আমার বিয়ে !

কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই। পাড়া পড়শীর ঘুম হারাম হওয়ার অবশ্য যথেষ্ট কারণও আছে, বিশ্ববিদ্যালয়ের আমার বন্ধুরা সবাই বিয়ে করে ফেলেছে। এলাকায় যাদের বিয়ে করার মত সদিচ্ছা ছিল তারাও সবাই ছাদনা তলা ঘুরে এসেছে। বাকী রইলাম কেবল এই আমি। কাজেই আমার শুভাকাংখী (?) বন্ধুবান্ধব আর জুনিয়র পুলাপানের আপাতত একমাত্র মাথাব্যাথা হল আমি কবে বিয়া করব সেইটা। যাইহোক একেক জনকে একেক কায়দায় ম্যানেজ করে এখনো আমি বহাল তবিয়তে জীবিতদের (পুরুষ মানুষ ২ প্রকার; জীবিত ও বিবাহিত) দলে ।

যতদূর মনে পড়ে সেকেন্ড ইয়ারে পড়ার সময় প্রথম এই প্রশ্নের মুখোমুখি হই আমার ক্লাস টু এ পড়া স্টুডেন্টের কাছ থেকে। খুব মামুলি প্রশ্ন করার ঢংয়ে সে বলল- “ স্যার আপনি বিয়ে করেছেন?” 🙁
আমি বিশাল ধাক্কাটা একঢোকে গিলে ফেলে সাদামাটা ভাবেই বললাম- “না”।
আমার উত্তর শুনে সে বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে জিজ্জেস করল- “কেন স্যার?”
আমি বললাম- “সময় পাচ্ছি নাতো তাই, যাইহোক তুমি অংকটা শেষ কর” ;;;
এরপর অনেকবারই সময় না পাওয়াকে বিয়ে না করার একমাত্র বাধা বলে চালিয়ে দিয়েছি।

ক্যাম্পাসে আমার একটা বড় সময় কেটেছে IBA ক্যান্টিনে। বিশেষত দুপুরে খেতে গিয়ে বের হতাম একদম বিকাল গড়িয়ে। ভীড় ভাট্টা কম, অল্পদামে তুলনামূলক ভাল খাবার, মাটিতে গোল হয়ে বসে খাবার স্বাধীনতা সবকিছু মিলিয়ে IBA জায়গাটা অসাধারণ । আমার এহেন IBA প্রীতিতে ভীত হয়ে এক জুনিয়র পোলা একদিন বলল – “ভাই আপনি তো গরীব মানুষ তাই না?”
সন্দেহ আছে? আমি যথেষ্ট সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলাম।
না ভাই, সন্দেহ নাই বইলাইতো একটা কথা কৈতে চাই।
কৈয়া ফালাও। আমি অভয় দেই।
ভাই আপ্নের বৌভাতটা IBA তে করা যায় না? ~x(
আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ছেলেটার দিকে। কি অদ্ভুত সুন্দর আইডিয়া। আমার মাথায় কেন এইটা আসল না?

বৌভাতের ভ্যেনু ঠিক হওয়ার পর শুরু হলো আসল ঝামেলা। বৌ পাই কৈ? ক্যাম্পাসে তো আমি মোটামোটি “সাধু পুরুষ” টাইপ জীবন যাপন করেছি। কোনো মেয়ের দিকে কক্ষনো “প্রেম প্রেম দৃষ্টিতে” তাকাইনি। বাংলা সিনেমা স্টাইলে সিড়িতে ধাক্কা খেয়ে বই খাতা ছড়িয়ে পড়েনি। কিংবা ভিলেনের সাথে মারামারিও করতে হয়নি কোন “অবলাকে” বাচানোর জন্যে। কাজেই দেখা যাচ্ছে প্রেমের প্রচলিত সবকয়টা থিওরি’কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমি এখানেও অক্ষত। আর সমস্যাটাও মূলত এখানেই। কারণ ক্যাম্পাসে থেকেই যে আমার ভাগ্যের শিকে ছিড়ল না সেই আমার এই বুড়া বয়সে “দুয়ার আজি খুলে যাবে সোনার মন্দিরে”- এতটা আশা করার মতো বুদ্ধিমান অন্তত আমি না। যাইহোক এক্ষেত্রে আমার একমাত্র ভরসা হলো গুরুজনের শরণাপ্নন হওয়া। পিতামাতা যাকে পছন্দ করবেন তাকেই মালা দিয়ে বলতে হবে “এতোদিন কোথায় ছিলেন?” বন্ধুরা বলে, এখানেও ছোট্ট একটা ঝামেলা আছে। সেটা হলো বাবা মা পাত্রী পছন্দ করেন মূলত ২টা দিক মাথায় রেখে। প্রথমত, মেয়েটা হতে হবে নিজেদের এলাকার, আর দ্বিতীয়ত, মেয়ে চিকন হলে হবেনা অর্থাৎ মোটা মেয়ে চাই :bash: । সে হিসাবে আমার সাথে হয়তো অচিরেই জুটি বাধতে যাচ্ছেন “টাঙ্গাইলের কোন নাদুস নুদুস মেয়ে”।

আসল কথাইতো বলা হল না। আমার বিয়েটা কবে?
রোজার ৪ দিন আগে আমার সবশেষ বন্ধুটাও যখন “বিবাহিত” হয়ে গেল তখনি ঘোষণা দিয়ে দিয়েছি, আর না, দেখিস; এইবার আমিও…৫ বছর অপেক্ষা কর। :))

৮,৪৪৭ বার দেখা হয়েছে

৯২ টি মন্তব্য : “আমার বিয়ে !”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    'দুয়ার আজি খুলে যাবে সোনার মন্দিরে' এই জায়গায় এসে আর সামলানো গেল না। হাসতে হাসতে সত্যি সত্যি চেয়ার থেকে পড়লাম।
    এইটা কী লিখলি ! পাঁচতারা খুব কম হয়ে যাচ্ছে এই লেখায়, তাই রেটিং করলাম না।
    পুরা নাদুস নুদুস লেখা হইছে। :))


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ফাট্টাফাটি লেখা হইছে। হাসতে হাসতে পিরা গেছি একদম। :))

    বৌভাতের ভ্যেনু ঠিক হওয়ার পর শুরু হলো আসল ঝামেলা। বৌ পাই কৈ?

    দারুণ দারুণ। ফরিদ পোলাটা এত্ত কম যে ক্যান লিখে 😡
    আহ, সেই আপ্তবাক্য টা আউড়াই এই চান্সে, বিয়া কি মাইনষে করে :grr: :grr:

    ফরিদ, সেরকম লাগছে বাডি :hatsoff:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. সামীউর (৯৭-০৩)

    'নারী ও লৈঙ্গিক পাঠ' বিষয়ে অধ্যয়ন করে

    ক্যাম্পাসে তো আমি মোটামোটি “সাধু পুরুষ” টাইপ জীবন যাপন করেছি। কোনো মেয়ের দিকে কক্ষনো “প্রেম প্রেম দৃষ্টিতে” তাকাইনি।

    যে ডিপার্টমেন্টে কিনা ছাত্রঃছাত্রী= ২ঃ ৮-সেখানে ফরিদ ভাই এর মিথ্যা সাধু সাজার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
    অঃটঃ-তবে লেখা ভালো হয়েছে ফরিদ ভাই, মিথ্যাটা আপনি ভালোই লেখেন ;;;

    জবাব দিন
  4. মইনুল (১৯৯২-১৯৯৮)

    অসাধারন লাগলো তোমার লেখাটা ......... আশা করি ৫ বছরের আগেই তোমার জীবিত পুরুষের অধ্যায়টা শেষ হয়ে যাক।
    তোমার দ্বিতীয় শ্রেনীতে পড়া ছাত্র বা ছাত্রীর ডায়লগ শুনে আমার এক কাহিনী মনে পড়ে গেলো। চাকরীতে জয়েন করার পরে আমাকে দায়িত্ব দেয়া হলো কিছু কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভকে নতুন একটা সফটওয়্যারের ওপরে ট্রেনিং দিতে হবে। খুব সিরিয়াসলি ট্রেনিং দিচ্ছিলাম। খুব জটিল একটা বিজনেস সিনারিও কিভাবে সল্ভ করা যায় সেটা দেখিয়ে দেয়ার পরে যখন প্রশ্ন করলাম --- কারো কোনো প্রশ্ন আছে ??? একজন হাত তুলে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি বিবাহিত ??? এই প্রশ্ন শুনে পুরোপুরি স্তব্ধ গিয়েছিলাম ......

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    ফাটাফাটি হইছে... হাসতে হাসতে শ্যাষ, এইটা আমার জীবনে পড়া সেরা পাত্রী চাই বিজ্ঞাপন :)) :)) :))


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    :khekz: :khekz: :pira:

    এডু-মডুদের কাছে একটি ফরিয়াদ। সিসিবির মূল পাতার ডান বা বাম প্বার্শে একটা পাত্র-পাত্রী চাই ট্যাব রাখা যায় কিনা ভাবিয়া দেখিবেন। বিবাহ প্রত্যাশীদের আর্তনাদ আর সহ্য হইতেছে না! ফরিদের পোস্টটি সেইখানে স্থায়ী জায়গা দেওয়াও সুপারিশ করিতেছি।

    প্রসঙ্গত, পাত্রের গুন হিসাবে ফরিদ যাহা উল্লেখ করিয়াছে, তাহা আসলে ব্যর্থতা কিনা সেই সিদ্ধান্ত নিতে মাহমুদ, কাইয়ুম, কামরুল, রবিন এবং দিহানের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও রাখিতেছি।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. রাশেদ (৯৯-০৫)
    কোনো মেয়ের দিকে কক্ষনো “প্রেম প্রেম দৃষ্টিতে” তাকাইনি

    😛 ফরিদ ভাই এইটা আপনি বললেন ;)) ক্যাম্পাসে আমি কিন্তু আপনাকে প্রায়ই দেখি 😀


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  8. শাওন (৯৫-০১)
    ক্যাম্পাসে তো আমি মোটামোটি “সাধু পুরুষ” টাইপ জীবন যাপন করেছি। কোনো মেয়ের দিকে কক্ষনো “প্রেম প্রেম দৃষ্টিতে” তাকাইনি। ।

    ফরিদ,
    “প্রেম প্রেম দৃষ্টিতে” মানুষ তখনই তাকাঁয় যখন মাইয়া দশ হাত দূরে থাকে...যেমন আমি তাকাইতাম IBA ক্যান্টিনে থাকলে ...গা ঘেইষা মাইয়া থাকলে তখন কি আর তাকাঁনোর দরকার আছে? 😀 ...

    বাকীরা ব্যাপারটা বুইঝা লন 😀


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  9. টিটো রহমান (৯৪-০০)
    ক্যাম্পাসে তো আমি মোটামোটি “সাধু পুরুষ” টাইপ জীবন যাপন করেছি। কোনো মেয়ের দিকে কক্ষনো “প্রেম প্রেম দৃষ্টিতে” তাকাইনি। ।

    ক্যাম্পাসে দেখি কোনো না কোনো মেয়ের সাথে আছিস সবসময়...........প্রেম প্রেম দৃষ্টিতে তাকাস না এজন্য মনে হয় নিরাপদ মনে করে :khekz: :khekz: :khekz:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  10. আছিব (২০০০-২০০৬)

    ভাই রে,দিল্লি কা লাড্ডু আল্লাহর নাম কইরা গিল্লা ফালান,দোয়া করি বদহজম যেন না হয়।আল্লাহ ভরসা...।। :party: :hatsoff:
    ইয়ে বস...এই একবি ংশ শতাব্দীতে আসিয়া, সুন্দরী বঙ্গদেশী ললনা পাশ দিয়া হাঁটিয়া গেলেও :khekz: আপনি চাহিয়া দেখেন না,ব্যাপারটা আমার কাছে কেন জানি কেমুন কেমুন ঠেকতাছে :shy: ;))
    :frontroll: যাউকগা,গোস্তাখী মাফ কইরেন বস... :boss:

    জবাব দিন
  11. তানভীর (১৯৯৫-২০০১)

    সবই সত্যি ধরে নিলাম, কিন্তু তুই পোলাপানের ম্যাথ টিচার ছিলি- এটা বিশ্বাস করতে পারলাম নাঃ

    আমি বললাম- “সময় পাচ্ছি নাতো তাই, যাইহোক তুমি অংকটা শেষ কর”

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।