টিন এজার খুব বেজার
না দিলে খেলতে গেম
শুকিয়ে তোমার আমসত্ত্ব
বাঁধিয়ে রাখে পারলে ফ্রেম
রইবে তায় অপেক্ষায়
জমবে কখন মৌতাতে
বন্ধু নামের গড্ডালিকার
গেমার সবে এক সাথে
ক্লাসের নামে অনলাইনে
ট্যাব খোলা তার গোটা কয়
চ্যাটিং পড়ার বকলমে
হেডফোনে কান ঢাকা রয়
ঘরে বন্দী ভবিষ্যত
ক্লাশ রুমে মাকড়সার জাল
মুখোস গুলো প্রকাশ্য আজ
প্রলম্বিত শঙ্কা কাল।
©টিটো মোস্তাফিজ
০৫ আগষ্ট ২০২১
এটি আমার ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। দেখতে ক্লিক করুন—
ভালো লাগলো
অনেক ধন্যবাদ।
পুরাদস্তুর বাঙ্গাল
সুন্দর
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
ধন্যবাদ বাপ্পী । শুভ কামনা।
পুরাদস্তুর বাঙ্গাল
"ঘরে বন্দী ভবিষ্যত
ক্লাশ রুমে মাকড়সার জাল
মুখোস গুলো প্রকাশ্য আজ
প্রলম্বিত শঙ্কা কাল" - শেষের এ স্তবকটা চমৎকার হয়েছে। কভিডের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘকাল বন্ধ রাখার জন্য জাতিকে একদিন চরম মাশুল গুণতে হবে।
ধন্যবাদ ভাই। এই বার্তা দিতেই ছড়াটি লিখা 🙂
পুরাদস্তুর বাঙ্গাল