বয়স যখন ১৮ থেকে ২১, মেয়েরা তখন আফ্রিকার মতো। সে তখন অর্ধেক আবিস্কৃত, অর্ধেক বন্য
বয়স যখন ২২ থেকে ৩০, মেয়েরা তখন আমেরিকার মতো। সে তখন সম্পূর্ণ আবিস্কৃত ও বিজ্ঞানসম্মত ভাবেই পরিপূর্ণ
বয়স যখন ৩০ থেকে ৩৫, মেয়েরা তখন যেন ভারত ও জাপানের মতো। অত্যন্ত উত্তেজিত, জ্ঞানী এবং সুন্দর।
বয়স যখন ৩৫ থেকে ৪০, মেয়েরা তখন ফ্রান্সের মতো। যেন যুদ্ধের পর সে অর্ধেক ধ্বংসপ্রাপ্ত কিন্তু এখনো যথেষ্ট আকাঙ্খিত।
বয়স যখন ৪০ থেকে ৫০, মেয়েরা যেন জার্মানির মতো। যুদ্ধে সে হেরে গেছে কিন্তু এখনো আশা ছাড়েনি।
বয়স যখন ৫০ থেকে ৬০, মেয়েরা তখন রাশিয়ার মতো। অনেক বেশি ছড়ানো, শান্ত কিন্তু সেখানে কেউ যেতেই চায় না।
বয়স যখন ৬০ থেকে ৭০, মেয়েরা তখন ঠিক যেন ইংল্যান্ড। অত্যন্ত গৌরবময় অতীত আছে তার, কিন্তু কোনো ভবিষ্যত নেই।
৭০ এর পর থেকে মেয়েরা সাইবেরিয়ার মতো হয়ে যায়। সবাই জানে সে কোথায়, কিন্তু কেউ যায় না, ভুল করেও না।
তাইলে আফ্রিকাতেই যামু 😉
আফ্রিকা আম্রিকা দুই জায়গাতেই যাইতে মঞ্চায় 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ও, তার্পর ইন্ডিয়া আর ফ্রান্সেও না হয় গ্যালাম B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
নাহ, আমি আফ্রিকা গেলে আর আমু না। আপ্নে বাকি পৃথিবী ঘুরেন, সমস্যা নাই। 😀 😀
হইছে, বহুত চিল্লাইছ, দৌড় কতদুর তা তো দেখতাছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপ্নে তো পুরা বিশ্ব ভ্রমনের ধান্দায় আছেন... 😉
তয় খুব খিয়াল কইরা... B-)
সব দেশে কিন্তু যাবেন না... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাইয়ূম ভাই,
আপনার হাত থিকা দেখি কারোই নিস্তার নাই...
ইন্ডিয়া পর্যন্ত না হয় মানা গেল...তাই বইলা ফ্রান্স! 😮
কোপাবেন ভালো কথা, কিন্তু এতোটা নীচে না নামলেই কি না? :bash:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
কাইয়ুম ভাই কোপাইতে যাইতে চায় বিদেশ? ছি !! c)
নীচে নামলাম কইরে? আমিতো উপরের দিকে উঠলাম B-) B-)
দেশে কোপানোর ভার জুনিয়র ভাইদের দিয়ে গেলাম, কি রে এইবার খুশিতো 😛 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি দেশে কোপামু না। আমি ফাইট দিতে আফ্রিকায় যাইতেছি c)
:khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস ১৬ থেকে ১৮ এইটার ব্যাপারে কিছু কইলেন না যে,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঐটা ইসরাইল, নিষিদ্ধ x-(
বস, দুই একটা বোমা টোমাও মারা যাবে না? 😉 😉
পাল্টা ফসফরাস বোমা খাইয়া যাইতে পারো, রিস্ক নেওযার কাম কি? দেশের কি অভাব পড়ছে?
ধুর !
পাসপোর্টেও লেখা সব দেশ যাওয়া যাবে খালি ইসরাইল ছাড়া।
তাইলে ক্যাম্নে কী! 😉 😉
'হাত বোমা' মেরে ফসফরাস বোমা খাওয়ার কোন মানে নেই... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইলে তো ডাইরেক্ট এটম বোমা মারা টাই ভাল হবে। :-B
ফস্ফরাস খায়াও যেন মনে কুন কষ্ট না থাকে। :no:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভূগোল বিষয়টির এই রূপ "টুকুর ভূগোল শিক্ষা" বইয়ে আপ্লোড করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী'র কাছে আকূল আবেদন জানাই। প্র্যাক্টিকাল সহ ক্লাসে এই জিনিস পড়াইলে পোলাপাইন আর কুনদিন অন্তত ভূগোলে ফেল করবে না।
কন্সিস্টেন্সি ধরে রাখার জন্য শওকত ভাইকে :boss: । ভক্ত ছিলাম, রয়ে গেলাম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভূগোলে লেটার মার্ক না পাইলেও কাছাকাছি ছিলাম মনে পড়তাছে। 😀
আপনি ভাই ভূগোলের মাষ্টার ... লেটার ফেটার'এর বেইল আছে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস,
পুরা 'কোপাকোপি' পোস্ট হইসে...
(বিশেষণটা একটু ভালগার হয়ে গেল 🙁 ...কিন্তু আনন্দের আতিশয্য প্রকাশ করার জন্য আর কোন জুতসই শব্দ খুঁইজা পাচ্ছিলাম না 😛 )
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমি মাসুম, ভালগার কী? 🙁
যেইটা মাসুম রা বুঝেও না বুঝার ভান করে 😉
সাতেও নাই, পাঁচেও নাই
'ভালগার' শব্দটি এসেছে 'ভাল লাগা'র থেকে... :-B
সাকেব ভাইএর মনে হয় 'এই' ধরনের বিশেষণ খুব ভাল লাগে... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পুরা গড়াগড়ি দেয়া পোস্ট =)) =))
নাহ্ , আমি তো কলম্বাস, ভাস্কো ডা গামা, ইবনে বতুতা এদেরকে এতদিন ভালো মানুষ বলেই মনে করসিলাম 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
তাইলে আমি অস্ট্রেলিয়াতে আইসা তো বিরাট ভুল করলাম :(( :((
আম,ছালা কিছুই পাইলাম না ~x( ~x(
আমিও ধরা খাইসি । হায় !!!
:)) :)) :))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বিরাট বিয়াদব, সিনিয়ারদের কষ্টে দাঁত বাইর কইরা হাসে x-( x-(
যা তিন কোটি :frontroll: কেরি অন।
আদনান ভাই ঠিক আছে না??
রকিবরে সাইবেরিয়া পাঠানো হোক
বস , এই বয়সে সাইবেরিয়ায় গেলে পোলাডা ঠান্ডায় মইরা যাবে। 😉
শিক্ষার কুনু বয়স নাই!! এই বয়সেও শিখতেআছি!!!
নারী ভুগুলের নামে বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় চালু করতি হবি। আর সিসিবি ব্লগে মাসুমকে 'নারী ভুগুলে'র প্রভাষক নিয়ুগ করার তেব্র দাবি জানাই!!!
B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি প্রভাষক হইতে চাই না। আমি ভাইস চ্যাণ্সেলার হইতে চাই, আমি এবার নৌকায় ভোট দিছি.......
একটা পুস্ট দিয়াই ভাইস চ্যাণ্সেলার? x-( আরেকটু দিহি। তুমার জ্ঞান আরো বিতরণ করো। :)) তবে পদ দখল কইরা নিলে কিচ্ছু করার নাই!! :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কন কি এইসব। জ্ঞান দিয়া কে কবে ভাইস চ্যান্সেলর হইছে :)) :)) :))
তুমি কি আম্লীগ করো, বিএমপি করো, নিদেনপক্ষে জামাত- তাইলে ভাইব্যা দেখতে পারি!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি ভারত জাপান যামু। ফ্রান্স এও যাইতে চাই।
হাজার হোক, এক্সপেরিয়েন্স এর দাম আছে। সময়টা চরম কাটবে !! :grr: :grr:
ভাই আমি দেশেই থাকতে চাই। বাংলাদেশ কোন ক্যাটাগরিতে পরে?
ভাই ফরিদ এটা আরও বিপদজনক। কারন বাংলাদেশ হচ্ছে মেয়েদের বয়ঃসন্ধিকালের মত , এর জন্ম হয়েছে অনেক রক্তপাতের ভিতর দিয়ে , অন্য দিকে সে উন্নয়নশিল দেশের মত যার প্ররৃদির হার চোখে পড়ার মত ।
প্রবৃদ্ধি- probrriddhi (অভ্র'র জন্যে)
মান্না ঠিকাছে না? c)
সেইরকম। 😉
😀 😀 শওকত ভাই, আপ আপ :thumbup: :thumbup:
আমরা সবাই আপনার ছাত্র। আরো শিখতে চাই :guitar: :awesome:
:)) :))
শওকত ভাই, আরও একটা বিষয় জানার ছিল- মংগল গ্রহ বইলা কি কিছু নাই? কিংবা সাহারা মরুভূমি?
নাহ, আমার আফ্রিকাই ভালো। কুনুকিছু আবিস্কার করনের মজাই অন্যরকোম।
হের্পরে নাহয় বাকিদেশ গুলা একে একে ঘুইরা দেখুম।
মাসুম ভাই, আপনে ভিসি পদে খাড়াইয়া যান, আমি ভুট দিবায় আপ্নেরে।
আমি ব্যান না থাকলে মাস্টরসাবরে আগামীকালের বিষয় দেশজ ফলফলাদি বিষয়ে নিতে অনুরোধ করতাম.... :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
polapan beshi adult hoia gase
ভাই পুরা সিরাম হইছে... 😉 😉 😉 😉 :pira: :pira:
আমিও আফ্রিকা যাইবার চাই... :awesome: :awesome: :awesome: :awesome:
আমি আফ্রিকায়ই আছি।
কিন্তু কোপাকুপির কিছু নাই এইখানে ~x( ~x( ~x( ~x(
ভুগোল টিচার কি ঠিক পড়াইছে নাকি তাই ভাবছি :dreamy: :dreamy:
যেখানে দেখিবে....................পাইলেও পাইতে পারো মানিক-রতন 😛
এরা তো ছাইয়ের চেয়েও কালো
ভাল তো, দিন-রাইতের তফাৎ নাই। 😀
লাইট অফ করলে সবাই মাধুরী ;;;
বউ পছন্দ না হইলে জীবেনেও লাইট অন করবা না.. 😛
তাইলে তো বস .........জ্যামিতিক হারে বাড়তে থাকবো...
ফ্যামিলি প্লানিং লাঠে উঠবো ।
নাহ,আমার ভাই মধ্যপ্রাচ্য ই ভালা..................আইয়ামে জাহেলিয়া হইছিল.........এখনও তাই আছে......।।কিন্তু আরও মডার্নআইজড...............।।
আফসোস করারা কিছু নাই..................।। =)) =)) =)) =)) =)) =)) =)) মাসুম ভাই, :s :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :just: :gulli2: :gulli2: :gulli2:
আমি বর্তমানে আফ্রিকায় আছি।এই বছরের মে মাসে আম্রিকা যামু :shy:
আফ্রিকার বাস ধরসি।। 😀