta Gan likcilam ...abong se ganta SUH er camp fire e tuopu vai gaicilen ... 1999 e ..
ha ha mone ache. amra oi ekta campfire paichilam...
rater adhare gantar cd ekhono ber hoy nai...
mehedi vai kemn achen?
TO Raihan
valo achi ... are ami office faki dia blog porci ... akane keo to Bangla Porte pare na ... sobai vabtache ..khub busy kaje ... ha ha ha... ami tomake duita jokes pataice ... bangla traslet kore post koro
emai e? Thik ache kore dibo.
আড্ডা ভলই জমছে মাগার............মুখ তো দেখি ঐ কয়টাই............বাকি লুকজন কই?
জিহাদ...........বিচিন্ন ইনটেকের গ্রুপ গুলাতে হানা দাও.........বাংলাদেশের যত এক্স ক্যাডেট আছে তার ২৫ লিখলেও এই সাইটে লেখা পড়ে কুল পাওয়ার কথা না!!! 🙄
কারেকশনঃ
বিচিন্ন= বিভিন্ন
২৫= ২৫%
কুল= কূল
boys ami ei topur kotha porar por amader kamrul topu bhai ke khub miss kortesi.....Konok ,kemon asen uni?
@mashruf vai....topu vaiya to onek besto ache...but valo ache..atodin to aka aka mon kharap kore thakto akhon bondhu bandhob sobaike niye moha anonde ache...
KHARA UNAR ANONDO AMI BAIR KORTESI........BLOG NA LEIKHA UNI FURTI KORTESEN AR EIDIKE HAY TOPU HAY TOPU ROB UTHSE........UNARE BOLBI JE UNAR NAAM E CONTINUOUS ED ISSUE KORA HOILO.....BLOG E LIKHA NA DEOA PORJONTO CHOLTE THAKBE......
BY THE WAY,TOR KHOBOR KINTU ASEI.......JA KHAONER KHAYA NE...BUJHOS E TO DUI DINER DUNIYA......
ক্যামনে কি?? 🙄
আমি নাই আর সব ষড়যন্ত্র কইরা এইখানে গ্যাজানি স্টার্ট করসে।খেলমুনা 😥
@কালবেলা- ফেসবুক এর মোটামুটি সব গ্রুপ এই ক্যানভাস করসি।আরো কোথাও আর কোন গ্রুপ থাকলে খোজ দিয়েন আমারে
Raihan... Its very hard to recall ur face... but be sure that if I see u ill definitely recognize u... Now I wanna say... THAAAAAAAAAAAANNNNNNNNNNNNKKKKKKKKKKK UUUUUUUUUUUUU VERRRRRRRRYYYYYYYYYYYY MUCH.....
tomar post pore ami onnek emotional hoye gechi.... those 6 years amar Jibon ke onno bhabe dekhte shikhieche.... Cadet College er frnds are the best and pure frnds.
aar takhon kintu tomrai chila amar srota... so bojho tomra amar jonno koto important... jodio shobaike amar mone nai... 🙁
Cadet Colleges ROCK..
TOPU (YAATRI)
আরে রাশেদ ভাই,
অবাক হয়ে গেলাম। আপনি এখানে এসেছেন। ভালো থাকবেন খুব ভালো...
@topu vai aikhne aser jonne thanx....
(topu vai ke kintu ai lekher kotha ami janaisi...)
কনক ভাইও মনে হয় মনে মনে একটা থ্যাংক্স আশা করতেসে।
আইচ্ছা আমিই দিয়া দিলাম।
কনক ভাই,থ্যাংক্স 😆
taile to bli janlo kemne?
@ kanak vai, thnx...
hahahahah.....(lojja pailam aktu aktu...)
khaise boss eikhane aisha porse?yayyyyyyyyyyyyyyyyyyy!!!!!!!!!!!!!!!!!!!topu bhai jindabad!!!!!!!!!!
ar matro 15 ran...
বসে আয়া পড়ছে....
@তপু ভাই, বালা আছেন্নি বাই? আঁই আন্নের কুববরো এক্কান প্যান। আঁন্নের লাই আঁর হ্যাঁট হুঁড়ে।
Aisha porlam arki... 🙂 thanx to Kanak and Raihan. shobai bhalo?
তপু ভাই,আপনার গানে কখনও গরুর আওয়াজ লাগেনা???লাগলে আওয়াজ দিয়েন...বান্দা হাজির থাকব... 😆
ভাই ভালা তো থাকবার চাই।মাগার এক্সাম আইসা সব ক্যারাব্যারা বাজাইয়া দেয়।
তাই কি আর করা,আপাতত ভাংগা বাড়ির ভাংগা বারান্দা হয়াই আছি,ঘরের ভিতর আর ঢুকবার চান্স পাইনাই
@তপু ভাই- আমাগো ব্লগে একটা ঝুকি নিয়া জয়েন করে ফালান ভাই। গান তো শুনতেসিই।এইবার কিছু কাহিনীও শুনি আপনার কাছ থেকে।কি বলেন?? ;)ভাই জায়গায় বসে একটু আওয়াজ দিয়েন।ইনভাইটেশন পাঠাইতে পারি তাইলে...
Jara Facebook e topu bhai er page khujtesen. here is the adress
http://www.facebook.com/pages/Yaatri/10278565897
তপু ভাই আপনার লেখার অপেক্ষায় থাকলাম।
kavare thele aro ekti ran... 😀
topu vai u r gr8...... fuad k kano track a hat dite dilo.....o kichu pare na.....
ব্যাপারটা উনারে বুঝাই বুঝাই বলা দরকার...তপু ভাই আপ্নে কি কন? ব্যাপার নাফুয়াদ ভাই জানতে পারবেনা... 😉
ওই,তোগো খাইসি.....
ঐ বন্য...বনে গিয়া মর... কই আছিলি?
ঠীক ঠীক।
আর এক...পুরা করলাম... 😆
ইয়া... সেঞ্চুরি...
এইবার য়াবার নতুন করে স্টান্স নেই।সব ভাল ব্যাটসম্যানরাই তাই করে। হে হে
খাড়া,আমি ফুয়াইদ্দারে নিয়া একটা লিখা দিমু....আশা করি তোরা ভালা ভালা কমেন্ট করবি...তোদের সবার তার প্রতি যে মহব্বত দেখতে পাইতেসি!!!
জিহাদ,তুই তো দেখি 'আচ্ছে বাল্লেবাজ'.... 😆
তুই না হিন্দি সিনেমা দেখস না।তাইলে বাল্লেবাজ শিখলি কোত্থাইক্যা?? এইডার মানেই বা কি?? 🙄
তুই মনে হয় কলেজে কোনদিন ইন্ডিয়া পাকিস্থানের খেলা দ্যাখস নাই!!!এইটা ইন্ডিয়ান কমেন্ট্রি...
@হাসিনুল,
অনুউউউউ......আমি আইতেসি...তোর গিটার নিয়া সময় থাকতে পালা....
আমি খেলা দেখলে বিভোর হয়া দেখি।ইন্ডিয়ান কমেন্ট্রির মত ফাউল জিনিসও তুই দেখি মনযোগ দিয়া শুনস।পারলে আমি মিউট করে রাখি টিভি হিন্দি কমেন্ট্রি চল্লে।
ইসসসস...তোর মত বিভোর হই যদি খেলা দেখতে পারতাম!!!তুই ভাই আসলেই বস....
শুধু মাত্র এখানে কমেন্ট দেওয়ার জন্য লগ ইন করলাম। খুব দৌড়ের উপর আছি। সত্য কথা হইল যখন প্রথম দেখছিলাম তপু কথন খুব ভাব বাইড়া গেছিল। আমি ভাবলাম আমাকে নিয়েই কেউ লিখে ফেলল কিনা। পরে দেখলাম এই কাহিনী। তবে এখন বড় সমস্যা হইয়া গেল। আগে তপু ভাই কইলা আমিই ছিলাম এখন বুঝিনা কে কারে কয়। কনক তপু ভাইকে কেমনে চিনলি? আমি শিঘ্রই আসতেছি। মাথার মধ্যে একগাদা লেখা ঘুরতেছে।
topu vai amare khayai den...apnare niyao ekta likhe felobone... 😉
@topu bhai (kamrunl topu).......sinior rongo likha ta poiren.......oikhane K diya naam shuru hoy eirokom ak type senior er bornona deoa ase........dekhen to karo sathe mile kina........khikzzz.....
এইটাই কি সবচেয়ে বেশী কমেন্ট পেল নাকি এ পর্যন্ত?
তপু ভাই এর লেখার অপেক্ষায় রইলাম।ভাল থাকবেন।
সেই কখন থেকে পাচ জন অনলাইন দেখাচ্ছে। কিন্তু কেউ কোন সাড়া শব্দ করে না কেন...
by the way.... recently kono cadet college er reunion hoar chance ache naki? jano keu?
@topu vai,
কয়েকদিন আগে কুমিল্লার রিউনিয়ন হলো...নেক্সট রিউনিয়ন এফসিসি এর। সেটা ডিসেম্বরে...
@ Mr. Topu
Keno ??? BCC Reunion e to jao na ... onno reunio dia ki korba ??? Taka poysar gondo pacci ...
Dear Topu,
I met you at Bashundhara City, when you were busy with your CD lunching ceremony "Bondhu Vabo ki". Taposh was with you. I know Taposh and he invited me there. But, I didn’t know that you are from my college. We are proud of you man. Your songs are so beautiful. I like it…specially “ek paye nupur”. I wish your success.
Yours
Maj Akhlaq (454)
9th Batch, BCC
মনে হয় একটু ভুল বুঝাবুঝি হইসে... 😛
Thanx Bro... 🙂
প্রায় বছর খানিক আগের পোষ্ট, আমি তখন চুপিচুপি আইসা পইড়া চইলা যাইতাম। কিছু বলার সাহস কুলায় নাই। আজকে আবার শুরু থেকে দেখতেছি সবকিছু। রায়হান ভাই, তপু বসকে নিয়ে চরম লিখা দিছিলেন এইটা।
অফটপিকঃ উনি কি সিসিবির মেম্বার?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মেম্বারনা। তয় তোর উপ্রে উনার কমেন্ট আছে। 😛
সেলিব্রেটি রাইটারের পোস্টে সেলিব্রেটির কমেন্ট :clap: :clap: :clap:
নাহ!! পোলাপান বদ হইয়া গেছে B-)
৪/৫ দিন আগে একটা চিঠি পাইলাম.......ক্লাস ১০ এ থাকতে লেখা....কারে লেখছিলাম তা আর কইলাম না.....৩ নম্বর পেজ এ গিয়া দেখি......নির্ঘুম রাত আজ,মনে পরে সেই সাঁঝ.....
আবার মনে পইরা গেল...... :dreamy:
তবে তপু ভাই আজকাল লাইভে ডিসটিউন্ড গায়... I count it as a problem.