সাপের খোলস বদলের মত,
ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত স্কুলটির সাথে-
ভরদুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতারের
স্বাধীন জীবনটিরও অকাল প্রয়াণ।
অতঃপর অনুপ্রবেশ- ক্যাডেট কলেজ নামক একটি মিক্চার মেশিনে
পরবর্তী ছয় ছয়টি বছর কিছু অবাধ্য চোখের পানি,
ড্রিল গ্রাউন্ড নামক খোয়া
এবং সকালের পিটি নামক বালি্র সাথে
কাস্টমস এন্ড এটিকেট্স উইথ ম্যানারিজম,
একাডেমিক্স, কালচারাল-একটি-ভীতিজ, এথলেটিক্স,
টিচারিয় ফ্যাসিজম, সিনিয়র-জুনিয়র রিলেশন শিপ এন্ড ট্রাজেডিজ,
প্রিফেক্টশিপ এন্ড পলিটিক্স ,প্রেপ এন্ড প্রেয়ার ( মাগরিব+জুম্মা),
লাইট্স অফ এন্ড কম্বলিং, ইন্টার হাউস সবকিছু কম্পিটিশন এন্ড পলিটিক্স,
কলেজ এন্ড হাউস ভিত্তিক কোল্যাটারাল ব্যুরোক্রেসি বাই
এডজুটেন্ট-হাউস মাস্টারস এন্ড সামটাইমস্ ভিপি,
আন্তঃ এবং অন্তঃশ্রেণী টিজিং, গার্ডেনিং এন্ড সোসাইটি,
জুতা ও সোল্ডার টাইটেল পালিশ তথা টার্নাউট বিয়ারিং,
হাউস ইন্সপেকশন এন্ড কলেজ ইন্সপেকশন,
সদা সর্বত্র পানিশমেন্ট এন্ড ইটস এফেক্ট ,
নলেজ এবাউট সেক্স বাই ইন্টারনাল ডিসকাশন এন্ড চটি,
অতিমাত্রায় নারী আকর্ষন ইনটার্মস অফ নারী মুখরিত পরিবেশ বিহীন সিক্স ইয়ারস,
অল ওয়েদার ক্রিপিংস এন্ড চৌদ্দ গুষ্টি উদ্ধার অফ ক্যাডেট লাইফ,
ইত্যাদি……… ইত্যাদি
এককথায়, একটি মানুষের বাচ্চাকে
অল সাইড-অলরাউন্ডার বানানোর ব্যাপক দুরভিসন্ধি ও
সর্বোপরি যেকোন মুহুর্তে কলেজ আউট হবার বিভীষিকাময় ভীতির
অ(পার)মানবিক ইনকিউবেটোরিয়াল মিশ্রণ।
ফলশ্রুতিতে, পরিপূর্ন স্বতন্ত্র্য সাইকোলজি সমৃদ্ধ অবিমৃষ্যকারী একটি প্রাণীর আবির্ভাব-
যার নাম ক্যাডেট।
১৫ টি মন্তব্য : “যার নাম ক্যাডেট”
মন্তব্য করুন
কালবেলা ভাই অবশেষে তার খোলস থেকে বের হয়ে আসলেন 😆
আপনার সাথে সামহোয়ার ইন এ আগেও আলাপ হইসে কিন্তু ভুলেও বলেন নাই যে আপনি ক্যাডেট।এইটা কিন্তু মোটেও উচিত কাজ করেন নি।
হঠাৎ সামহোয়ার ইন থেকে চলে আসলেন ক্যান?? অবশ্য আমিও যাইনা এখন।ভাল্লাগেনা পরিবেশ।
কবিতা নিয়া আর কি বলবো... বরাবর এর মতই 😉
nice definition.
ভাল হইছে...
"পরিপূর্ন স্বতন্ত্র্য সাইকোলজি সমৃদ্ধ অবিমৃষ্যকারী একটি প্রাণীর আবির্ভাব-
যার নাম ক্যাডেট।" - বিশেষনে বিশেষায়িত ক্যাডেট......।। চরম লাগল 😀
সেইরকম।
বাংলা-ইংরেজীর অবিমিশ্র সম্মিলন।
but আপনি somewhereinblogsএর ব্যাপারটা স্বীকার করছেন না কেন?
জিহাদ,
(ধরা খাইসি) 😥 😥 😥
যাই হোক সামহয়ারইনে তোমার সাথে দেখা হয়েছে......কথা হয়েছে কিন্ত্য বলি নাই আমি ও ক্যাডেট.........কেন যে বললাম না এখন কারণ টা ঠিক মনে করতে পারছি না। আবার এখন এসে কেন বলছি তারো ঠিক ব্যাখ্যা খুজে পাচ্ছি না। কি যে হল আমার। 🙄 🙄 🙄
না না সামহোয়্যার ইন থেকে চলে আসিনি তো? এই দুদিন ধরে যাইনি। কারন নেটের কাছে ছিলাম না। আর যতটুকু সময় নেটের কাছে ছিলাম ততটুকু সময় এই এখানে ছিলাম। কোন গ্যাঞ্জামে না পরলে আমি সারাজীবনই সামহয়ারইনে আছি। তবে সামহয়ার ইনে শুধু লেখা-লেখির ব্যাপার গুলো নিয়ে বাঁচতে চাই----------আর সে কারণেই বোধয় ওখানে বলতে ইচ্ছা হয়নি-আমি যে ক্যাডেট ।
[ হা...হা...এটা কবিতা হয়েছে.........না কোবতে? হা হা...] 😛 😛
থ্যাঙ্কু ইশতিয়াক......ভা (ইয়া) 😆
শুকরিয়া @ রায়হান আবীর............।
হাসনাইন.........কিরাম কিরাম করে যানি সিরাম এট্টা কোবতে লিখে ফেললাম রে..(!)..........তোর আবার চরম লাগছে? কোথায় কোথায়- দেখি? 😛 😛 😛
প্রিয় ধনাত্যক চিন্তাবীদ............
কোবতে ভালো লেগেছে জেনে ভালো লাগল। ক্যাডেট কলেজে যাওয়ার পর বাংলিশ এর ব্যাবহারটা খুব ভালো ভাবেই রপ্ত হয়েছিল। যাক, সেটা দিয়ে যে এখন কোবতেও লেখা যাবে .........স্বপ্নেও ভাবিনি।
হে কলেজ তুমি মোরে করিয়াছ মহান
তুমি মোরে দানিয়াছ অবিমিশ্রকারীরর সম্মান......... (হালকা শরম পাইছি) :ol: 😆 😆
আর সমহয়ারইনের ব্যাপার টা তো বল্লামই। (আচ্ছা একটা কথা বলব?-আপনি কি MGCC?)
valo laglo pore.
উত্তম হয়েছে।
ক'টি লাইনে পুরো ছয়টি বছর দেখে ফেললাম।
এ কালবেলা'র পক্ষেই সম্ভব।
:clap:
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ ভাই (ওরফে উঃ) ধন্যবাদ। বহুদিন পরে এখানকার একাউন্ট খুলে দেখি আপনি মন্তব্য করে গেছেন। দূর্ভাগ্য - দেখতে পারিনি। সরি ভাইয়া!!!! 🙁
আর দুইমাস পরে দেখলেই :just: এক বছর হয়ে যেত ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
😕