জনপ্রিয়তা_স্বার্থ_হিংসা
————————
***
জনপ্রিয়তা হলো
মোহের মতন,
হজম না-হলে হয়
তারার পতন।
(তাই) নিজেকে অকারণে
তারা ভেবে বসো না,
কে কি বলছে
বেশি গায়ে মেখো না।
***
স্বার্থ হলো মানুষ মাপার
আসল পরিমাপ,
আঘাত-লাগলে দেখতে-পাবে
অভিনব-প্রলাপ।
এর জন্য কাছের মানুষ
দূরে সরে যায়,
হঠাৎ করে আপন লাগে
নতুন পরিচয়।
***
হিংসা হলো মানব মনের
আঁধার ঘেরা রূপ,
অনেক পাপের জন্ম দেয়া
ঘৃনিত এক স্বরূপ।
মনের মাঝের নোংরা-নিজের
নিপুন পরাজয়,
হিংসা হলো নিজ ভুবনে
রিপুর বিরাট প্রলয়।
©️ বাপ্পী খান
নিকেতন। ঢাকা।
মানুষের কতিপয় ক্ষতিকর প্রবৃত্তির উপর চমৎকার ব্যাখ্যা ও পরামর্শ পাওয়া গেল কবিতায়।