বেতন বাড়াইছে সরকার। তবে তা কেবল সরকারি লোকজনদের জন্য। পত্রিকায় খবরটা পড়ে বসের কাছে হাজির হলো জুলমাত খোন্দকার।
-স্যার আমারও বেতন বাড়াইতে হইবে। আমার পেছনে কিন্তু তিনটা কোস্পানি লেগে আছে।
বস-রিয়েলি? তা কোম্পানিগুলো কে কে?
-স্যার, গ্যাস কোম্পানি, টেলিফোন কোম্পানি ও বিদ্যুৎ কোম্পানি। ~x(
গল্পটা খুব নিরস হয়ে গেল। তাইলে বরং একটা সরস গল্প বলি। বহু পুরোনো এবং খানিকটা অশ্লীল। তারপরেও গল্পটা আমার ব্যাপক পছন্দের।
বেতন হলো মেয়েদের পিরিয়ডের মতো। সারা মাস অপেক্ষা করতে হয়, কিন্তু তিনদিনেই শেষ হয়ে যায়। 😛
কপাল কুচকাইলেন কেউ? তাইলে বেতন নিয়া একটা শিক্ষামূলক গল্প বলি-
কিসমত মিয়া অফিসে পৌঁছেই চলে গেল বসের কাছে-
-স্যার আমার বেতন বাড়ান।
বস-কেন, বেতন বাড়াবো?
-স্যার, আমি বিয়ে করেছি।
বস খুব গম্ভীর ভাবে বললো, অফিসের নিয়ম অনুযায়ী অফিসের বাইরের কোনো দূর্ঘটনার জন্য অফিস দায়ী নন। ~x(
এবার বেতন নিয়া আরেকটা গল্প বলি।
শেষ পর্যন্ত তিনিও বেতন-ভাতা বাড়ানোর আবেদন করলেন। বেতন-ভাতা বাড়ানোর কারণ হিসাবে লম্বা একটা দরখাস্ত করলেন। সেখানে একটি একটি করে কারণ ব্যাখ্যা করলেন তিনি।
১. আমি কায়িক পরিশ্রম করি
২. আমাকে অনেক গভীরে যেয়ে কাজ করতে হয়
৩. শুরুতেই আমাকে মাথা দিয়ে কাজ করতে হয়, তারপর পুরো শরীর ;;;
৪. আমার কোনো সাপ্তাহিক বা সরকারি ছুটি নেই
৫. আমাকে স্যাতস্যাতে পরিবেশে কাজ করতে হয়
৬. আমাকে কোনো ওভারটাইম দেওয়া হয় না ~x(
৭. কাজের জায়গায় ভ্যান্টিলেশন বলতে কিছু নেই, দমবন্ধ অবস্থা
৮. তীব্র গরমের মধ্যে কাজ করতে হয়, এবং
৯. রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
প্রশাসনিক বিভাগ অত্যন্ত সক্রিয়। দ্রুত বেতন-ভাতা দেওয়ার দরখাস্তের জবাব দেওয়া হল।
প্রিয়………আপনার অনুরোধ মূল্যায়ন করে প্রশাসন আপনার আবেদন বাতিল করেছে। কেন গ্রহণযোগ্য হয়নি, তার কারণও দেওয়া হল-
১. আপনি টানা ৮ ঘন্টা কাজ করতে পারেন না
২. অত্যন্ত সংক্ষিপ্ত সময় কাজ করেই আপনি কান্ত হয়ে ঘুমিয়ে পড়েন
৩. আপনি সর্বদা আপনার কর্তৃপক্ষের আদেশ অনুসরণ করতে পারেন না
৪. আপনি সর্বদা আপনার জন্য নির্ধারিত স্থানে থাকেন না, অন্যত্রও চলে যান ~x(
৫. আপনি নিজ উদ্যোগী হয়ে কোনো কাজ করেন না। সর্বদা কাজ শুরু করার জন্য আপনারে প্রণোদনা বা উদ্দীপনা দিতে হয়
৬. কাজ শেষ করার পর কর্মক্ষেত্র আপনি নোংরা করে রাখেন
৭. সর্বদা প্রয়োজনীয় সেফটি রেগুলেশন মানেন না, নির্ধারিত প্রতিরোধক পোশাক পড়েন না
৮. ৬৫ বছর হওয়ার আগেই অবসরে চলে যান
৯. ডাবল শিফট-এ কাজ করতে পারেন না
১০. আপনি সর্বদা আপনার কর্মেক্ষেত্রে যাওয়া-আসার মধ্যে থাকেন, সঙ্গে থাকে দুটো সন্দেহজনক ব্যাগ বা লাগেজ
১১. কেবল তাই না, আপনি অনেক সময় আপনার জন্য নির্ধারিত পুরো কাজটি করতেও পারেন না।
এ কারণেই আপনার আবেদন গ্রহণযোগ্য হল না।
আবেদনকারীর নামটা ভুলে গেছি। 😛
শুনলাম মাসুম ভাইয়ের নাকি বেতন অনেক বাড়ছে। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শিওর কচ্ছেন তো?
হায় বেতন, হায় ভাতা 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই
আপনার তো অবসর নেয়ার বয়স হইয়া গেছে।
এখনো বেতন-ভাতা খুঁজেন!
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এর লাইগাইতো মুখ ব্যাকা, ব্যাজার 🙁
পেনশন বাড়ানি নিয়া কেই কিছু কয় না দেইখা 😉
আর বড়দের গপসপে উকি দেস ক্যান? যা, খেলতে যা 😉 :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কারণ অত্যন্ত সংক্ষিপ্ত সময় কাজ করেই আপনি কান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ডাবল শিফট-এ তো অনেকদিন কাজ করলাম, আর কত ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনি সর্বদা আপনার জন্য নির্ধারিত স্থানে থাকেন না, অন্যত্রও চলে যান ।
ডাবল শিফট তো লাগবেই। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সর্বদা প্রয়োজনীয় সেফটি রেগুলেশন মানার পর, নির্ধারিত প্রতিরোধক পোশাক বার বার পড়তে হইলে অন্যত্রতো যাইতেই হয় 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
কিন্তু শুনলাম আপনি অনেক সময় আপনার জন্য নির্ধারিত পুরো কাজটি করতেও পারেন না। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =))
ওভারটাইম করলে সবসময়তো আর নিজ উদ্যোগী হয়ে সব কাজ করা যায়না, কাজ শুরু করার জন্য প্রণোদনা বা উদ্দীপনা দিতে হয় 😀 আরো একটা কারণ কিচু কাজ শেষ না করার তা হইলো, কাজ শেষ করার পর কর্মক্ষেত্র নোংরা করে রাখা আমি একদম পছন্দ করিনা, সো B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
আরেঃ না, কাইয়ূম ভাইগো জন্যিই তো সরকার বয়স্কভাতা চালু করছে!
মাসের শেষ উনত্রিশ দিন বড়ই কস্টকর
নিকোলা থেসলা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbup: :thumbup: :thumbup:
=)) =)) =)) =))
:)) :)) :)) :))
:pira: :pira: :pira: :pira:
:khekz: :khekz: :khekz: :khekz:
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
২৪টা। আর ২৬টা হইলে হাফ সেঞ্চুরি হইয়া যাইতো।
ওয়েল ট্রাইড।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-( x-( x-( 😡 😡 😡 :gulli2: :gulli2: :gulli2:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
দুই ইনিংস মিলায়াও ফিফটি হইলোনা, ৩৩ এ আটকাইছেন 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =))
সিরাম হইছে ... 😀 😀
হাসতে হাসতে পিরা মিরা গিয়া...সাফা কিরকিরা :)) :pira: :khekz: :goragori:
ছি ছি ছি, অচলিল। কী সব অচলীল কথা বার্তা সিসিবিতে। x-( x-( x-( 😛
অচলিল কি এই অংশটা :-/ :-/ :-/ :-/ :-B
ছি ছি ছি, অচলিল। কী সব অচলীল কথা বার্তা সিসিবিতে।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
🙁 ;))চিলিল যে কোনটা সেইটাই তো খুইজা পাইতাছি না।
কি অচলিল কি অচলিল কি অচলিল :grr: :grr: :grr:
ঐ :grr: 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমি কিছু পড়ি নাই!! B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, আমিও বোধ হয় একবারো পড়ি নাই। 🙂
দুই বড় ভাই মিলা কি অচলিল আলাপ যে করতাছেন................কই যাই 🙁 🙁 🙁 ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইখানে মিলা আসলো কই থিকা? :grr:
মিলা ওহ মিলাআআআআ....... :dreamy: :dreamy: :dreamy:
ছিঃ ছিঃ ঐদিন টিভিতে টকশো'তে ত বেতন বাড়ানোর এই টপিক ই ছিল।ঐখানে ত এইগুলা বলেন নাই।ভালই সেন্সর করেছেন।এইখানে এত খ্রাপ কথা কেনু কেনু?? 😕
তাও ***** দাগাইলাম। 😛
লজ্জা পাবার ইমো.
😀 ব্যাপক....
পিরিয়ড বিষয়ক শিক্ষামূলক গল্পটা সবচেয়ে জোস হইছে....
মুহাম্মদ তো দেখি বড় হয়ে যাচ্ছে!! ~x(
ছোটদের ব্লগে বড়দের পোস্ট দেওয়ার অপরাধে মাসুম ১০টা :frontroll: প্যারেড গ্রাউন্ডে। কুইক...........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মুহাম্মদ পোলাডাও গেলো। সব দোষ মাসুম ভাই। 😀
বিএসসি পাশ করে ফেলছি না... 😀
😮 😮 😮 এইডা কি মুহম্মদ না অর আইডি কেউ হ্যাক করছে? 😮 😮 😮
কামরুল কৈ? লাবলু ভাই প্যারেড গ্রাউন্ডে যাইতে কইছে। ঝটপট শুরু কইরা দাও তাইলে
:frontroll:
আমি তো লাবলু ভাইয়ের কথা ভাইবা পোস্টটা দিতে বলছিলাম। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি জানি আমি জানি............. 😀 😀 😀 😀
Life is Mad.
তারমানে আপনে জানো**? :grr: :grr: :grr:
হাহাহাহা........ব্যাপক শিক্ষামূলক পোস্ট! =)) =))
আসোলেই কি ৬৫ এর আগেই অবসরে যায় ?
লেজেহোমো এরশাদ কেন অবসরে যায় না ?
একটা জোক্স শেয়ার করিঃ
মেরিন অফিসার তার বসকে বলছে,
-- স্যার আমাকে ছুটি দিন, আমার বউয়ের বাচ্চা হবে।
** ঠিক আছে, নাও। তা ডেলিভারির ডেট কবে?
-- আমি যাবার দশ মাস পরে।
=)) =))