জনপ্রিয়তা_স্বার্থ _হিংসা

জনপ্রিয়তা_স্বার্থ_হিংসা
————————
***
জনপ্রিয়তা হলো
মোহের মতন,
হজম না-হলে হয়
তারার পতন।
(তাই) নিজেকে অকারণে
তারা ভেবে বসো না,
কে কি বলছে
বেশি গায়ে মেখো না।
***
স্বার্থ হলো মানুষ মাপার
আসল পরিমাপ,
আঘাত-লাগলে দেখতে-পাবে
অভিনব-প্রলাপ।
এর জন্য কাছের মানুষ
দূরে সরে যায়,
হঠাৎ করে আপন লাগে
নতুন পরিচয়।
***
হিংসা হলো মানব মনের
আঁধার ঘেরা রূপ,
অনেক পাপের জন্ম দেয়া
ঘৃনিত এক স্বরূপ।
মনের মাঝের নোংরা-নিজের
নিপুন পরাজয়,
হিংসা হলো নিজ ভুবনে
রিপুর বিরাট প্রলয়।

©️ বাপ্পী খান
নিকেতন। ঢাকা।

৩৪১ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “জনপ্রিয়তা_স্বার্থ _হিংসা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।