সিমেট্রিক

ক্লাস ইলেভেনর প্রথম পরীক্ষা। ক্লাসে মোটামুটি সবাই ফেল করসে। ভিপি ম্যাডাম ছয় জেপিকে ডেকে পাঠালেন। অনেক্ষন চেচামেচি করে ঝাড়ি দেয়ার পর কি যেন একটা সন্দেহ হলো উনার।

-তোমাদের কি অবস্থা? তোমরা পাশ তো?

এ ওর মুখ চাওয়াচাওয়ি করলো।

-কি?? (আবার চিৎকার)

তিনজন তিনজন করে সমান দুই ভাগে ভাগ হয়ে গেলো জেপিরা, প্রতি হাউস থেকে একজন করে পাশ, একজন করে ফেল। যারা পাশ করেছে তাদের মুখে বিব্রতভাব। ম্যাডাম বোধহয় এত সুন্দর ডিসিপ্লিন খুব কম দেখেছেন জীবনে।

১,৬৪০ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “সিমেট্রিক”

  1. ইফতেখার (৯৫-০১)

    নাম কইলাম না, আমাদের ফ হা এমনই ছিলো যে হাউস লীডার একবার নিজেই এ ফেল করসে টার্ম এন্ড এ।

    কি অবস্থা, ঝাড়ি ও লইতে পারে না, হাউস এর একাডেমিকস নিয়ে চিন্তা করতে হয়।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।