কবীর সুমনের এক অপরিচিত গান

সুমন শুনছি অনেক বছর ধরেই। তবে তিরিশ পেরোনো এই বয়সের ঘরে– সুমনকে যেন নতুন করে চিনছি, শুনছি, অনুভব করছি। সেদিন টিএসসির এক আড্ডায়, কেউ একজন গাইলেন সুমনের এক অপরিচিত গান। গানের কথাগুলো মুহূর্তেই মিলিয়ে গেল মনে। গুগল করে কোথাও লিরিক্স খুঁজে পেলাম না। পরে যিনি গানটা গাচ্ছিলেন তিনি জানালেন, কবীর কোন এই লাইভ কনসার্টে গানটি গেয়েছিলেন। ইউটিউবে গানটা পেলাম। ২০০৭ সালের এক লাইভ কনসার্টে গাওয়া। এরপর মনে হলো, সুমন প্রেমীদের জন্য এই লিরিক্সটা লিখে রাখা যায়। সেই ভাবনা থেকেই এই ব্লগ লেখা-

ফিরিয়ে দেই নি
-কবীর সুমন

ফিরিয়ে দেই নি নিজেই গিয়েছে চলে
অচেনা মেঘের পানসি ভাসাবে বলে

চেনা মেঘ তাকে ডাকে না যে নাম ধরে
অচেনা মেঘের ছায়ায় সে নাম ঘোরে

আষাঢ়ে শুকনো চোখের কোনায় জল
যেন সে অশ্রু অকারণে বিহ্বল

আশ্বিনে তার যাবার সময় হয়
যেন সে আমার, অথচ আমার নয়

সরিয়ে দেই নি নিজেই গিয়েছে চলে
অচেনা মেঘের পানসি ভাসাবে বলে

গানের লিংক- https://youtu.be/rcXuOxfD-7A

৫৪৩ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “কবীর সুমনের এক অপরিচিত গান”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।