কমেন্টে কমেন্টে তো অনেক কথা হইলো। এইবার আসেন একটু স্টাফ লাউন্জে গিয়া গ্যাজাই। ক্যামনে?
আপনি লগইন করার পর পরই সাইডবারে স্টাফ লাউন্জে যাবার অপশন পাবেন। তবে একটু রয়েসয়ে। এত তাড়াহুড়ার কিছু নেই। স্টাফ লাউন্জে প্রবেশের আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নিজের সিসিবি লগইন আইডি কিংবা ডিসপ্লে নেম ব্যবহার করুন। এর অন্যথা হলে কিক আউট হবার উজ্জ্বল সম্ভাবনা। তখন কিন্তু ব্লগ এডজুট্যান্ট এর দোষ দিতে পারবেন না।
বিস্তারিত»