স্বপ্ন, আশা – আর বিষাদময় সমাপ্তি

(এইটা আমার নিজের একটা গান; সেই জ্বী-ভাইয়া বন্ধুটির সাথে ডুয়েট করার চিন্তা করছি। এখানে দিয়ে দিলাম লিরিকটা – ভাল লাগলে বা খারাপ লাগলে ফিডব্যাক গ্রহনযোগ্য)

সন্ধ্যা তারায় হারালো মন
বিষাদ ভরা চোখে খুঁজেছি তখন
তুমি নেই পাশে বুঝেও তখন
খুঁজিনি আমি হারালে কখন

অজানা এক পথিকের ধুলো বুকে জড়াবে
তুমি জানবে কি করে সেই পথ অজানাকে
আশার বাণী শুনেছি দুজনেই একই রকম
ধুলো মাখা সে পথে দুজনেই গড়বো জীবন

হৃদয় কোণে নীরব স্মৃতির মূর্ছনাতে
ভাবনাগুলো স্পন্দিত তোমার ছায়াতে

স্বপ্ন-রঙে মন কখনো সাজবে কি আর
সময় কি আছে আর, সে তো শুধুই হারাবার
কেন তবে ঝরালে বিষাদের অথৈ প্লাবণ
ঝরে গেলে শুকতারা বলো কি মিলবে তখন?

১,৩০১ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “স্বপ্ন, আশা – আর বিষাদময় সমাপ্তি”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    তেওড়া তালের মজা না বুঝলে এই গান শুইনা পুরা আনন্দটা পাওয়া যাবে না বলে আমার মনে হয়।

    😮 😮 😮

    এই তেওড়া তাল জিনিষটা কিরে ভাই? খায় না মাথায় দেয়?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।