ইশ্বরের দখলদার

জেনিন ঘিরে ফেলেছি
কোন শালাই আর বেরুতে পারবে না
একটা ইঁদুরও নয়
বন্ধ করে দিয়েছি
গুহা, পর্বত – সব
হারামখোর সন্ত্রাসীগুলোকে না খাইয়ে মারবো
এবার বুলডোজার পাঠাবো
ঐযে, ঐযে – ন্যাংটো শয়তানটা
পরনে কাপড় নেই
ধ্বসে পড়া ইট-সুরকির মধ্যে হেঁটে যাচ্ছে
সেও তো এক সন্ত্রাসী
বাঁচিয়ে রাখলে বড় সন্ত্রাসী হবে
তোকেও মারতে হবে
আমাদের সাথে লড়তে আসিস!
সাহস তোদের!
দেখিসনি পশ্চিমতীরে কি করেছি?
এবার তোদের পালা।
পালাবি কোথায়? ঘিরে ফেলেছি
গুলিতে মারবো না
না খেয়ে মরবি এবার
তোরা গেলে এ’জায়গা হবে
আমাদের ফায়ারিং যোন
আমরা গুলি-গুলি খেলবো
নিষাণা চর্চা করবো
যা এখান থেকে
আমাদের ভূমি থেকে
যেতেই হবে তোদের
বহিরাগতের বাচ্চারা
কিছু যায়-আসে না তোরা কোথা থেকে এসেছিস
গ্রাম বানিয়েছিস! দেখাচ্ছি মজা
পেয়েছিসটা কি? ভূমি কি সস্তা?
তোদের ভাগিয়েই ছাড়বো
যত দিন লাগে, যত গুলি লাগে
আমরা অটুট
আমাদের শ্যারন ছিল
পেরেজ ছিল, ইয্-যাক ছিল
হেব্রন থেকে তাড়িয়েছি না তোদের?
মনে নেই?
কি বললি? আদালতে যাবি? বিশ্ব আদালত?
তোকে কে চেনে? সবাই আমাদের কেনা
তুই জানিস না?
কথা বললে গুলি চালাবো
নে এই গুলিটা খেয়ে জেনে নে
সবাইই কেনা
কেউ উচ্চবাচ্য করবে না
করলেই বা কি? তোয়াক্কা করি?
আমাদের গুলি আছে
গুলির কারখানা আছে
কিরে, এখনও কথা বলছিস?
মনে নেই দাওয়েমেহ’তে তোদের কতজনকে
কুত্তার মত মেরেছিলাম?
তারপরও এত সাহস!
বন্দুকের সামনে বুক চেতিয়ে আসিস?
দেখাচ্ছি মজা
ক’টা বুক আছে তোর? একটাইতো?
চলে যা, অন্য কোথাও
শরনার্থী হয়ে যা
অন্য দেশে
মনে আছে পাঁচ’শ গ্রাম পুড়িয়েছিলাম?
দশ হাজার মেরেছিলাম?
তোরা দেখি মরতে ভালবাসিস!
মৃত্যু তোদের এতো প্রিয়!
তোদের ইতিহাস মুছে দেব
কোন নাম থাকবে না তোদের
তোরা নামহীন
এ ভূমি আমাদের
ইশ্বরের সবচেয়ে কাছেরআমরা
সবচেয়ে প্রিয়
কি বললি? সহাবস্থান? একসাথে বসবাস?
হাসাচ্ছিস কেন?
তুই নিম্নবর্গীয়; আমার সাথে থাকবি?
হাসাস’নে জায়গা ছেড়ে দে; বেরিয়ে যা
বৃহত্তর ভূমি তৈরী করবো
নতুন মানচিত্র
দেয়ালের কথা মনে নেই তোদের?
সারা বিশ্বে দেয়াল তুলে দেব
সেই দেয়ালের গর্তে তোদের মস্তক পুঁতে দেব
যেন মজবুত হয়
জানিসতো তোদের নাম খাতায় তুলে দিয়েছি
তোরা সন্ত্রাসী
আর আমাদের সাথে পারবি না
জায়গা খুঁজে নে
এখানে নয়
এই ক্যাপ্টেন, এবার গুলি চালাও; মারো
আজ মারার দিন
আমরা মারবো, ওরা মরবে
কি বললি? আবার বল?
আমরা দখলদার?
শালা, হারামজাদা, তোরাই দখলদার
ইশ্বর আমাদের এই মুলুকের সত্ত্বাধিকার দিয়েছেন
গ্রন্থে লেখা আছে, পড়িসনি?
তোরা কে? ইশ্বরে ভয় নেই?
ইশ্বর আমাদের পাঠিয়েছেন
তিনি যা বলেছেন, মেনে নে।
#২১শে আগস্ট ২০২০

৬৭১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ইশ্বরের দখলদার”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।