দুজন – জীবনানন্দ দাশের কবিতা আর আমার আবৃত্তি

DUJON

জাহাজে একলা একা টানা লম্বা যাত্রায় একাকিত্বের বিষম কামড় খেয়ে আবৃত্তি করে সময় কাটানোর চেষ্টা করেছি কোনো নির্জন হাওয়ার রাতে….

একটা পুরানো পোস্ট;

“শুভ শুভ কামনা করে যাই সব সৃষ্টি কূলের তরে, নতুন বছরের নতুন আলোতে যদি আমরা পরিশুদ্ধ হই তবে কোনো এক utopia হয়তো সত্যি হবে, আবারও যেনো সামনের বছরে এরকম একটা পোস্ট লেখতে পারি, বেচে থাকার তুমুল আশায় এবং অস্ত্বিতের তুমুল সংগ্রামে যেনো সত্যের জয় হয় এই কামনা করছি | দেবার মতন কিছু নাই, চেষ্টা করেছি শুদ্ধ কবি জীবনানন্দ দাশের একটা কবিতা (“দুজন”) আবৃত্তি করবার, প্রয়াস টুকু যদি আপনাদের কাউকে এক তিল আনন্দ দেয় সেই হবে আমার উপচে পরা ফুলের ডালি…

শুভ নববর্ষ ১৪২০ ||

বর্ষাকাল এসে গেছে, I am always late to walk on my roads , the ultimate back bencher.

৯৪৪ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “দুজন – জীবনানন্দ দাশের কবিতা আর আমার আবৃত্তি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।