ঢাকার বৃষ্টি

#কবিতা

ঢাকার বৃষ্টি————-

আজ সকালে আকাশটাতে সূর্যের দেখা নাই,
শহরটাতে ছায়ার মিছিল ভাললাগা খুঁজে পাই।
বাতাস জুড়ে কেমন জানি আলসি আলসি ভাব,
যখন তখন নামবে বৃষ্টি আষাঢ় মাসের স্বভাব।

আজ দুপুরে টাপুর টুপুর নামলো অনেক বৃষ্টি,
গুমোট গরম কেটে গিয়ে ঠান্ডা হলো দেশটি।
ময়লা শহর ধুয়ে মুছে বেমালুম হলো সাফ,
বরিষনে ধনী গরীব কেউ পাবেনা মাফ।

আজ বিকেলে মেঘের নিচে ঢাকা পড়ল ঢাকা,
কালবোশেখীর আগাম ভয়ে রাস্তাগুলো ফাকা।
ঝড়ের সাথেই শুরু হলো মুশল ধার এ বৃষ্টি,
জলের ধারায় এদিক ওদিক একটা কবির দৃষ্টি।

আজ সন্ধ্যার আকাশটাতে গোধূলীর দেখা নাই,
জলে ভেজা পাখির ডানায় তোমার আদল পাই।
অফিস ফেরত মানুষগুলো জটলা পাকায় পথে,
এই বরষা উড়াল দেবে ভালবাসার রথে।

আজকে রাতে বৃষ্টি বুঝি থেমে যাবার নয়,
রিমঝিমঝিম শব্দে যে তার নেইতো অভিনয়।
নিম্নবিত্ত টিনের চালে নানান রকম ছন্দ,
উচ্চবিত্ত ঘরে হয়ত ভালবাসার দ্বন্দ্ব।

বাপ্পী খান
নিকেতন। ঢাকা।

৬৩২ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ঢাকার বৃষ্টি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।