পথে হেঁটে চলেছি একা
যে পথে হয়েছিল শেষদেখা
সাক্ষী আছে এই পথেররেখা
পছন্দের স্মৃতি এখানেই শুধুআঁকা।
রৌদে আলোর হয়েছিল দারুনসৃষ্টি
যে রৌদ দিয়েছিল ইলশেবৃষ্টি
মেঘের কাছে রৌদের ভাবমিষ্টি
ওখানেই জন্ম পছন্দের শুভদৃষ্টি।
পাখির ডাক মনের আনন্দগান
যে পাখি প্রভুরই রহমতেরদান
বাতাসে ভাসা পাখিরাও কিচান
পছন্দের কথা শুনুক মনেরকান।
বিস্তারিত»
