বিকেলের রোদ মিশেছে নীলের সাথে
কমলা আভায় ভরেছে আকাশ দূরে
পৃথিবীর পরে পড়েছে মেঘের ছায়া
বিদায় রাগিনী বাজিছে করুণ সুরে
দু হাত দিয়ে সরায়ে আচল খানি
তাকালো যুবক বধূর নম্র চোখে
কী দারুন ব্যথা বুকে জেগে উঠে দেখে
বিস্মিত আলো বালিকার চোখে মুখে
বিদায় নারী আমাদের পথচলা
শেষ হলো আজি সন্ধ্যার এই ক্ষণে
ফুলগুলো যবে উদ্যত হলো,হায়
ফুটবে এবার রজনীগন্ধা বনে
[ক্লাস নাইন টেনের ডায়েরীতে এই কোবতেটা ছিলো……একটু অসম্পূর্ণ মনে হয়…তাও এইসব সন্ধ্যাবেলায় কেম্নে কেম্নে জানি মনে পড়ে গেলো]
নবম শ্রেণী ! ক্যাডেট কলেজের "ফটিক" 🙂
কোবতে উপাদেয় লেগেছে বরাবরের মতোই। :thumbup: বি এমএ তে থাকার সময় কিছু লিখেছিস? ওগুলো ইন্টারেস্টিং হওয়ার কথা... থাকলে দিস...
২০১১-২০১২ এর আমার প্রিভিয়াস পোস্টগুলা দেখিস.........সব ওইটাইমেই লেখা......
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
শাহরিয়ার আগেই মনে হয় বলেছি, তুমি দারুণ কবি। এমন সব কবিতা লিখলে ভক্ত না হয়ে উপায় নেই।
লেখালিখি চালু রেখ।