সুপার কাপের ২য় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই মোহামেডান। ম্যাচের ইঞ্জুরি টাইমে গোল মেশিন বুকালোর হেড করে করা গোলে ১-০ গোলে জয় লাভ করেছে ঢাকা মোহামেডান। পুরো ম্যাচে কোন দলই উল্লেখযোগ্য কোন আক্রমন গড়ে তুলতে পারেনি, বলা যায় ম্যাচ উত্তেজনাহিনতায় ভুগেছে, বিশেষ করে গ পর আজকের ম্যাচ দর্শকদের হতাশ করছে।
পুরো টুর্নামেন্টে আজকে মাঠে সর্বোচ্চ দর্শক সমাগম হয়, এর পিছনে কারন হিসেবে ছুটির দিনের সাথে সাথে গতকালের গতকালের আবাহনী- ব্রাদার্সের প্রানবন্ত ফুটবলও নিয়ামক হিসেবে কাজ করেছে,
বিস্তারিত»