তোমায় করে যাচ্ছি
আমার ‘উত্তরাধিকার’।
আমার ভল্টে যতটুকু ভালো
তার ষোল আনাই পাবে তুমি।
আর কালিমাটুকুর সবটুকু
ট্র্যাভেলারস চেক করে
আমি চলে যাচ্ছি আজ।
জীবনের সব পাপগুলো শুষে নিয়ে
তোমায় দিয়ে গেলাম বিশুদ্ধ শুভ্রতা।
উইলে লিখে দিয়েছি তোমার নামে
আমার মরে যাওয়া স্বপ্ন গুলো।
ইচ্ছে মত ডানা মেলতে দিও ওদের।
বিদায় নেবার আগে তাই আমার
এহেন প্রথাগত সৌজন্যতা।
হুম্ম, হুইসেল বেজে গেছে।
বৃদ্ধ লাইনম্যান ক্লান্তিতে
দোলাচ্ছে তার সবুজ পতাকা
শেষ ঘন্টা বেজে গেছে ।
শীঘ্রি প্ল্যাটফর্ম ছেড়ে যাবে
গোধূলি বেলার এই ট্রেন।
হ্যাঁ প্রিয়, চলে যাচ্ছি আমি।
এক জীবনের সঞ্চিত পূণ্যের বিনিময়ে
আশীর্বাদ করে যাই তোমায় –
অনেক বড় হও তুমি।
না ভুল হলো-মানুষ হও তুমি।
শুধু জীবিকা নয়; জীবনের জন্য কিছু করো।
রেখে যাওয়া স্বপ্ন গুলো আপন করে নিও,
জানি, একদিন তুমি ঠিক ঠিক আকাশ হবে।।
😐
৪ঠা ডিসেম্বর ২০০৯ / ভোর ৫ টা বেজে ২৫ মিনিট।
(সম্পাদিত)
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
ধন্যবাদ রিফাত।
🙂
সৈয়দ সাফী
কবিতাটা পড়ে মনে হল এটা নেক্সট জেনারেশনকে নিয়ে লেখা।
আমার ধারনা কি ঠিক দোস্তো?
চ্যারিটি বিগিনস এট হোম
দোস্ত,
তুমি প্রফেসর মানুষ - তোর ধারণা ২০০% সঠিক।
যা আমি ও আমরা পারলাম না - ওরা একদিন পেরে ঊঠুক; এই কামনাতেই... :thumbup:
অনেক ধন্যবাদ রে।
আছিস কেমন? ভালো থাকিস - অনেক ভালো।
সৈয়দ সাফী
ভাল আছি দোস্তো। তুই কেমন আছিস?
আমি আসলে আমার আগের মন্তব্যে বলতে চাচ্ছিলাম, কবিতাটা কি তোর সন্তানকে নিয়ে লেখা? (সম্পাদিত)
চ্যারিটি বিগিনস এট হোম
খুব ঠিক ধরেছিস দোস্ত।
ও একদিন আকাশ ছূঁয়ে যাক - সে কামনা করি।
ভাল থাকিস রে।
সৈয়দ সাফী
অসাধারন ভাইয়া...। :boss:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
অনেক ধন্যবাদ প্রিয়।
🙂
সৈয়দ সাফী