জীবনটা কেমন জানি তেজপাতা হয়ে যাচ্ছে। একই লুপ এ আটকা পড়ে গেছি। ~x(
সকাল এ ঘুম থেকে উঠে অফিস। অফিসে এ সারাদিন একি কাজ।দুপুর ২ টায় লাঞ্চ। প্রতি ঘন্টায় সিগারেট।
তারপর সন্ধায় অফিস শেষ করে বাসায় ফিরে ঘন্টাখানেক রিমোট নিয়ে টিভি এর চ্যানেল পালটানো। তারপর রাতের খাবার খেয়ে নেট এ কিছুক্ষন। তারপর আবার ঘুম, আবার সকাল এ অফিস…… x-(
শুক্র, শনি বন্ধ।তাতেও শান্তি নাই। একটা কোর্স করতেছি। ৪ ঘন্টা করে ক্লাস।
এর মাঝে একমাত্র আনন্দ হলো সারাদিন সিসিবি। অফিসের কাজের ফাকে ফাকে একটু পর পর নতুন লেখা আস্লো নাকি দেখা, কে কোন কমেন্ট করলো তা দেখা, উত্তর দেয়া। ইস, মাথায় বেশ কয়েকটা লেখার প্লট জমে আছে। লিখার টাইম পাইতেছিনা। একটু আগে তানভীর একটা ভালো আইডিয়া দিলো, টাইপিস্ট বিয়া করতে। তাহলে বলবো আর টাইপ করে দেয়ার একজন পাওয়া যাবে:)
মনে আছে, আগে রাতে ২/৩ ঘন্টা ফোনে কথা না বললে ঘুমই আসতোনা। মনে আছে মিনিট ৭ টাকার জামানায় একবার টানা ৫ ঘন্টা কথা বলেছিলাম। আর এখন ফোন বিল দেয় অফিস, তাও কথা বলতে ইচ্ছা করে না। মাস শেষে বেশির ভাগ লিমিট থেকে যায়। আমাদের আবার ইন্টারনেট বিল ফ্রি। তাই তেমন বিল উঠে না। গতো মাসেও লাস্ট এর দিন দেখি প্রায় দুই হাজার টাকা লিমিট বাকি। কি আর করবো, সিংগাপুর এ ফোন দিলাম তানভীর (এমসিসি) কে , তারপর ফোন দিলাম জার্মানিতে হায়দার (বিসিসি) কে। তারপর তিনজন কনফারেন্সে প্রায় ৪০ মিনিট কথা বললাম।
ধুর, জীবনের এই লুপ থেকে যে কবে বের হবো, নাকি এই লুপ এই থাকতে হবে। তাও লুপের আরেকটি উপাদান তো এখনো আসেই নাই। বউ। বিয়ের পর এক চেহারা দেখতে হবে সারা জীবন এইটা চিন্তা করতেও জানি কেমন লাগে। :chup:
এই লেখাটা কুমিল্লা এর ১৯৯ তম পোষ্ট। কুমিল্লা এর সবাইকে অভিনন্দন। জয় কুমিল্লা, জয় সিসিবি, জয় ক্যাডেট কলেজ।
হায়রে কপাল ... থাইক্কাও দু:খ।
কুমিল্লার ডাবল সেঞ্চুরিতে :clap: :thumbup:
কিন্তু মমিসিঙ্গের পুলার ফাঁকিবাজী পূষ্টে :thumbdown:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই, ফাকিবাজি করি নাই। ঠিক করে দিছি।
ধূররর মিয়া,
আমার মন্তব্য সিরিয়াসলি নিছ ক্যান? :grr: :grr:
এটা ১০০ ভাগ ফান। সুযোগ পাইলে আমিও করি+করবো। 😛 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মমিসিঙ্গের পুলার ফাঁকিবাজী পূষ্ট
বলার জন্য মাহমুদ ভাই এর ব্যাঞ্চাই।
রবিন,
ফাকা মাঠে গোল দিলা? আমি গতকাল দুপুরে ২০০ তম পোষ্ট লেখা শেষ করে জমা দিতে গিয়ে দেখি নেট কানেকশন নাই। তখন ~x( এভাবে মাথার চুল ছিড়তে ইচ্ছা করছিল। একটু আগে জমা দিলাম লেখাটা।
অবশ্য শততম পোষ্টটা আমিই লিখেছিলাম B-) । এবার মিস হওয়াতে ভালই হলো। বারবার সেঞ্চুরী করা ঠিক না 😛 । অন্যদেরও চান্স দেয়া উচিত 😉
পোষ্ট পড়ে মনে হলো তোমাকে ভূতে কিলাচ্ছে। জানইতো সুখে থাকলে কি হয়?
রহমান ভাই,আপনাকে অভিনন্দন। ২০০ তম পোষ্ট আপনার ই। আমি ভূলে সাময়িক টাকে ট্যাগ করাতেই এই প্রব্লেম। ঠিক করে দিয়েছি।
রবিন ভাই আমি হাসতে হাসতে শেষ হয়ে গেলাম :)) :))
কুমিল্লাকে অভিনন্দন :party:
পিরা যাও নাই তো আবার?
😮
আমি ডিজুস ফ্রী থাকা কালীন ও সর্বোচ্চ ২৭ মিনিট কথা বলছি তাও ক্লাস মেইট আর তার এক্স ক্যাডেট বড় ভাইয়ের সাথে
রবিন ভাই গ্রামীন এ কী নেট স্পীড বেশী নেয়ার কোনো অপশন আছে????? 😕
নারে ভাই আপাতত এরকম কিছু নাই
কুমিল্লা ক্যাডেট কলেজ এর জয় হোক :thumbup: :party:
কুমিল্লা ক্যাডেট কলেজ এর জয় হোক :thumbup: :party:
সাম্প্রদায়িক পোস্ট :thumbdown: B-)
ঠিকই বলছস! জীবনটা তেজপাতা! 🙁
ঠিক দোস্ত