অনেকদিন ধরে কিছু লেখা হয়না, সিসিবি পড়াও হয়না । বেশিরকম ব্যস্ত, যাও বা সময় থাকে নানাধরনের ইযি কাজ সময় খেয়ে ফেলে । বেশ বড় রকমের একটা ডুব দিয়ে ছিলাম । ব্যাক করার আশায় ভাবছি এখন থেকে সিটকম স্টাইলে লিখব । সিরিজ লেখা কিন্তু পরস্পর সম্পর্কহীন । আমার এ লেখাগুলো কিছুটা কাল্পনিক কিছুটা অতি কাল্পনিক, তাই ঘটনার সূত্র জানতে চেয়ে কোন লাভ নাই ।
আজকে আমার প্রথম প্রেমের কথা বলি । প্রথম প্রেমে পরা বললে বোধহয় সবচেয়ে যথার্থ হয় । আজকের গ্যাদা পোলাপানের হয়ত মনে নাই কিন্তু ইন দ্যা ইয়ার ১৯৯০ যারা আমির খান – মাধুরী অভিনীত দিল মুভি দেখেছেন তাদের মুঝে নিন্দ না আয়ে গানটা নিশ্চয়ই মনে আছে । আহা মাধুরী লাল ড্রেস, পুরা আমার নাদান দিলে চাক্কু মেরে দিয়েছিল । সে যাকগে মুভি তো মুভি হয়তো একদিন মাথায় থাকে । কিন্তু একদিন রাতে ঘুমের মাঝে আমি কি হেরিলাম ! দেখি আমি আর আমাদের পাশের বাসার জাস্ট ফ্রেন্ড মুঝে নিন্দ না আয়ে গানটা পারফর্ম করছি । সকালে ঘুম থেকে উঠে অনকে কষ্ট করেও মনে করতে পারলাম না সুবিহ সাদিকের আগে স্বপ্নটা দেখেছিলাম কিনা । মা বলত সুবিহ সাদিকের আগে দেখা স্বপ্ন নাকি সত্যি হয় । এরকম আগডুম বাগডুম ভাবতে ভাবতে হঠাত শুনি আমার জাস্ট ফ্রেন্ড বাবার ট্রান্সফারের সুবাদে সিলেট চলে যাচ্ছে । মনটাই খারাপ হয়ে গেল, কিন্তু কোন আমিরী চাল না চেলে স্বাভাবিক ভাবে ফ্রেন্ডকে বিদায় দিলাম । এরপর পদ্মা-যমুনা দিয়ে অনেক পানি বঙ্গোপসাগরে গিয়ে পরেছে, আর আমি এসে পরেছি সিডনীতে ।
অন্য অনেকদিনের মতই মেসেন্জারে বসে চ্যাট করছি । হঠাত দেখি একটা পরিচিত নাম বন্ধু হতে চায় । মেয়েদের নাম তাও আবার মনে হয় চিনি চিনি, বেশি না ভেবে এ্যাড করে ফেললাম । তারপর কথা শুরু করতে একি এ দেখি আমার জাস্ট ফ্রেন্ড । কাকতালীয় ঘটনা তাহলে বাস্তবেও ঘটে, ভাবতে ভাবতে কথা চালিয়ে যাচ্ছি । একথা সেকথা কি কর – কি করি, বের হল সে এখন আমেরিকায় বিয়ে করেছে এবং কয়েকদিন পরে মা হতে যাচ্ছে । আমি এতোগুলো সারপ্রাইজ কিভাবে হযম করব ভাবছি তার আগে ফ্রেন্ডের অনুরোধ তার বাচ্চার একটা নাম রেখে দিতে হবে ! আমিতো ভাবলাম ভাবাবেগে বলেছে হয়ত, বলে ফেললাম দেব একটা নাম । সেদিনের মত চ্যাট সেশন শেষ । পরে ভাবছি এলেই যখন দুটা বছর আগেই আসতে । যাক ব্যাপার না গুরু তো বলেই গেছেন বাস আর মেয়েদের জন্য বেশিক্ষন আপপেক্ষা করতে নেই একজন গেলে ৫ মিনিট পরে আরেকজন এসে পরে যদিনা রাস্তায় বেশি জ্যাম থাকে । তা বলেছি যখন নাম দিব তখন একটা বেবি নেম সাইটে গিয়ে ঘাটাঘাটি করে একটা নাম পছন্দ হলো, মানেটা সুন্দর আল্লাহর উপহার । পরবর্তী চ্যাটিং সেশনে জানিয়ে দিলাম আমার পছন্দের নামের কথা । ফ্রেন্ডের পছন্দের শর্ট লিস্টে যায়গা করে নিল । এরপর যথাসময়ে ফ্রেন্ড একটি সুস্হ পুত্র সন্তানের জন্ম দিল এবং আমাকে অবাক করে আমার দেয়া নামটাই রাখল ওর ছেলের জন্য । মনে মনে খুশিই হলাম আমার দেয়া নামটা রাখায় । তারপরো মাঝে মাঝে কথা হয় । মাঝখানে অনেক বছরের ব্যবধান তবুও আমাদের শৈশবের এক্কা-দোক্কা, বরফ-পানি, টিলোস্কেপ, ফুল টোক্কাদের আমরা একজন আরেকজনের মাঝে খুঁজে পাই । আর আমি মুঝে নিন্দ না আয়ের কথা ভেবে মনে মনে হাসি । ভাল থেক জাস্ট ফ্রেন্ড, অনেক ভাল ।
😡 😡 ;;) ;;) 🙁 🙁 :dreamy: :dreamy: B-) B-) :thumbup: :thumbup: 🙂 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই বাকরুদ্ধ হয়ে গেলেন যে !
বাকরুদ্ধ হইলাম কইরে! আমিতো ইমোর শর্ট হ্যান্ড মারলাম 😉
😡 - :just: ফ্রেন্ডকে স্বপ্নে দর্শন
;;) - আফটার স্বপন ;;;
🙁 - কিন্তু সকালে চিরতরে চইল্যা যাইতে দেখা
:dreamy: - আবার ম্যাসেঞ্জারে একরাশ আশা নিয়া এড
B-) - বিয়া+বাচ্চা শুইন্যা দেবদাস সাব্রে একটুও মাথায় না আইনা ক্যাডেট সুলভ পার্ট
:thumbup: - হইলেও হইতে পারতো পোলারে ভাইগ্নায় কুরবানি দিয়া নাম করণ
🙂 - লাস্ট সিনে নায়ক রাজ রাজ্জাকের ছেড়ে যাওয়া কবরি ডার্লিং এর প্রতি হাতেম তাইয়ের আদর্শ অনুসরণ করে জাস্ট ফ্রেন্ডের প্রতি 'সুখে থেকো' কামনা
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আল্লাহরে আমিতো আরেকটু হইলে বাকরুদ্ধ হয়ে গেছিলাম :khekz:
ইমোর ভাব সম্প্রসারনটা জব্বর হইসে 😀
😮 একি লিখলেন ভাইডি? :khekz: :khekz: পিরি গিলিম
:khekz: :khekz:
লেখা আর ইমোর ভাব সম্প্রসারন দুটাই ফাটাফাটি :goragori:
শাবাস ..................... :clap: :clap: :clap:
অল্প বয়েসে তো ভালো পাকনা ছিলা ......
সব দোষ হিন্দী সিনেমার 😛
পৃথিবীতে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে 'পুরোনো প্রেমিকাদের ছেলে-মেয়েরা যখন মামা বলে ডাকে ' 😀
আমার এরকম অনেক ভাগিনা-ভাগিনী আছে। 🙁
'মামা ক্লাবে' স্বাগতম আদনান। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার বেশি নাইরে দোস্ত 😀
দুনিয়াজুড়া পচুর গিয়াঞ্জাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভালই তো লাগে 😀
:-B :-B
কিরে তোর আবার কি হইল ?
দোস্ত,
ইন দ্য ইয়ার অব ১৯৯১, আমিও ফুলটোক্কা খেলা শিখছিলাম।
আর কিছু কমু না, প্রিবলিম আছে। 🙂
তোর স্মৃতিচারণ ভালা লাগলো। তবে সাবধান, হবু বউ-র কাছে প্রিন্টআউট চলে গেলে কামরুলরে সন্দেহ করিস না কিন্তু। :grr:
www.tareqnurulhasan.com
=)) কামরুলের কাহিনী কি কম নাকি সব কইয়া দিমু ফিউচার মিসেস কামরুলকে:D
অ.ট. মডু স্যার এইটাকে মির্জাপুর ট্যাগ দিয়ে দেন পিলিজ 😀
ফিউচার মিসেস কামরুলটা কে? তার নামধাম কি? ফোন নাম্বার কত? ফিগার কেমন? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
উনি মিসেস কামরুল, ফিগার ভাল । 😛
ওহ, কত কথা মনে করে দিলেন আদনান ভাই :dreamy:
ছুডু বেলায় আমারও একজন ফুল টোক্কা, বরফ পানি খেলার সাথি জাস্ট ফ্রেন্ড ছিল... গত বছর ভোটার আইডি করার সময় আমার সার্ভারে হঠাৎ করে তাকে খুজে পাই। তবে যোগাযো করা হয় নি... (ততদিনে আমি বান্দা গরু 😛 )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হাহা...আমিও অনেকদিন লেখি লেখি করে আজকে লিখে ফেললাম । তোরটাও লিখে ফেল ।
মনে হয় না লেখা হবে... দুনিয়াজুড়া পচুর গিয়াঞ্জাম।
তবে ফুলটোক্কার নাম শুনে আরও অনেক খেলার কথা মনে পড়ল... ঐগুলা নয়া একটা পোস্ট দিব ভাবতেছি।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দিয়া দে 😀
যাক পুরোনো বন্ধু খালি বাচ্চার নাম চাইসে। অনেক আগে বুদ্ধদেব গুহের একটা বই পড়েছিলাম নাম মনে নাই। নায়ক যশোয়ন্তের কাছে :just: বন্ধু আস্ত বাচ্চার আব্দার করেছিল।
আমেরিকা আর অস্ট্রেলিয়ায় থেকে বাচ্চার নাম ছাড়া বেশী কিছু চাওয়াও যায় না। কি আর করা। ‘মামা ক্লাবে’ যোগ দাও 🙁
আসলেও দুনিয়াজুড়া পচুর গিয়াঞ্জাম।
মামা ক্লাব জিন্দাবাদ 😀
গুহ ভায়া হয়তো তিল থেকে তাল গাছ বানিয়েছেন, চেয়েছিল বাচ্চার নাম বানিয়ে দিল বাচ্চার বাপ 😛 ।
=)) =))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😡 😡 😡
এই পোলাটা চ্যাতে কেন? শান্ত হও ভাই তোমার কাছে কেউ কিছু চাইলে দিয়া দিও 😛
আমার কাছে কি চাইতে পারে...... :-/ :-/ :-/
বড়ই চিন্তাই ফেলাইলেন ~x( ~x( ~x(
ওহ এখোনো চায়নাই, চিন্তা করিস না চাবে তখন দিয়ে দিস 😛
ইনশাল্লাহ...... **** উজাড় করে দিয়ে দিব.........।।
আপনার কি বাবা বাবা লাগে?
নাতো :))
:just: মামা মামা লাগে :khekz:
আমার কোন জাস্ট ফ্রেন্ড কোনকালেই ছিল না। :((
আমিও হইতে পারত পোলা, ভাগ্যফেরে হয়ে যাওয়া ভাইগ্নার নাম রাখতাম চাই। :shy:
আপনে জাষ্ট ফ্রেন্ডের লাইগা কান্দেন ক্যান????
ভাবীরে কইলাম ফেসবুকে দেইখা আইছি, আইজকে গিয়া এই কমেন্টের লিঙ্ক দিইয়ে আসবো কিনা ভাবতেছি :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব, তুই বেইমানি কইরা ভাবী-আপাদের দলে চইলা যাইছ না। আমরা পোলারা যদি একজন আরেকজনরে কাভার না দেই, তাইলে কেমনে হইব?
বুড়া হইতে চললাম, আজতক ভাগ্নের নাম রাখার কুনু সু্যোগ পাইলাম না। আর আপনে তো কয়দিন পর পোলার নাম রাখবেন, এখনো যদি :just: বন্ধুরে খুইজা বেড়ান, তাইলে আমাদের কি হবে :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুই বুড়া এগুলা কি কস ছুটু ভাই, তুই তো এখনো নাদান ।
😮 😮 😮
ওর আবার কি হইল ?
ইয়ে মানে আমি ইদানীং খুব খ্রাপ হয়া গেছি খালি উলটা পালটা চিন্তা মাথায় আসে-আই মীন,বায়োলজিকাল ফাদার কিন্তু সমাজের কাছে মামা হইতে আমি দুষ দেখিনা :shy:
ইয়ে মাসরুফ, ভালো হয়া যা। হাজার হইলেও তোর নামের আগে জামাই টাইটেলটা আছে। অন্তত টাইটেলের কারণে হইলেও ভদ্র হইয়া থাকিস। 🙂
:shy: কি যে বলেন দাদা আমার মত অমন ইনোসেন্ট ছেলে এ যুগে কটা পাবেন বলুন দিকিনি! :shy:
জামাইরে :just: পিডান দরকার
২য় টি দেখিনি কোথাও...... :thumbdown:
তৌফিক কানাডায় ট্রাই করলে জাস্ট ফ্রেন্ড কি চাইলে ওয়ান নাইট স্ট্যান্ড ফ্রেন্ড ও পেয়ে যাবা, সুতরাং চেষ্টা বুঝলি ব্যাটারি ।
😮 😮 কন কি? তাইলে আমিও কানাডায় যাপো :(( :((
x-( আপনেরা সবাই আমার প্রতি এমুন হোস্টাইল ক্যাআআআআআন x-(
জামাই হয়ে তুই খালি খাপো খাপো করেই তো আকাদের খেপায় দিলি, থাক মন খারাপ করিস না, তোকে জন্মদিন প্রিফেক্ট বানানোর জোর লবিং শুরু করে দিছে 😛
:thumbup: :thumbup: :thumbup: :awesome: :awesome: :awesome:
কাম সারছে। তারপরে ভাইয়া কী হইলো???
যার যার নিজের চরকায় তেল দিতে থাকল :))
পুলাপাইন বড় হয়া গেছে :grr: (অথবা আমি বুড়া হইগেছি 😕 )
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আম্নে বুড়া, কি কয় :dreamy: ?
আপনেরও কি :just: ফেরেন্ড ছিল? 😮
আর লেখা দেন না ক্যান? 🙂
সময় পাচ্ছিনা :((
একটু সময় করে ভাইয়া আবার একটা লেখা দিয়ে দেন 🙂
দিবরে আপুমনি । এইমাত্র একটা আবজাব লিখলাম । মাথায় আজকাল লেখা আসছেনা । এমনিতেও খুব একটা আসতোনা 😛
তুমি আবজাব লিখা কবে থেকে শুরু করছো?? 😮
আমিতো জানি আমার ভাইয়ে আখেরি আবজাব লিখা সেটা শেষ করে দিসে ;))
আমারটাও একরকম আবজাব B-)
তুমি আবার এইটা আখেরি কইরোনা, 😛
৫ মিনিট ত পার হইয়া গেছে......রাস্তায় কত বড়ো জ্যাম লাগল.........। :(( :(( :((
ঢাকার রাস্তায় জ্যাম বেশি 😛
ভাইয়া আমার সবাই খালি :just: ফেরেন্ড......কি করুম বুদ্ধি দেন........................... :(( :(( :((
জামাই মাস্ফুকে জিজ্ঞেস কর । ওর খ্যাতি তো পুরা আন্তর্জাতিক মানের এ ব্যাপারে ।
মহামান্য মাস্ফু ভাই আওয়াজ দেন......।।অনেক কষ্টে আছি... :(( :((
এই ব্লগ পড়ে একটা গান মনে পরে গেল ।
ভাল বলেছ 😀