ওল্ড ইজ গোল্ড – ০১

কিছুদিন আগে পাভেল ভাই(বিসিসি/১৫) এর বাসায় গিয়ে দেখি অনেক গুলা বাংলা ছবির ডিভিডি। অনেক পুরান ছবি কিন্তু মানসম্মত ছবিতো বটেই, খুব ভালো ছবি। ভাইয়া বললো এগুলা ইউটিউব এ আপলোড করে দিতে। আমি চিন্তা করলাম ইউটিউব এ করে কি লাভ মিডিয়া ফায়ার এ করে ব্লগ লিখে ফেলি।

ব্যাপারটা যত সহজ ভেবেছিলাম, এখন সেরকম মনে হচ্ছেনা। কারণ, ডিভিডি থেকে একটা .avi ফাইল করা তারপর সেটাকে ভাগ (split) করে মিডিয়া ফায়ারে আপলোড করা, একটূ সময়ের ব্যাপার। প্রথমে ভেবেছিলাম ৫ টা মুভি আপলোড করা হলে প্রথম ব্লগ দিব, পরে বাকি গুলা নিয়ে আরো দুই একটা ব্লগ দেয়া যাবে। চিন্তা করলাম আগে শুরু করে দেই, পরে আস্তে আস্তে আপডেট করে দিব।

চিত্রা নদীর পাড়ে

পরিচালকঃ তানভীর মোকাম্মেল
লেখকঃ তানভীর মোকাম্মেল
অভিনয়েঃ
মমতাজ উদ্দীন আহমেদ
তৌকির আহমেদ
আফসানা মিমি
সুস্মীতা দেভী
রওশন জামীল

ডাউনলোড লীঙ্ক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আগুনের পরশমনি

পরিচালকঃ হুমায়ুন আহমেদ
লেখকঃ হুমায়ুন আহমেদ
অভিনয়ঃ
বিপাশা হায়াৎ
আবুল হায়াৎ
আসাদুজ্জামান নূর

ডাউনলোড লিঙ্ক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ছবিগুলো কয়েক পার্টে ভাগ করা আছে সবগুলো পার্ট ডাউনলোড করুন। HJSLIT ডাউনলোড করে ওপেন করুন।

1

তারপর জয়েন -এ ক্লীক করে যেখানে ডাউনলোড করা হয়েছে, সেই ফোল্ডারে গেলে HJSPLIT প্রথম পার্ট খুজে নিবে, সিলেক্ট করে জয়েন এ ক্লীক করা হলে বাকি পার্ট গুলো জয়েন হয়ে করে একটি .avi ফাইল বানাবে।

আমার কাছে মিডিয়াফায়ারের premium একাউন্ট আছে কার প্রয়োজন হলে ইমেইল করতে পারেনঃ
shawkath1238 এট gmail ডট com

২,০০২ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “ওল্ড ইজ গোল্ড – ০১”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    চিত্রা নদীর পাড়ে নামাচ্ছি।পুরাতন এইসব মুভির কালেকশন বানিয়ে ফেলব ভাবছি তোমার লিংক থেকে।ধন্যবাদ এত পেইন নিয়ে আপলোড করার জন্য। :hug:

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    `দহন' ফিল্মটা আছে পাভেল ভাইর কালেকশানে? শেখ নিয়ামত আলীর।
    এই ফিল্মটা দেখা দরকার সবার।
    এপার বাংলায় হয়ত সত্যজিত ছিলো না..তবে কাছাকাছি ছিলো.. :-B


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।