বিসিসি তে ছিলাম ১৯৯৫-২০০১ পর্যন্ত। সময়টা আমার কাছে কেমন অদ্ভুত মনে হয়। অবাক একটা সময়। কিভাবে সকালে পিটি তে ফাকি দিব, কিভাবে রাতের প্রেপে ঘুমাব , আমাদের চিন্তার পরিধি ছিল এতটুকুই। আস্তে আস্তে বড় হলাম বাড়ছে জিবনের জটিলতা। কলেজ থেকে বের হয়ে সব বন্ধুরা কাছাকাছি ছিলাম বেশ কিছু দিন। এর পর দূর থেকে দূরে। আমার রুম মেট ছিল রানা, অনেক দিন। ঢাবি তে পড়ত অথনিতি। ওর সাথে তেমন যোগাযোগ ছিলনা আমাদের। পরে আমি আর সাব্বির অনেক খোঁজাখুঁজি করে ওকে পাই জিয়া হলে। এর পরে আর দেখা নাই অনেক বছর। কেউ জানেনা কোথায় আছে ও। আমি আমার এক নন-কাডেট বন্ধুর কাছ থেকে খবর পেয়েছি ও নাকি ঢাবি ছেড়ে চলে গেছে। খুব ভাল একটা ছেলে। অনেক শান্ত ছেলে। কিন্তু খুবউ মজার ছেলে ছিল। অনেক রাত আমরা গল্প করে কাটিয়েছি। মাঝে মাঝে রানা কে খুব মিস করি। অনেক মজার স্মৃতি অনেক কষ্টের স্মৃতি আছে ওকে নিয়ে। বাংলা সিনেমার খুব ভক্ত ছিল। শুক্রবার বিকালে একা একা বাংলা সিনেমা দেখত । আর পত্রিকা পড়ার খুব নেশা ছিল। খুব শান্ত সহজ সরল আমার এই বন্ধুটা কোথায় যেন হারিয়ে গেছে। যেখানে আছিস দোস্ত, ভলো থাকিস।
৫ টি মন্তব্য : “রানা, ভালো আছিস ?”
মন্তব্য করুন
আসলেই ও অনেক বাংলা মুভি দেখত। মান্না ছিল ওর প্রিয় নায়কদের একজন। মান্নার মৃত্যু সংবাদ নিশ্চই ওকে অনেক কষ্ট দিয়েছে।
🙁 hum ....
রানা ভাইতো হিট হইয় গেলো। একদিনে দুইটা পোস্ট। :boss:
মেহেদী,
তোমার লেখাটি আমাকে প্রচন্ড আন্দোলিত করেছে।
আমারো এরকম কিছু ঘটনা আছে...। বাস্তবতা আসলে আমাদের ইমোশ্ন কে সব সময় সাপোর্ট করেনা।
আল্লাহ'র কাছে দোয়া করি, তোমাদের বন্ধু আবার তোমাদের মাঝে ফিরে আসুক...।
মেহেদি ভাই...১টা হারান বিজ্ঞপ্তি দিলে কেমন হয়?? =)) =))