উত্তরাধিকার এর উইল সংক্রান্ত…

তোমায় করে যাচ্ছি
আমার ‘উত্তরাধিকার’।
আমার ভল্টে যতটুকু ভালো
তার ষোল আনাই পাবে তুমি।
আর কালিমাটুকুর সবটুকু
ট্র্যাভেলারস চেক করে
আমি চলে যাচ্ছি আজ।

জীবনের সব পাপগুলো শুষে নিয়ে
তোমায় দিয়ে গেলাম বিশুদ্ধ শুভ্রতা।
উইলে লিখে দিয়েছি তোমার নামে
আমার মরে যাওয়া স্বপ্ন গুলো।
ইচ্ছে মত ডানা মেলতে দিও ওদের।
বিদায় নেবার আগে তাই আমার
এহেন প্রথাগত সৌজন্যতা।

হুম্‌ম, হুইসেল বেজে গেছে।
বৃদ্ধ লাইনম্যান ক্লান্তিতে
দোলাচ্ছে তার সবুজ পতাকা
শেষ ঘন্টা বেজে গেছে ।
শীঘ্রি প্ল্যাটফর্ম ছেড়ে যাবে
গোধূলি বেলার এই ট্রেন।
হ্যাঁ প্রিয়, চলে যাচ্ছি আমি।

এক জীবনের সঞ্চিত পূণ্যের বিনিময়ে
আশীর্বাদ করে যাই তোমায় –
অনেক বড় হও তুমি।
না ভুল হলো-মানুষ হও তুমি।
শুধু জীবিকা নয়; জীবনের জন্য কিছু করো।
রেখে যাওয়া স্বপ্ন গুলো আপন করে নিও,
জানি, একদিন তুমি ঠিক ঠিক আকাশ হবে।।

😐
৪ঠা ডিসেম্বর ২০০৯ / ভোর ৫ টা বেজে ২৫ মিনিট।

৮ টি মন্তব্য : “উত্তরাধিকার এর উইল সংক্রান্ত…”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।