আকাশলীনা
জীবনের ছকগুলো সব সাদাকালোই থাক না, ক্ষতি কি তাতে ?
নগ্নসত্যগুলো আর একবার ঘেঁটে দেখা যাক না, ক্ষতি কি তাতে ?
কালবৈশাখীর ঝড়ে দেখনি কি তুমি মৃত্যুর নৃত্য ?
হোক না তবে বোঝাপড়া, হোকনা মুখোমুখি, ক্ষতি কি তাতে ?
আকাশলীনা
ঈশ্বরের রঙে রঙিন থাকার অভিলাষ বারংবারই ছিল তোমার
স্বপ্নে বিভোর রথযাত্রীর মত,
বিস্তারিত»