শোক সংবাদ

গত শুক্রবার (২৪ এপ্রিল) ওমরাহ্‌ পালন শেষে জেদ্দায় ফিরার পথে সড়ক দূর্ঘটনায় তিনজন বাংলাদেশী অধ্যাপক নিহত হয়েছেন । তারা তিনজনই কিং খালেদ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। নিহতরা হলেন-
১। প্রভাষক শাকিল আহমেদ সোহেল
২। ডঃ আখতারুজ্জামান আফরোজ
৩।সারজিয়া সাজীব
তালিকার ২য় ও ৩য় জন স্বামী স্ত্রী । আরো ২ জন আহত অবস্থায় হাসপাতালে আছেন। বিস্তারিত দেখতে ক্লিক করুন।

ভীষণ কষ্ট হচ্ছে তারপরও তালিকার ২য় ও ৩য় জন সম্পর্কে একটু বলছি। কারণ তারা আমার আসলে আমাদের (ক্যাডেটদের) খুব কাছের মানুষ। সারজিয়া সাজীব, যার ডাক নাম রিতু তাকে আমি আপু ডাকতাম। আমার খুব কাছের বন্ধুর বড়বোন তিনি। আর রিতু আপুর স্বামী ডঃ আখতারুজ্জামান আফরোজ রাজশাহীর একজন এক্স ক্যাডেট।

আসুন সবাই তাদের জন্য দোয়া করি।

** খবরটা NTV আর daily star এ এসেছে।

১৪ টি মন্তব্য : “শোক সংবাদ”

  1. সামি হক (৯০-৯৬)

    আখতারুজ্জামান আমাদের দুই ব্যাচ জুনিয়র ছিল, কলেজে খুব চুপচাপ হিসাবেই তাকে দেখেছি। জামানের আব্বা হাকিম স্যার আমাদের কলেজের রসায়নের ডেমেনস্ট্রটর ছিলেন। পরে স্যার মনে হয় ঝিনাইদহে বদলী হন, তারপর এম জি সি সি। স্যার নাকি খুব ভেঙ্গে পড়েছেন।

    আল্লাহ সবাইকে বেহেস্ত নসীব করুক।

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)
    আল্লাহ ওনাদের সবার বেহেশত নসীব করুন। আর যারা আহত আছেন তাদের নেক হায়াত দান করুন।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. শাকিল আমার ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠী, এবং অ‍‍ল্প কিছুদি‍‍নের কলিগ। অনেক স্মৃতি... অনেক আড্ডা, বেড়ানো, নিরন্তর হাসাহাসি... তুই বড় অসময়ে চলে ‍গেলিরে.... ভাল থাকিস, আবার দেখা হবে নিশ্চিত। শান্তিতে থাকিস।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।