কোটি টাকার ক্ষতি

কোটি টাকার ক্ষতি
——————
(আমি) লাভ লোকসান না দেখিলাম;
সর্বশেষের ভালবাসায়,
(আমি) পুঁজি-পাট্টা সব হারালাম;
প্রথম প্রেমের বীষ যাতনায়।
     লক্ষ টাকার ব্যবসাতে তাই
     কোটি টাকার ক্ষতি আমার।
     লক্ষ টাকার ব্যবসাতে তাই
     কোটি টাকার ক্ষতি আমার।

(তুমি) আগে-পরে না ভাবিলে;
এই আমাকে প্রথম দেখায়,
(তুমি) ধ্যান-ধারণা সব হারালা;
এক পশলা মেলামেশায়।।
     লক্ষ টাকার ব্যবসাতে তাই
     কোটি টাকার ক্ষতি তোমার।
     লক্ষ টাকার ব্যবসাতে তাই
     কোটি টাকার ক্ষতি তোমার।

(তিনি) ভালবাসার অন্তরালে;
সম্মোহনে ডুবে ছিলেন,
(উনি) গান-কবিতার অন্তমিলে;
বাউলা একটা খেতাব নিলেন।
     লক্ষ টাকার ব্যবসাতে তাই
     কোটি টাকার ক্ষতি সবার।
     লক্ষ টাকার ব্যবসাতে তাই
     কোটি টাকার ক্ষতি সবার।

©️ বাপ্পী খান

৯৪৪ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “কোটি টাকার ক্ষতি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।