১
মেঘলা আকাশে গুড় গুড় গর্জন
টিনের চালে অবিরাম বৃষ্টির শব্দ
দূর পাহাড় ঘেষে লেকে একা নৌকা
দরজার ও-পাশে একটি কুকুর
অমনোযোগে পেয়ালার চা হিম।
২
দিনের সময়ের সাথে বদলে যায়
আমার জানালা।
ভোরে মেঘে ঢাকা পাহাড়;
কেবল ছেড়েছে ঘুম ভেঙে আড়মোড়া ।
দুপুর রোদে সবুজ পাহাড়;
কাপ্তাই হ্রদের জলে নীলাভ সখ্যতা।
গোধুলী সন্ধ্যায় রাঙা পাহাড়;
লালিমা মেখে নিয়ে অপার মাদকতা ।
রাতে কালো পাহাড়ের ছায়া;
অবিরাম ঝিঝি’র ডাকে আলোর প্রতীক্ষা।
উওরাধিকার, কাপ্তাই, ৭ জুন’১৩
:clap: :clap:
চ্যারিটি বিগিনস এট হোম
বিনীত ধন্যবাদ প্রিয়।
🙂
সৈয়দ সাফী
:boss: :clap:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ প্রিয়।
🙂
সৈয়দ সাফী