সারা জীবন এই একটা জিনিস নিয়া ঝগড়া করতে হইলো। ক্যাডেট লাইফ সেরে আসছি বহুত বছর আগে , কিন্তু সেই খেতাব (in negative sense)ঘুচাতে পারি নাই কোনোদিন। এইচ এস সি-র পরে গেলাম কোচিং এ ভর্তি হতে, সেখানে গিয়ে আমি বল্লাম যে ‘অমুক’ ব্যাচে আমার ব্যাচমেটরা আছে আমি ঐ ব্যাচ ছাড়া কোথাও পড়বোনা। কারণ আমি আর কাউকেই চিনি না। ঐ লোক বলে কি, ‘বেশী ক্যাডেট এক সাথে হইলে বহু ঝামেলা, ওরা খুব দুষ্টামী করে’, আম্মাতো শুইনা মোটামুটি আমারে ঝাইরা ফেল্লো…সব জায়গায় কেনো একই কথা শুনতে হয়!! সেই শুরু…
মেডিক্যাল কলেজে গিয়ে সেম ঘটনা, ভাগ্যক্রমে ৪ বান্ধবী চান্স পাইছি…নাম হয়ে গেলো ‘ক্যাডেট গ্রুপ’। মোটেও ভাল সেন্সে না। এদিকে ঢাকা, নটরডেম, ভিকি’র যদি ৫০ জন ও থাকে কেউ কিন্তু ওদের গ্রুপি বলবে না। প্রায়-ই লাগতো অন্য ফ্রেন্ড দের সাথে তরকা তরকি…
এত বছর পরে দেশের বাইরে আসছি, অনেক দিন এই সেম ঝগড়াটা হয়না। সেইদিন লাগলো আবার। এক ভাইর বাসায় আড্ডা হচ্ছে, লাগাতার আড্ডা, সারারাত চলবে এমন। হঠাত আবার এই প্রসংগ উঠলো…সবাই তো মোটামুটি ক্যাডেটদের ঝাইরা ফেলতেসে, আমি বহুত প্রটেস্ট করলাম। সবাই ক্যাডেট সিস্টেমের বিরুদ্ধে। এই গরীব দেশে নাকি এর কোনো দরকার নাই, এত খরচ সরকার কেনো একটা গ্রুপ অফ পিপোল এর জন্য করে, ওরা কি এমন এক্সট্রা অরডিনারী…এই সব হাবিজাবি। আমার হাসব্যান্ড ও দেখি সবার সাথে হেভী তাল দিতেসে চামে। এম্নিতে কিন্রু কিছু বলে না, কারন ওর বড় ভাই ক্যাডেট, সে নিজেও attempt নিসিলো। আমি বললাম যে কে কে আপ্নারা ইন্টেকে দিসেন বাট চান্স পান নাই, দেখি অনেকেই…বল্লাম রাগটা কি একারনেই ? সেদিন আমার পক্ষে ছিল শুধু একজন নন ক্যাডেট, (বলা বাহুল্য ওর বউ ক্যাডেট , এবং তখনো আসে নাই এখানে)। সে খুব সাপোর্ট দিলো, ক্যাডেটদের ও বল্লো ‘মোর ট্রেইনন্ড সিভিলিয়ান’, সাথে সাথে অন্য সবাই তো খেপে বুম। এক ভাই বলে ওরা সব ট্রেইনন্ড সিভিলিয়ান আর আমরা কি ‘বুল শিট’?? হাসি পাইলো খুব…কেনো যে এতো complex, ক্যাডেট দের ভালো বললে automatically অন্যরা নিজেদের ছোট মনে করে কেন?
পরে অবশ্য আমার হাসব্যান্ড কে বললাম, ভাগ্যিস ক্যাডেট-এর ট্রেইনিং টা ছিল, সেজন্যে তোমার সাথে টিকে গেলাম! ও দেখি কিছু আর বলে না!
😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রথম হয়ে গেলাম নাকি 😕
একটুর জন্য পারলাম না :((
তবে ২য় B-)
প্রথম হয়ে গেলাম নাকি :clap: :clap:
একটুর জন্য পারলাম না 😛
নাজমুল আর তাহ্মিনুল কি নকল কইরা পরীক্ষা দিচ্ছ নাকি ? :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ডিজিটাল পদ্ধতিতে নকল করা হয়......... :clap: :clap:
:shy:
আপু আপনাকে :just: :salute:
কঠীণ ডায়লগ ... 😀 😀 :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আপু আপনাকে :just: :salute: ।
হাহহাহাহাহ
ভাগ্যিস ক্যাডেট-এর ট্রেইনিং টা ছিল, সেজন্যে তোমার সাথে টিকে গেলাম!
আপু আপনাকে :boss: :boss: :boss: :boss:
abid
আপু এই জিনিসটা আমার সাথে কখনো হয়না আমার ক্যাডেট ফ্রেন্ড বাদে আর কোনো ফ্রেন্ড নাই আর যাদের চিনি তারা আমার সাথে সব সময় ক্যাডেট দেখে আর ওদের সামনে এবং আমার সামনে বলে
ভাই তোমরা ক্যাডেট তোমরা পারো B-)
ওদেরকে training দিয়া "মোর ট্রেইনন্ড সিভিলিয়ান’, " বানাতে হবে। 😀
আপু এইগুলা তো ভাল,সারা জীবন শুইনা আইছি যে আমরা এস এস সি আর এইচ এস সি পরীক্ষা দেই ৪ ধন্টা ধইরা,আমাদের পরীক্ষার হলে স্যাররা প্রশ্নপত্র সল্ভ করে দেয়,ডিজিএফাই আমাদেরকে প্রশ্নপত্র আগে থেকেই সাপ্লাই দেয়...যারা জানে তারা কিন্তু এইগুলা বলেনা,বলে সব লুজারের দল x-( x-(
:thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
এখন তো বাইরের কেন্দ্রে পরীক্ষা হয় ......... এখনো এই কথা বলে নাকি ???
x-( :chup: x-( :chup: x-( :chup:
চ্যারিটি বিগিনস এট হোম
:thumbup:
চলো বহুদুর.........
আমি সব কিছু স্যাকরিফাইস করি/করার ট্রাই করি সবসময়, কিন্তু এই ক্যাডেটশীপটা নিয়ে কোনোদিন কাউকে চান্স দেই নাই,দিব না।
"ক্যাডেট কলেজ গাই'জ আর বেটার প্রোডাক্ট" আমি বলি না,কারন এটা ম্যান টু ম্যান ভেরী করে,কিন্তু কলেজ/ক্যাডেট কলেজ নিয়া খারাপ কিসু বললে... 😡
সার্ভিসেও একবার এক সিনিয়রের সাথে... :gulli2:
কস কি রে সিনিয়রের সাথেও পাঙ্গা লইছস?সাবাস! :boss: :boss:
এই একটা জিনিস(ক্যাডেটশীপ) নিয়ে কখনও ছাড় দেই না, দেবোও না কোনদিন।
:khekz: :khekz:
আপা আপনি তো পুরা রক করেন ... :gulli2: :gulli2:
আপু তো চরম হিট......।। :boss: :boss:
আপু, আগে একটা জেনারেল সালাম দিয়ে নেই :salute:
কেউ খারাপ বলে :gulli2: :gulli2: :gulli:
আমার অবশ্য ভালো অভিজ্ঞতাই বেশি; একবার খানিকটা হতাশ হয়ে পড়েছিলাম দেখে নন-ক্যাডেট এক আপু বলেছিল, তুমি না বলো once a cadet always a cadet। আর ক্যাডেটরা পারে না এমন কিছু নেই। চেষ্টা করো, ঠিকই পারবে। :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup: :thumbup:
😮 😮 এইটা নসুর কান্তি আপু না তো?উনি আমাদের ক্যাডেটদের(আমাকে চিনার সুবাদে) বিয়াপক ভাল পাইতেন :shy: :shy:
kanti apu hoile r valo koito na, apnare jokhon dekhse uni
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( কান্তি আপুরে আমার কথা কইয়া দেখিস x-( ইয়র্ক ভার্সিটিতে ইকোনমিক্স পড়তেছে
আপনি তো দেখি ইন্টার্ন্যাশনাল :just: ফ্রেন্ড....... :)) :))
:shy: এইটা :just: বড় আপু :shy:
আপু আপনাকে :salute:
জটিল লাগল :clap: :clap:
আপু, দারুণ একটা লেখা! :clap: :clap:
সেইটাই কাউকে বোঝানো যায় না!
নাহ্! আপনাকে একটা :salute: দিতেই হয়।
নন-ক্যাডেট রা ঝগড়া করুক, ক্যাডেট ভালো না খারাপ এইটা নিয়া, ক্যাডেটদের এটাতে সময় নষ্ট করার কোন দরকার দেখি না।
তবে হ্যাঁ, দাম্পত্য খুনসুটিতে পার্ট নেয়া যেতেই পারে :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:clap:
Foyez bhai
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আপু ,আপনার লেখা পরে আরেকটা ঝগড়ার কথা মনে হল-সায়েন্স আর ফ্যাকাল্টি পার্টির ঝগড়া!!!
অনেকদিন দেখা হয় না :chup:
ফ্যাকাল্টি :boss: :boss: B-)
সেই।
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
আপুকে :boss: :boss: :salute:
O:-)
:khekz: :khekz: :pira:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
I am a Cadet.
I am proud to be a Cadet.
I will always be a Cadet.
Cadet College :salute:
চ্যারিটি বিগিনস এট হোম
আমারো একবার কলিগদের সাথে এই বিষয়ে লাইগ্যা গেসিল। x-(
চ্যারিটি বিগিনস এট হোম
আমাদের এই ডাক্তার আপু কোথায় হারায়া গেল??? 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ক্যাডট কলেজ জিন্দাবাদ।
:boss:
:salute: :salute: :salute:
যে যেটাই বলুক, the ever-truth --ক্যাডেট-দের মধ্যে অবশ্যই কুচ তো হ্যায়-ই। কেউ মানুক আর না মানুক, in-short: Every cadet iz a MAAL B-)
এক কথায় জটিল :pira:
ব্যাপক!! :thumbup:
:clap: :clap:
পুরাই সিরামমম ।।। :salute: :boss: :thumbup:
ভাল হইসে।।।।।।
আজ সকাল বেলাতেও একচোট হয়ে গেল..মূল বিষয় এক শুধু প্রেক্ষাপট ভিন্ন..
এই যুদ্ধ থামবে কবে?
জটিল লিখেসো :thumbup:
আংগুর ফল তো টকই...। আর টক কার জন্যে এইটা বলার অপেক্ষা রাখেনা......। ঃ)
:clap: :clap:
::salute::
চলো বহুদুর.........
আপু প্রিয়তে রেখে দিলাম। আর আপনাকে
:boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
আমাদের দেশের মানুষ অলস এবং দুর্নীতিবাজ বলেই তো দেশের এই অবস্থা. এর মধ্যে নীতিবান, পরিশ্রমী এবং মেধাবী অল্প কিছু ছেলেকেই cadet কলেজ-এ ভর্তি করা হযে থাকে. যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে. এবং x cadet রা তার প্রমান দেখিয়েছে. অতএব এই মেধাবীদের পেছনে সরকার অর্থ খরচ করবে এটাই সাভাবিক. এবং সরকার cadet দের পেছনে এমন কিছু খরচ করেনা যে নন-cadet রা এত হিংসা করছে.
ফাটাফাটি............।। :boss: :boss: :boss:
::salute::
::salute:: :hatsoff:
cadets rock.............
"মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,
জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"
আপুকে ::salute::
অল্প কথায় বস লিখছেন আপু। :boss: :boss: :boss: :clap: :clap:
• জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •