(১৬)
ক্লাশ নাইনের সবচেয়ে ভদ্র ছেলেটি ইডি খাচ্ছে । ব্যাপার কি ? সবাই অবাক । পরে জানলাম সে এক ম্যাডামকে বলেছিল “ম্যাডাম এই টপিকটা খুব কঠিন , যদি দু দুবার করে বোঝান তবে খুব ভাল হয়” । ম্যাডাম ‘দু দুবার’ শব্দটিকে
অন্যভাবে মিন করেছিলেন । ফলে ভদ্র ছেলেটির ৩ টা এক্সট্রা দ্রিল ।
(১৭)
ছুটিতে আমরা কয়েক ফ্রেন্ড একটা ফাস্টফুডের দোকানে ঢুকেছি হালকা নাস্তা করার জন্য । ওয়েটার যখন ওর্ডার নিতে এলো তখন ইরফান তার জন্য ওর্ডার দিল এক প্লেট গরম ভাত ।
(১৮)
বায়োলজী পরীক্ষা চলছে___
রুহানঃ সোয়েব রক্ত সঞালন কে আবিষ্কার করছে রে ।
সোয়েবঃ দোস্ত মনে নাই ।
কিছুক্ষণ পর
রুহানঃ সোয়েব তোর রাবারটা দে তো ।
সোয়েবঃ দোস্ত এটাও পারি না ।
(১৯)
আমাদের আকাশ (ছদ্মনাম) ছিল অনেকটা ফুলবাবু টাইপের । সবসময় সেজে গুজে থাকতে পছন্দ করত । ছেলেদের কসমেটিকস অর্থাৎ স্নো, পাউডার , ফেচ ওয়াশ ইত্যাদি বস্তু ছিল তার নিত্য ব্যবহার্য জিনিস । আর সে স্নো পাউডার
শুধু মুখেই মাখত না , হাতে পায়ে এবং শরীরেও মাখত । একবার অডিটোরিয়ামে বড় ভাইয়াদের একটা অনুষ্ঠান ছিল । আমরা ক্লাশ সেভেন তাড়াতাড়ি অডিটোরিয়ামে গিয়ে উপস্থিত হলাম । চেয়ারে বসে আবিষ্কার করলাম কোথা থেকে যেন একটা বিশ্রী গন্ধ আসছে । পরে বুঝতে পারলাম গন্ধটা আসছে আকাশের শরীর থেকে । আমরা জিজ্ঞাসা করলাম দোস্ত শরীরে কি ক্রীম মেখেছিস ? ও বলল ” কি ক্রীম মাখছি বলতে পারতেছি না , মাসুদের টেবিলে ছিল -তাড়াতাড়ি করে আসার সময় মাখছি , নাম দেখা হয় নাই” । আমরা ভাবলাম বিদেশী কোন ক্রীম হবে হয়ত । কিন্তু রাতে হাউসে গিয়ে জানতে পারলাম ওটা ছিল হেয়ার রিমোভার । আমাদের মাসুদ (ছদ্মনাম) বিশেষ কাজের জন্য ওটা ব্যবহার করতো ।
(২০)
নতুন সেভেন এসেছে কলেজে । আমরা ইমিডিয়েট সিনিওর । জুনিওরদেরকে শিখিয়ে দিলাম যে কোন সমস্যা হলে প্রথমেই যেন গাইড ভাইয়ার কাছে চলে আসে । প্রথম দিনই মাগরীবের নামাজের পর এক জুনিওর উপস্থিত তার সমস্যা নিয়ে ।
জুনিওরটি তার গাইডকে ডেকে বলল “ভাইয়া নামাজ পড়ার সময় পাজামার ফিতা খুলে গেছে , বাধতে পারছি না-বেধে দিন ” ।
(২১)
ক্যান্ডিডেটস টাইমে পিটি এক্সকিউজ পেয়েছি আমরা । তবে ফলিনে দাড়াতে হত ঠিকই । প্যারেড স্টেট দিয়ে তারপর হাউসে যেতে হত । একদিন এডজুটেন্ট স্যার নিজে এলেন আমাদের কাউন্ট করতে । ১৬ টা সারি কাউন্ট করার পর বললেন আর দুজন কই । আমরা বললাম সবাইতো আছে । স্যার বললেন “তিন ষোলং ছয়চল্লিশ আর দুজন কোথায়” । আমরা কিছুতেই বোঝাতে পারলাম না তিন ষোলং আটচল্লিশ হয় । অবশেষে স্টাফকে বললেন অন্য দুজনকে খুজে বের করতে ।
(২২)
আমাদের এক স্যার এবং ম্যাডাম স্বামী-স্ত্রী । স্যার ছিলেন খুব বদরাগী । অন্যদিকে ম্যাডাম ছিলেন খুব নরম স্বভাবের । যাইহোক ম্যাডামের সাথে কাউকে কথা বলতে দেখলে স্যার হয়ত ব্যাপারটা সহ্য করতে পারতেন না । একবার ফেয়ারওয়েল ডিনারে ম্যাডামের পাশে আমাদের এক বড় ভাই বসেছিলেন । খাওয়ার ফাকে ফাকে কথা বলছিলেন ম্যাডামের সাথে । এই দৃশ্য দেখে স্যার প্রচন্ড রেগে গেলেন । রাগে ফুসতে ফুসতে বললেন “হারামজাদা ফাজলামি ফাইছস (পাইছস) , আমার বউয়ের সাথে এত কিসের কথা ! আর একটাও কথা বলবি না , আমি তরে ইডি দিব ” । টেবিলে বসা সবার আক্কেলগুড়ুম ।
এরই কিছুদিন পর বাংলা কবিতা আবৃতি কম্পিটিশনের রিভিউয়ের দ্বায়িত্ব পেলেন ম্যাডাম । সবাইকে কবিতা লেখার জন্য উৎসাহ দিতে গিয়ে তিনি বললেন “তোমরা বেশি বেশি কবিতা লিখবে , ৮ম ব্যাচের এক ক্যাডেট ছিল , যে আমাকে দেখলেই কবিতা লিখত । খুব ভাল কবিতা লিখত ও…………” । এই কথা শুনে অডিটোরিয়ামের সবাই হেসে উঠল একসাথে ।
* আংশিক সম্পাদিত – মডারেটর
পুরাই :gulli2: :gulli2:
"যদি দু দুবার করে বোঝান" -- :gulti: :gulti:
"পাজামার ফিতা খুলে গেছে , বাধতে পারছি না-বেধে দিন" -- :just: :gulli:
২য় B-)
তুই ব্লগে পুরা জোচ্চুরি শুরু করছস x-( x-( x-(
কমেন্ট কপি পেস্ট মারা......২য় না হইয়াও দাবী করা.........ঘটনাটা কি ???
তার জন্য আমি দুখিত এবং লজ্জিত :shy:
:khekz:
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz:
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
হাসিটা কি আমার বানান ভুলের জন্য ?? 😕 🙁
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
তখনো পুরুষ হয়ে উঠেনি তাই মেয়েদের জিনিস ! :khekz:
সাবাস ! চালিয়ে যা
চলবে ......।
৮ম ব্যাচের সময় বাংলার কোন ম্যাডাম ছিল বলে তো মনে পড়েনা। তাও আবার হাসবেন্ড ওয়াইফ দু্জনই টিচার। একটু খোলাসা কর তো।
সাইফুল স্যার ছিলেন স্ট্যাটিস্টিক্স এর টিচার । নাদিরা ম্যাডাম ছিলেন বাংলার টিচার ।তাদের বিয়ে হয়েছিল কলেজের ডাইনিং হলে । আমরা দেখিনি তবে শুনেছি । ম্যাডাম এক টিচারের মেয়ে ছিলেন । সম্ভবত তার বাবা সালফি স্যার যিনি ম্যাথ( হেড অফ দি ডিপার্টমেন্ট ) টিচার
ছিলেন । তাকে আমরা পাই নি । আপনারা সালফি স্যার কে পেয়েছেন হয়ত ।
আর ৮ম ব্যাচ (ঐ দিন কোন ব্যাচের কথা বলেছিলেন তা নিয়ে আমারো কনফিউশন আছে) সম্ভবত ঝিনাইদহ কলেজের কোন ক্যাডেট হবে। শুনেছি উনি যখন ক্যাম্পাসে থাকতেন
(তখনো কলেজের টিচার হন নি ) তখন কোন এক ক্যাডেট তাকে পছন্দ করত ।
সেদিন ভুল করে কার কথা বলেছিল জানিনা । আসলে সেদিন ম্যাডাম মুখ ফস্কে বলে ফেলেছিলেন । পরে আমরা জিজ্ঞেস করলে উনি বলেছিলেন ওনাকে নিয়ে লিখত না ওনাকে
কবিতা লিখে দেখাতো ।
২
:awesome: :awesome: :awesome: :awesome:
আমার সব পর্বে আপনার কমেন্ট পেলাম । ভাল লাগলো খুব । ধৈর্য নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
দারুণ অসাধারণ দোস্তো দারুণ লাগলো =)) :khekz:
বিশেষ করে
:khekz: :goragori:
কোথায় জানি শুনছিলাম,
ম্যাডাম বলছেন- "আমি দু দুবার করে বললাম, এটা ব্রা কেটের ভেতরে রাখ। "
=)) =)) :khekz:
ভাইয়া এটা কি দিলেন :khekz:
( ) দিলাম। ;;;
ফরিদ ভাই,মাফ চেয়ে গেলাম।
:boss: :boss: :boss:
ছিলাম ২য় হলাম ৩য়!!!!!!! =((
B-)
সরি আমার কাছ থেকে এই পজ়িশন কেড়ে নেওয়া খুব কষ্টের মাফ করে দিবেন ভাইয়া আমি সব সময় ২য় হই B-)
মাফ করে দিলাম কিন্তু ফ্রন্ট রোল বিগিন। ১০ টা।
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
oh jossssssssssssssss................
:chup:
নাজমুল ফ্রন্ট রোল বিগিন। ১০ টা। ৩য় হয়ে ২য় বলার জন্য। (পোস্ট করার সময় দেখুন)। x-(
ভাইয়া আপনি ওরে খালি আমার হাতে ছেড়ে দেন :grr: :grr: :grr:
অই বিলাডি াক্কার নাজমুল কাম হিয়ার x-( x-( x-( x-(
🙁
:)) :)) :)) :)) :))
দোস্ত মনে করিয়ে দিচ্ছিস সব...
:)) :)) :))
হেসে নিলাম...
আমি তোর মত এভাবে মনে করতে পারিনা সব...
সেই কবে লেখেছিস । নতুন কিছু লেখ ।
হাহাহাহা......হাসতে হাসতে পিরা গিয়া মিরা যাইতেছি! =)) =)) :khekz: :khekz:
বেশি বেশি হাসুন ভাইয়া । হাসলে মন ও শরীর দুটোই ভাল থাকে ।
:)) :)) :))
মজাক পাইছি......ব্যাপক...পুরাই সাফা কিরকিরা :)) =))
থ্যাংকু ভাইয়া ।
তোমার "ফিরে দেখা"-গুলো পড়ে আমারও অনেক কিছু ফিরে দেখতে ইচ্ছে হয়। শুধু সময়ের অভাব সেই ইচ্ছেকে প্রকাশ পেতে দেয় না। ভালো থেকো। বারবার ফিরে এসো "ফিরে দেখা"-গুলো নিয়ে।
বারবার ফিরে এসে আপনাদেরকেউ যেন ফিরিয়ে নিতে পারি সেই স্মৃতিময় দিনগুলোতে । ভাল থাকবেন।
সবকয়টায় নম্বর দিছস, এইটায় দেস নাই কেন??? ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😛 😛 😛 :boss: :boss:
Life is Mad.
=)) :just: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
=))
=)) :boss:
:just: :pira: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
একদিন প্রেপে ম্যাডামকে আমরা জিঞ্জাসা করেছিলাম "ম্যাডাম , আপনাকে নিয়ে কবিতা লিখত ঐ ভাইয়াটার নাম কি "। তিনি স্বীকারই করলেন না তিনি এই জাতীয় কথা বলেছেন । তিনি বললেন
"আমাকে নিয়ে লেখত নাতো আমাকে কবিতাগুলো দেখাতো" ।
এককথায় ফাটাফাটি। =)) =))
ধন্যবাদ ভাইয়া ।
তানভির তোমার লেখা খুব সুন্দর। আরও লেখো। তোমার জন্য ৫ তারা। :clap: :clap: :clap:
:clap:
কলেজি ভাইয়ের হাত তালির পাশাপাশি ব্লগে লেখা চাই ।
সবগুলোই অসাধারণ... :thumbup: :thumbup:
:pira: :pira: :pira: :khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori:
ধন্যবাদ ।
তোমার ফিরে দেখার সব কয়টা পর্বই জটিল হইসে।
:clap: :clap: :clap: :clap:
কমেন্টের জন্য ধন্যবাদ ।
চালায়া যাও :hatsoff: :hatsoff:
চলবে ইনশাআল্লাহ ।
=)) =)) =)) :)) :))
Life is Mad.
হাসতে হাসতে হাসতে হাসতে হাসতে হাসতে হাসতে হাসতে............................................. 😀 :(( =))
সাবাস বেটা। চালিয়ে যা B-)
:gulli2: :just: :duel: :duel: :duel:
মামা জটিল হইছে। সবার কাহিনীই তো লিখলি, এবার একটু নিজের কাহিনী লেখ :khekz: :khekz:
তিন ষোল ছেচল্লিশ!! :khekz: চালায়া যাও
আরেকবার আইসা হাইস্যা পির্যা গেলাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আরেকবার আইসা হাইস্যা পির্যা গেলাম 😀
আইসা আরেকবার হাইস্যা পির্যা গেলাম 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পির্যা গেলাম আইসা আরেকবার হাইস্যা 😀 😀
হাইস্যা গেলাম পির্যা আইসা আরেকবার
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পির্যা গেলাম হাইস্যা আরেকবার আইসা