ক্যাডেট Vs নন ক্যাডেট ঝগড়া…একটা চিরন্তন বিষয়

সারা জীবন এই একটা জিনিস নিয়া ঝগড়া করতে হইলো। ক্যাডেট লাইফ সেরে আসছি বহুত বছর আগে , কিন্তু সেই খেতাব (in negative sense)ঘুচাতে পারি নাই কোনোদিন। এইচ এস সি-র পরে গেলাম কোচিং এ ভর্তি হতে, সেখানে গিয়ে আমি বল্লাম যে ‘অমুক’ ব্যাচে আমার ব্যাচমেটরা আছে আমি ঐ ব্যাচ ছাড়া কোথাও পড়বোনা। কারণ আমি আর কাউকেই চিনি না। ঐ লোক বলে কি, ‘বেশী ক্যাডেট এক সাথে হইলে বহু ঝামেলা, ওরা খুব দুষ্টামী করে’, আম্মাতো শুইনা মোটামুটি আমারে ঝাইরা ফেল্লো…সব জায়গায় কেনো একই কথা শুনতে হয়!! সেই শুরু…
মেডিক্যাল কলেজে গিয়ে সেম ঘটনা, ভাগ্যক্রমে ৪ বান্ধবী চান্স পাইছি…নাম হয়ে গেলো ‘ক্যাডেট গ্রুপ’। মোটেও ভাল সেন্সে না। এদিকে ঢাকা, নটরডেম, ভিকি’র যদি ৫০ জন ও থাকে কেউ কিন্তু ওদের গ্রুপি বলবে না। প্রায়-ই লাগতো অন্য ফ্রেন্ড দের সাথে তরকা তরকি…
এত বছর পরে দেশের বাইরে আসছি, অনেক দিন এই সেম ঝগড়াটা হয়না। সেইদিন লাগলো আবার। এক ভাইর বাসায় আড্ডা হচ্ছে, লাগাতার আড্ডা, সারারাত চলবে এমন। হঠাত আবার এই প্রসংগ উঠলো…সবাই তো মোটামুটি ক্যাডেটদের ঝাইরা ফেলতেসে, আমি বহুত প্রটেস্ট করলাম। সবাই ক্যাডেট সিস্টেমের বিরুদ্ধে। এই গরীব দেশে নাকি এর কোনো দরকার নাই, এত খরচ সরকার কেনো একটা গ্রুপ অফ পিপোল এর জন্য করে, ওরা কি এমন এক্সট্রা অরডিনারী…এই সব হাবিজাবি। আমার হাসব্যান্ড ও দেখি সবার সাথে হেভী তাল দিতেসে চামে। এম্নিতে কিন্রু কিছু বলে না, কারন ওর বড় ভাই ক্যাডেট, সে নিজেও attempt নিসিলো। আমি বললাম যে কে কে আপ্নারা ইন্টেকে দিসেন বাট চান্স পান নাই, দেখি অনেকেই…বল্লাম রাগটা কি একারনেই ? সেদিন আমার পক্ষে ছিল শুধু একজন নন ক্যাডেট, (বলা বাহুল্য ওর বউ ক্যাডেট , এবং তখনো আসে নাই এখানে)। সে খুব সাপোর্ট দিলো, ক্যাডেটদের ও বল্লো ‘মোর ট্রেইনন্ড সিভিলিয়ান’, সাথে সাথে অন্য সবাই তো খেপে বুম। এক ভাই বলে ওরা সব ট্রেইনন্ড সিভিলিয়ান আর আমরা কি ‘বুল শিট’?? হাসি পাইলো খুব…কেনো যে এতো complex, ক্যাডেট দের ভালো বললে automatically অন্যরা নিজেদের ছোট মনে করে কেন?

পরে অবশ্য আমার হাসব্যান্ড কে বললাম, ভাগ্যিস ক্যাডেট-এর ট্রেইনিং টা ছিল, সেজন্যে তোমার সাথে টিকে গেলাম! ও দেখি কিছু আর বলে না!

৭,৩৬৬ বার দেখা হয়েছে

৬৬ টি মন্তব্য : “ক্যাডেট Vs নন ক্যাডেট ঝগড়া…একটা চিরন্তন বিষয়”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    ভাগ্যিস ক্যাডেট-এর ট্রেইনিং টা ছিল, সেজন্যে তোমার সাথে টিকে গেলাম!

    কঠীণ ডায়লগ ... 😀 😀 :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. নাজমুল (০২-০৮)

    আপু এই জিনিসটা আমার সাথে কখনো হয়না আমার ক্যাডেট ফ্রেন্ড বাদে আর কোনো ফ্রেন্ড নাই আর যাদের চিনি তারা আমার সাথে সব সময় ক্যাডেট দেখে আর ওদের সামনে এবং আমার সামনে বলে
    ভাই তোমরা ক্যাডেট তোমরা পারো B-)

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আপু এইগুলা তো ভাল,সারা জীবন শুইনা আইছি যে আমরা এস এস সি আর এইচ এস সি পরীক্ষা দেই ৪ ধন্টা ধইরা,আমাদের পরীক্ষার হলে স্যাররা প্রশ্নপত্র সল্ভ করে দেয়,ডিজিএফাই আমাদেরকে প্রশ্নপত্র আগে থেকেই সাপ্লাই দেয়...যারা জানে তারা কিন্তু এইগুলা বলেনা,বলে সব লুজারের দল x-( x-(

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯৮-২০০৪)

    আমি সব কিছু স্যাকরিফাইস করি/করার ট্রাই করি সবসময়, কিন্তু এই ক্যাডেটশীপটা নিয়ে কোনোদিন কাউকে চান্স দেই নাই,দিব না।
    "ক্যাডেট কলেজ গাই'জ আর বেটার প্রোডাক্ট" আমি বলি না,কারন এটা ম্যান টু ম্যান ভেরী করে,কিন্তু কলেজ/ক্যাডেট কলেজ নিয়া খারাপ কিসু বললে... 😡
    সার্ভিসেও একবার এক সিনিয়রের সাথে... :gulli2:

    জবাব দিন
  5. রায়হান আবীর (৯৯-০৫)
    পরে অবশ্য আমার হাসব্যান্ড কে বললাম, ভাগ্যিস ক্যাডেট-এর ট্রেইনিং টা ছিল, সেজন্যে তোমার সাথে টিকে গেলাম! ও দেখি কিছু আর বলে না!

    :khekz: :khekz:

    আপা আপনি তো পুরা রক করেন ... :gulli2: :gulli2:

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    আপু, আগে একটা জেনারেল সালাম দিয়ে নেই :salute:
    কেউ খারাপ বলে :gulli2: :gulli2: :gulli:
    আমার অবশ্য ভালো অভিজ্ঞতাই বেশি; একবার খানিকটা হতাশ হয়ে পড়েছিলাম দেখে নন-ক্যাডেট এক আপু বলেছিল, তুমি না বলো once a cadet always a cadet। আর ক্যাডেটরা পারে না এমন কিছু নেই। চেষ্টা করো, ঠিকই পারবে। :thumbup: :thumbup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. তানভীর (৯৪-০০)

    আপু, দারুণ একটা লেখা! :clap: :clap:

    ক্যাডেট দের ভালো বললে automatically অন্যরা নিজেদের ছোট মনে করে কেন?

    সেইটাই কাউকে বোঝানো যায় না!

    নাহ্‌! আপনাকে একটা :salute: দিতেই হয়।

    জবাব দিন
  8. ফয়েজ (৮৭-৯৩)

    নন-ক্যাডেট রা ঝগড়া করুক, ক্যাডেট ভালো না খারাপ এইটা নিয়া, ক্যাডেটদের এটাতে সময় নষ্ট করার কোন দরকার দেখি না।

    তবে হ্যাঁ, দাম্পত্য খুনসুটিতে পার্ট নেয়া যেতেই পারে :thumbup:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  9. আশহাব (২০০২-০৮)

    আপুকে :boss: :boss: :salute:

    ভাগ্যিস ক্যাডেট-এর ট্রেইনিং টা ছিল, সেজন্যে তোমার সাথে টিকে গেলাম!

    O:-)
    :khekz: :khekz: :pira:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  10. তন্ময় (২০০৬-২০১২)
    পরে অবশ্য আমার হাসব্যান্ড কে বললাম, ভাগ্যিস ক্যাডেট-এর ট্রেইনিং টা ছিল, সেজন্যে তোমার সাথে টিকে গেলাম! ও দেখি কিছু আর বলে না!

    ::salute::


    চলো বহুদুর.........

    জবাব দিন
  11. Afif (99-05)

    আমাদের দেশের মানুষ অলস এবং দুর্নীতিবাজ বলেই তো দেশের এই অবস্থা. এর মধ্যে নীতিবান, পরিশ্রমী এবং মেধাবী অল্প কিছু ছেলেকেই cadet কলেজ-এ ভর্তি করা হযে থাকে. যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে. এবং x cadet রা তার প্রমান দেখিয়েছে. অতএব এই মেধাবীদের পেছনে সরকার অর্থ খরচ করবে এটাই সাভাবিক. এবং সরকার cadet দের পেছনে এমন কিছু খরচ করেনা যে নন-cadet রা এত হিংসা করছে.

    জবাব দিন
  12. শাহরিয়ার (০৬-১২)

    অল্প কথায় বস লিখছেন আপু। :boss: :boss: :boss: :clap: :clap:

    ভাগ্যিস ক্যাডেট-এর ট্রেইনিং টা ছিল, সেজন্যে তোমার সাথে টিকে গেলাম!


    • জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।