হাতি ও পিঁপড়া কৌতুক সমগ্র

এক্সক্যাডেট ফোরামে শরীফ ভাই এর দেয়া হাতি পিঁপড়া জোকস দেয়ার পর অনেক গুলো কমেন্টে আরো কিছু জোকস উঠে এল। সব গুলোর একটা কালেকশান করে ফেললাম। যদিও অধিকাংশ অনেকের ই জানা। তবুও নতুন ফ্লেভারে পুরাতন জোকস

হাতি আর পিপড়া প্রেম কইরা ধরা খাইছে।
পিপড়ার মা : তোর এত বড় সাহস তুই আমার
মেয়ে হইয়া হাতির লগে প্রেম করোস? আজ
থেকে হাতির সাথে তোর যোগাযোগ বন্ধ
পিঁপড়া: (কাঁদো কাঁদো কন্ঠে) তা হয়না মা আমার
পেটে হাতির বাচ্চা. . . :goragori:

পিপঁড়া হাতির কাছে তার স্যান্ঠো গ্যাঞ্জি ধার
চাইছে। শুইনা হাতি অবাক হইয়া, অই আমার
গেঞ্জী দিয়া তুমি কি করবা?
পিপড়া: কাল আমার মাইয়ার বিয়া। তাঁবু টানামু. . . .

:khekz: :khekz:

হাতি আর পিপড়ার ভিতর দৌড় প্রতিযোগিতা হচ্ছে ।
দৌড় প্রতিযোগিতা শেষে সবাই দেখল হাতি ১ম কিন্তু
কম্পিউটারে ভাল ভাবে লক্ষ্য
করে দেখা গেলো যে পিঁপড়া প্রথম।
কিভাবে ?————— আসলে হাতির শূরের
আগায় পিঁপড়া ছিল । এই জন্য পিঁপড়া ১ম…………… :bash: :bash:

প্রথম জোক্স এর শেষ অংশটুকু বলছি : হাতি আর
পিপড়ার ভিতর অবশেষে বিয়ে হল । কিন্তু বিয়ের
পড়ে সব সময় তাদের ভিতর ঝগড়া ছিল । একদিন
হাতি মারা গেলো । এতে করে পিপড়ার খুশি হবার
কথা । কিন্তু দেখা গেলো পিঁপড়া কাদছে ।
পিপড়াকে জিজ্ঞেস করা হল সে কাদছে কেন ?
জবাবে পিঁপড়া বলল বিয়ের পর অর্ধেক জীবন
গেছে ঝগড়া করতে আর বাকি জীবন যাবে হাতির কবর
খুড়তে 😛 😛

একবার হাতি আর পিঁপড়া গাব গাছে উঠেছিল। একটু
পরে হাতি লাফ দিল, এবং পরে গিয়ে মরে গেল। কিন্তু
পিঁপড়া মরলো না।
কারণ কি? কারণ হচ্ছে পিঁপড়া লাফ দেয় নাই। :))

হাতি আর পিঁপড়া দুই জনেই মোটরসাইকেল চালাচ্ছে ।
হঠাৎ তারা দুই জনেই এক্সিডেন্ট করলো ।
হাতি মারা গেলো কিন্তু পিপড়ার কিছু হল না । এর
কারণ কি ? কারণ পিঁপড়া হেলমেট পড়েছিল কিন্তু
হাতি হেলমেট পড়ে নি………… 😀

হাতি আর পিঁপড়া দুই জনেই খুব মেধাবী স্টুডেন্ট ।
তারা দুই জনেই সব সময় পড়া লেখা করে । কিন্তু
পরীক্ষা শেষ হলে দেখা যায় যে পিঁপড়া পাস করে কিন্তু
হাতি ফেল করে । কারণ কি ? — কারণ
হাতি হচ্ছে GAZINIR আমির খান । Short time
memory loss……… 😛

হাতি আর পিঁপড়া গেমস এর ফল ইনে দাঁড়াইছে। হঠাত্
পিঁপড়া হাতির শুরে সুড়সুড়ি দিছে।
হাতি হাসতেছে দেইখা এডজুটেন্ট কমান্ড দিল,who
is laughing?
এন সি ও স্টাফ পেছনে ঘুরে, অই
লাফাইতেছে কে রে?. . . B-) B-)

পিপড়ার ভিসা পাসপোর্ট সবই আছে, সে প্রতিদিন
ইন্ডিয়া যায়। এটা দেখে হাতীর শখ হইল সেও
ইন্ডিয়া যাবে, যদিও তার ভিসা পাসপোর্ট নাই।
সে পিপড়াকে ধরল, দোস্ত- ইন্ডিয়া যাইতে মন চায়।
পিপড়া বলল কোন সমস্যা নাই। চল ইন্ডিয়া যাই।
হাতী আর পিপড়া বর্ডার ক্রস করতেছে। এমনসময়,
বিএসএফ তাদের থামাইল । হাতীর ভিসা পাসপোর্ট
দেখতে চাইল।
হাতী বলল দাদা, আমার তো ওসব কিছু নাই। পিপড়ায়
আমারে নিয়া যাইতাছে। ওর সাথে কথা বলেন।
পিপড়া আইসা হাতীটাকে দেখিয়ে বলল, এইবার
ইন্ডিয়া গিয়া লম্বা সময় থাকতে হইব, তাই
সাথে করে খাবার নিয়ে যাচ্ছি। খাবারের আবার
ভিসা পাসপোর্ট কি? :khekz: :khekz: :khekz: :khekz:

হাতি আর পিঁপড়া প্রেপ করতে যাচ্ছে। মাঝপথে হাতি হাউসে ফিরে এল। পিঁপড়া ক্লাসে গেল। কারন

হাতির শার্টে কাক হাগু করছে. . . . . :bash:

হাতি আর পিপড়া লাইব্রেরীতে গেছে বই ইস্যু করতে। পিপড়া বই ইস্যু করলো হাতি পারলোনা। কারন হাতির লাইব্রেরী কার্ড ছিলনা. . . . 😉

ক্যাফেটেরিয়া থেকে পুরো দুইশটাকার কুপন দিয়ে অনেকগুলো আইসক্রীম আর কোক কিনে নিয়ে যাচ্ছিল দুইটা হাতি। সিড়ি ঘরে যেতে না যেতেই একখানা পিঁপড়া দুইজঙ্কেই থামিয়ে সব দিয়ে দিতে বললো। টু শব্দ না করে তারা সেই সাধের খাবারগুলো দিয়েও দিল এবং চলে গেল। কারণ, পিঁপড়া ছিল নতুন ক্লাস ইলেভেন আর হাতি কেবল ক্লাস এইট।
(by:iftekhar abedin vai)

সৌজন্যে: ফরিদ ভাই,রেজা শাওন ভাই,শরীফ ভাই,তৌফিক,উদাসী কবি,এবং এক্সক্যাডেট ফোরামে শরীফ ভাইয়ের পোস্টে অংশগ্রহন কারী সকলে

৫,৮৪০ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “হাতি ও পিঁপড়া কৌতুক সমগ্র”

  1. শরিফ (০৩-০৯)

    যাক ব্লগ টা আমিই লিখতে চাইছিলাম । আমার আর কষ্ট করে লেখা লাগলো না ।এক্সক্যাডেট ফোরামে পোস্ট টা দেয়ার পর সবার কমেন্টে হাতি আর পিঁপড়ার জোক্স গুলো দেখে খুব মজা পাইছি । =)) =)) =)) =)) =))

    তুই একটা জিনিস বাদ দিসস ।
    তোর প্রথম জোক্স এর প্রেক্ষিতে আমি একটা কমেন্ট করছিলাম :
    রাব্বী যেখানে প্রেম ভালবাসা থাকবে সেখানে 😛 😛 😛 😛

    জবাব দিন
  2. শরিফ (০৩-০৯)
    একবার হাতি আর পিঁপড়া গাব গাছে উঠেছিল। একটু পরে হাতি লাফ দিল, এবং পরে গিয়ে মরে গেল। কিন্তু পিঁপড়া মরলো না।

    কারণ কি? কারণ হচ্ছে পিঁপড়া লাফ দেয় নাই।

    সৌজন্যেঃ রেজা শাওন ভাই
    এইটা মনে হয় ভুল করে বাদ দিসিস রাব্বী । 😛

    জবাব দিন
  3. রেজা শাওন (০১-০৭)

    কাকতাল-কোকিলতাল বলে কিছু নাই। জুনিয়র দিয়ে মাগনা খাটাইতে চাইছিলাম। 😛

    ফরিদ ভাইও একই উদ্দেশ্য নিয়ে আমাকে টেক্সট করেছে, আমি সে টেক্সট শরীফকে ফরোয়ার্ড করেছি।

    উদাসী কবি নিজে থেকেই পোস্ট দিয়ে কাজ ইজি করে দিয়েছে। ধন্যবাদ।

    জবাব দিন
  4. তোফায়েল (০৫-১১)

    একবার পিঁপড়া হাতিরে ১০ টা কলা দিসে। হাতি ৫ টা খাইসে, ৫ টা খায় নাই। কেন?
    কারণ, অই ৫ টা কলা প্লাস্টিকের ছিল। :)) :))

    আরেকবার পিঁপড়া হাতিরে ১০ টা কলা দিসে। হাতি একটাও খায় নাই। কেন?
    কারণ, হাতিটা প্লাস্টিকের ছিল। :)) :)) (সম্পাদিত)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।