তপু কথন…

রাশেদ ভাই

নির্ঘুম রাত আজ
মনে পড়ে সেই সাজ
আমাদের গড়া তাজ
ফেলে রাখা শত কাজ
তবু তোমারি খোঁজে এই আমি দিশেহারা……

ক্লাস সেভেনে যখন ঢুকি তখন উনি জুনিয়ার প্রিফেক্ট…টাক মাথা অতিব ভদ্রলোক…

পরের টার্মে দীর্ঘদিনের জন্য কলেজে আসলাম। সিনিয়ার প্রিফেক্টশীপ দিয়ে দেয়া হল…এত কিছু্তো তখন বুঝিনা। খালি দেখলাম উনি আমার টেবিলে…সদাহাস্য টেবিল লীডার…

একদিন হাউস লীডার রিফাত ভাই একরুমে আমাদের ফলিন করালেন। সাথে গীটার হাতে উনি। রিফাত ভাই বললেন, ও হলো রাশেদ। খুবি ভাল গীটার বাজায়। তোমরা কেউ একটা গান গাও। দেখ, ও সাথে সাথে সেটা গীটারে তুলে ফেলবে। আমাদের আমিন তখন চাঁটগাইগা ভাষায় একটা গান গেল। উনি সাথে সাথে টুং টুং করে বাঁজিয়ে ফেললেন সেটা…আমি আমার টেবিল লীডারের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম…

সেভেনের দিনগুলা ভয়াবহ। বাবা মা ছাড়া অনেক দিন থাকা। স্টাফদের দিনভর যন্ত্রণা…ক্লাস এইটের পেইন…সব মিলেয়ে বেড়াছেড়া…এই অদ্ভুত সময়গুলোতে মাঝে মাঝে রাশেদ ভাই গীটার হাতে চলে আসতে আমাদের ব্লকে। কখনও হাউস লীডার সহ…কখনও ছাড়া…তার লেখা গান শোনাতেন,

আমি একভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দায়
আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা আধখানা
আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল
আমি কিশোরিরই হারিয়ে যাওয়া মুক্তগাথা দুল…

রাতের আধারে সন্ধ্যার আলোতে প্রশ্ন জেগেছে…
সুর্য কোথা যায় অচেনা বেশে সন্ধ্যা বেলাতে
মনে প্রশ্ন জেগেছে…

এর আগে কখনও কাছে থেকে এমন গলা শোনা হয়নি। তাই মুগ্ধতা বাড়তে বাড়তে যে কোথায় গিয়েছিল তার সীমা নেই। ক্লাস এইটের শুরুতে আমাদের স্ক্রাপ বুক বানাতে হতো। গত কয়েকদিন আগে আলমারির পুরানো কাগজ পত্রের মধ্যে সেই স্ক্রাপবুকটা খুঁজে পেলাম। উলটে পালটে দেখা শুরু করলাম। হঠাৎ উৎসর্গ পাতাটির দিকে চোখ চলে গেল। লেখা “রাশেদ ভাইকে—আদর্শ মানুষ”।

চলে যাবার আগে আমার ডায়রিটা তাকে দিয়েছিলাম। তিনি কয়েকটা গানের লিরিক, তার ঠিকানা সহ ডায়রিটা ফেরত দিলেন…আমার কোন কিছুই ঠিকমতো থাকেনা। সেই ডায়রিটাও কোথায় হারিয়ে গিয়েছে কে জানে…

ক্লাস টুয়েলভে কমনরুমে সবাই মিলে একদিন সপ্নচুড়া ১ এলবামটা শুনছি। “একপায়ে নুপুর” গানের ভোকালের কন্ঠটা অনেক পরিচিত মনে হল…অনেকটা রাশেদ ভাইয়ের গলা। কাভারের পেছনে ছোট্ট করে ব্যান্ডের ছবি ছিল। সেখানে দেখি টাক মাথা রাশেদ ভাই। আমরাতো লাফাইতে লাফাইতে শেষ।

আমরাই শেষ ব্যাচ যারা রাশেদ ভাইয়ের গান শুনেছে একেবারে কাছে থেকে। আমাদের পরের ছয়টা ব্যাচেও অবশ্য শুনেছে। তবে আমাদের মুখে। আমাদের সিনিয়ারদের মুখে…এমন সুন্দর গানগুলোর কথা কেউ ভুলে যায়নি…কিছু কিছু জিনিস আসলে ভোলা যায়না…

কলেজের মুগ্ধ করা মানুষটি এখন বাংলাদেশের সবাইকে মুগ্ধ করে চলছেন… মাঝে মাঝেই ভাবি তাকে নিয়ে কিছু লিখি। কিন্তু কেন যেন সাহস হয়নি…

কলেজে গাওয়া তার অনেকগুলো গানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিল “দিশেহারা” গানটি…অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম কবে এই গানটি সিডিতে বেরুবে। লাস্ট এলবামে শেষমেশ আশাপূরণ হল। যদিও ফুয়াদের হাতে পড়ে গানটির অবস্থা সামান্য দিশেহারা টাইপ। তাও গত কয়েকদিন সারাদিন কানে বাজছে গানটি।

(উৎসর্গঃ ..কে– সে সারাদিন তপু ভাইয়ের গান শুনে আর আমারে জিজ্ঞেস করে ঐ তোর তপুভাই কি দিয়ে ভাত খায়রে? ভাবটা এমন তিনি আমাদের বাসায় থাকেন। আর রাত জেগে আমার সাথে মিউজিক করেন… :D)

Get this widget | Track details | eSnips Social DNA
১৭,৮৮১ বার দেখা হয়েছে

১২৭ টি মন্তব্য : “তপু কথন…”

  1. মাসরুফ ভাই আসলেই জানতেন না!!!এইজন্যই বলি বেশি বেশি এই ব্লগে হানা দিবেন...তাইলে অনেক কিছু জানতে পারবেন...একদিন আইসা আর তিনদিন ডুব দিলে এইরকম কত ধিক যে খাইতে হইব আপনারে....

    জবাব দিন
  2. @সবাই,
    নেটের অবস্থা ডাইল...তাই জবাব একলগে দিতেছি...
    @ফুয়াদ,
    উনি ইন্টার হাউসে ফার্স্ট হইছিল...আইসিসিতে খুব সম্ভবত লাস্ট অথবা নাইন্থ। ক্যাডেট কলেজে গুনীদের কদর নাই...এই দেখ আমি যেমন পাইনাই...
    @স্যাম,
    কেমন আছস?
    @মাশরুফ ভাই,
    নেক্সট টাইম আর মাথা নামাইয়েন না। পারলে কিছু চাপা যোগ করে দিতে পারেন। যেমন, তার সাথে আইসিসিতে দেখা হইছিল। বাথ্রুমে একসাথে সিগারেট খাইছি আর উনার গান শুনছি।। 😀

    জবাব দিন
  3. মাশরুফ ভাই...কি কইলাম আর কি করলেন!!খিদা তো আরও বাড়ায়া দিলেন ভাই... 😥
    আর রায়হানের চাপা না পিটায়া আমার টা পিটান..কইবেন...তার সাথে আইসিসিতে দেখা হইছিল। বাথ্রুমে একসাথে সিগারেট খাইছেন আর উনি আপনার গান শুনসে...(সাথে লাগায়া দিবেন..ওহ,তখন আমার যা গলা ছিল.... 😆 )।। 😀

    জবাব দিন
  4. janos khaoa daoar moto anonder jinish duita nai....amar personal record silo akta sombar din ruti khaoner....oidin amader ruti dito.....class 9 e thakte........record korum deikha dupure kisu khai nai.....boshtam 10 number table e.....2 number high table thika HCP Rahim bhai pura rutir bati pathay disilo......I ate around 40 rutis that day.......ei recently record ta bhangse(ruti na koiya chapati koai bhalo...)

    জবাব দিন
  5. @অর্চি, ভালো লাগতে নাই পারে..তাই বলে এই ল্যাংগুয়েজ!আজব!ধিক ধিক...(নতুন শিখলাম)
    লাথি মেরে বনে তো পাঠাইবা..কিন্তু সেইবনে তার গান শোনার জন্য যে পুরা বাংলাদেশের মানুষ
    হাজির হবে তার কি ব্যবস্থা??

    জবাব দিন
  6. তার মানে কি খালি আমি অর্চির কমেন্ট দেখতেসি!!গোলমাল আসে মনে হইতেসে....
    স্যামের টারজান টাইপ চিৱকারটা ভাল হইসে...আরেকটা জিনিস শিখলাম!!
    এই ব্লগের সমুদ্রে নুড়ি কুড়াইতে কুড়াইতে তো খবর হই যাইব!!

    জবাব দিন
  7. এই... তপুভাইএর ঈমেইলটা দাওতো... উনারে আমি Sue করমু... আমার জীবনের সব কাহিণী উনি গানে গানে সবাইরে জানিয়ে দিচ্ছেন... খুব খারাপ =/

    পোলাপাইন... তপু ভাইতো ফেসবুক এ আছেন... উনারে কেউ একজন ইনভাইট কইরা এখানে নিয়ে আসো... ব্লগটা আরো জমতো তাইলে...

    জবাব দিন
  8. রাতের আধারে সন্ধ্যার আলোতে প্রশ্ন জেগেছে…
    সুর্য কোথা যায় অচেনা বেশে সন্ধ্যা বেলাতে
    মনে প্রশ্ন জেগেছে…

    ai ganta ki CD ber hoice??? Ai ganta amar khub prio cilo ...
    Offthe topic .... ami akta Gan likcilam ...abong se ganta SUH er camp fire e tuopu vai gaicilen ... 1999 e ..

    জবাব দিন
  9. আড্ডা ভলই জমছে মাগার............মুখ তো দেখি ঐ কয়টাই............বাকি লুকজন কই?
    জিহাদ...........বিচিন্ন ইনটেকের গ্রুপ গুলাতে হানা দাও.........বাংলাদেশের যত এক্স ক্যাডেট আছে তার ২৫ লিখলেও এই সাইটে লেখা পড়ে কুল পাওয়ার কথা না!!! 🙄

    জবাব দিন
  10. ক্যামনে কি?? 🙄

    আমি নাই আর সব ষড়যন্ত্র কইরা এইখানে গ্যাজানি স্টার্ট করসে।খেলমুনা 😥

    @কালবেলা- ফেসবুক এর মোটামুটি সব গ্রুপ এই ক্যানভাস করসি।আরো কোথাও আর কোন গ্রুপ থাকলে খোজ দিয়েন আমারে

    জবাব দিন
  11. Raihan... Its very hard to recall ur face... but be sure that if I see u ill definitely recognize u... Now I wanna say... THAAAAAAAAAAAANNNNNNNNNNNNKKKKKKKKKKK UUUUUUUUUUUUU VERRRRRRRRYYYYYYYYYYYY MUCH.....

    tomar post pore ami onnek emotional hoye gechi.... those 6 years amar Jibon ke onno bhabe dekhte shikhieche.... Cadet College er frnds are the best and pure frnds.

    aar takhon kintu tomrai chila amar srota... so bojho tomra amar jonno koto important... jodio shobaike amar mone nai... 🙁

    Cadet Colleges ROCK..

    TOPU (YAATRI)

    জবাব দিন
  12. ভাই ভালা তো থাকবার চাই।মাগার এক্সাম আইসা সব ক্যারাব্যারা বাজাইয়া দেয়।
    তাই কি আর করা,আপাতত ভাংগা বাড়ির ভাংগা বারান্দা হয়াই আছি,ঘরের ভিতর আর ঢুকবার চান্স পাইনাই :mrgreen:

    জবাব দিন
  13. @তপু ভাই- আমাগো ব্লগে একটা ঝুকি নিয়া জয়েন করে ফালান ভাই। গান তো শুনতেসিই।এইবার কিছু কাহিনীও শুনি আপনার কাছ থেকে।কি বলেন?? ;)ভাই জায়গায় বসে একটু আওয়াজ দিয়েন।ইনভাইটেশন পাঠাইতে পারি তাইলে...

    জবাব দিন
  14. শুধু মাত্র এখানে কমেন্ট দেওয়ার জন্য লগ ইন করলাম। খুব দৌড়ের উপর আছি। সত্য কথা হইল যখন প্রথম দেখছিলাম তপু কথন খুব ভাব বাইড়া গেছিল। আমি ভাবলাম আমাকে নিয়েই কেউ লিখে ফেলল কিনা। পরে দেখলাম এই কাহিনী। তবে এখন বড় সমস্যা হইয়া গেল। আগে তপু ভাই কইলা আমিই ছিলাম এখন বুঝিনা কে কারে কয়। কনক তপু ভাইকে কেমনে চিনলি? আমি শিঘ্রই আসতেছি। মাথার মধ্যে একগাদা লেখা ঘুরতেছে।

    জবাব দিন
  15. Dear Topu,
    I met you at Bashundhara City, when you were busy with your CD lunching ceremony "Bondhu Vabo ki". Taposh was with you. I know Taposh and he invited me there. But, I didn’t know that you are from my college. We are proud of you man. Your songs are so beautiful. I like it…specially “ek paye nupur”. I wish your success.

    Yours
    Maj Akhlaq (454)
    9th Batch, BCC

    জবাব দিন
  16. রকিব (০১-০৭)

    প্রায় বছর খানিক আগের পোষ্ট, আমি তখন চুপিচুপি আইসা পইড়া চইলা যাইতাম। কিছু বলার সাহস কুলায় নাই। আজকে আবার শুরু থেকে দেখতেছি সবকিছু। রায়হান ভাই, তপু বসকে নিয়ে চরম লিখা দিছিলেন এইটা।
    অফটপিকঃ উনি কি সিসিবির মেম্বার?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  17. রেজওয়ান (৯৯-০৫)

    ৪/৫ দিন আগে একটা চিঠি পাইলাম.......ক্লাস ১০ এ থাকতে লেখা....কারে লেখছিলাম তা আর কইলাম না.....৩ নম্বর পেজ এ গিয়া দেখি......নির্ঘুম রাত আজ,মনে পরে সেই সাঁঝ.....
    আবার মনে পইরা গেল...... :dreamy:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।