একটা শিক্ষামূলক পুস্ট: আজকের বিষয় ভূগোল

বয়স যখন ১৮ থেকে ২১, মেয়েরা তখন আফ্রিকার মতো। সে তখন অর্ধেক আবিস্কৃত, অর্ধেক বন্য

বয়স যখন ২২ থেকে ৩০, মেয়েরা তখন আমেরিকার মতো। সে তখন সম্পূর্ণ আবিস্কৃত ও বিজ্ঞানসম্মত ভাবেই পরিপূর্ণ

বয়স যখন ৩০ থেকে ৩৫, মেয়েরা তখন যেন ভারত ও জাপানের মতো। অত্যন্ত উত্তেজিত, জ্ঞানী এবং সুন্দর।

বয়স যখন ৩৫ থেকে ৪০, মেয়েরা তখন ফ্রান্সের মতো। যেন যুদ্ধের পর সে অর্ধেক ধ্বংসপ্রাপ্ত কিন্তু এখনো যথেষ্ট আকাঙ্খিত।

বয়স যখন ৪০ থেকে ৫০, মেয়েরা যেন জার্মানির মতো। যুদ্ধে সে হেরে গেছে কিন্তু এখনো আশা ছাড়েনি।

বয়স যখন ৫০ থেকে ৬০, মেয়েরা তখন রাশিয়ার মতো। অনেক বেশি ছড়ানো, শান্ত কিন্তু সেখানে কেউ যেতেই চায় না।

বয়স যখন ৬০ থেকে ৭০, মেয়েরা তখন ঠিক যেন ইংল্যান্ড। অত্যন্ত গৌরবময় অতীত আছে তার, কিন্তু কোনো ভবিষ্যত নেই।

৭০ এর পর থেকে মেয়েরা সাইবেরিয়ার মতো হয়ে যায়। সবাই জানে সে কোথায়, কিন্তু কেউ যায় না, ভুল করেও না।

৫,৭৪২ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “একটা শিক্ষামূলক পুস্ট: আজকের বিষয় ভূগোল”

  1. তাইফুর (৯২-৯৮)

    ভূগোল বিষয়টির এই রূপ "টুকুর ভূগোল শিক্ষা" বইয়ে আপ্লোড করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী'র কাছে আকূল আবেদন জানাই। প্র্যাক্টিকাল সহ ক্লাসে এই জিনিস পড়াইলে পোলাপাইন আর কুনদিন অন্তত ভূগোলে ফেল করবে না।
    কন্সিস্টেন্সি ধরে রাখার জন্য শওকত ভাইকে :boss: । ভক্ত ছিলাম, রয়ে গেলাম।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    পুরা 'কোপাকোপি' পোস্ট হইসে...
    (বিশেষণটা একটু ভালগার হয়ে গেল 🙁 ...কিন্তু আনন্দের আতিশয্য প্রকাশ করার জন্য আর কোন জুতসই শব্দ খুঁইজা পাচ্ছিলাম না 😛 )


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শিক্ষার কুনু বয়স নাই!! এই বয়সেও শিখতেআছি!!!

    নারী ভুগুলের নামে বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় চালু করতি হবি। আর সিসিবি ব্লগে মাসুমকে 'নারী ভুগুলে'র প্রভাষক নিয়ুগ করার তেব্র দাবি জানাই!!!
    B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. শাহাদাত মান্না (৯৪-০০)

    ভাই ফরিদ এটা আরও বিপদজনক। কারন বাংলাদেশ হচ্ছে মেয়েদের বয়ঃসন্ধিকালের মত , এর জন্ম হয়েছে অনেক রক্তপাতের ভিতর দিয়ে , অন্য দিকে সে উন্নয়নশিল দেশের মত যার প্ররৃদির হার চোখে পড়ার মত ।

    জবাব দিন
  5. নাহ, আমার আফ্রিকাই ভালো। কুনুকিছু আবিস্কার করনের মজাই অন্যরকোম।

    হের্পরে নাহয় বাকিদেশ গুলা একে একে ঘুইরা দেখুম।

    মাসুম ভাই, আপনে ভিসি পদে খাড়াইয়া যান, আমি ভুট দিবায় আপ্নেরে।

    জবাব দিন
  6. টিটো রহমান (৯৪-০০)
    একটা শিক্ষামূলক পুস্ট: আজকের বিষয় ভূগোল

    আমি ব্যান না থাকলে মাস্টরসাবরে আগামীকালের বিষয় দেশজ ফলফলাদি বিষয়ে নিতে অনুরোধ করতাম.... :-B


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  7. সাইফ (৯৪-০০)

    নাহ,আমার ভাই মধ্যপ্রাচ্য ই ভালা..................আইয়ামে জাহেলিয়া হইছিল.........এখনও তাই আছে......।।কিন্তু আরও মডার্নআইজড...............।।
    আফসোস করারা কিছু নাই..................।। =)) =)) =)) =)) =)) =)) =)) মাসুম ভাই, :s :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :just: :gulli2: :gulli2: :gulli2:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।