পার্শ্ব প্রতিক্রিয়া

টিন এজার খুব বেজার
না দিলে খেলতে গেম
শুকিয়ে তোমার আমসত্ত্ব
বাঁধিয়ে রাখে পারলে ফ্রেম

রইবে তায় অপেক্ষায়
জমবে কখন মৌতাতে
বন্ধু নামের গড্ডালিকার
গেমার সবে এক সাথে

ক্লাসের নামে অনলাইনে
ট্যাব খোলা তার গোটা কয়
চ্যাটিং পড়ার বকলমে
হেডফোনে কান ঢাকা রয়

ঘরে বন্দী ভবিষ্যত
ক্লাশ রুমে মাকড়সার জাল
মুখোস গুলো প্রকাশ্য আজ
প্রলম্বিত শঙ্কা কাল।

©টিটো মোস্তাফিজ
০৫ আগষ্ট ২০২১

এটি আমার ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। দেখতে ক্লিক করুন—

Side effect

৬৪৫ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “পার্শ্ব প্রতিক্রিয়া”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "ঘরে বন্দী ভবিষ্যত
    ক্লাশ রুমে মাকড়সার জাল
    মুখোস গুলো প্রকাশ্য আজ
    প্রলম্বিত শঙ্কা কাল" - শেষের এ স্তবকটা চমৎকার হয়েছে। কভিডের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘকাল বন্ধ রাখার জন্য জাতিকে একদিন চরম মাশুল গুণতে হবে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।