প্রিয় ভাই ও বোন সকল,
এইমাত্র আমি এক মহাবিপদ সংকেত আবিষ্কার করলাম। ~x( বিষয়টা কি? বিষয় অতি গুরুতর।
মাত্র কয়েক মিনিট আগে আমি ইতিহাসের আহমদ হাসান স্যারের সাথে ফোনে কথা বললাম। ইনি আমার কলেজ-লাইফের “রোল-মডেল”। আজও কলেজের কথা মনে করলে হাসান স্যারের খোলা বইয়ে চোখ রেখে পথ হাটার কথা মনে পড়ে। ইংরেজদের রাজত্ব থেকে শুরু করে বাংলাদেশের স্বাধিনতা-সংগ্রাম পর্যন্ত যাবতীয় মুক্তি আন্দোলন সম্পর্কে আমার আগ্রহ ও অনুপ্রেরণার উতস তিনি। আমার “আঁতেলস্বত্তা” তার কাছেই সর্বাধিক ঋনী। যতদূর জানি, তিনি সর্বশেষ মগকক’তে ছিলেন। সেখান থেকে প্রিন্সিপাল হয়ে সিসিআরে, এখন অবসরে।- এখন আসল কথায় আসি।
আজ সকালে আমাদের কলেজের এক ছোটভাই আমারে ফেইসবুকে মেসেজ দিয়েছে যে হাসান স্যার আমার সাথে কথা বলতে চান। তাই ওকে জানিয়েছেন আমার ফোন নম্বরটা তার দরকার। আমি সরাসরি তাকে ফোন করলাম একটু আগে। ফোন ধরা মাত্র আমি স্যারের কন্ঠস্বর টের পেয়ে সালাম দিলাম। এরপরেই বোমাটা ফাটলঃ স্যার বললেন যে তিনি নাকি সিসিবি’তে আমার লেখা পড়েছেন! 😮 😮 তার মানে উনি সিসিবি’র পাঠক! আমার ত শুনেই মনে হল সাততলার জানালা দিয়ে নিচে লাফ দেই। ~x( :chup: :frontroll: আজই আমি সাঈদ স্যারের… নিয়ে কার যেন পোষ্টে মস্কারি মারলাম। তারা দুইজন একসাথে অনেকদিন সিসিআরে ছিলেন। :no:
স্যারের ত অসীম অবসর। না জানি সব খুটিয়ে খুটিয়ে পড়েন। :no: উনি আবার আমেরিকাতে আসছেন। খুব ইচ্ছে ছিলো তার সাথে দেখা করার। কিন্তু আমার ত আর মুখ দেখানোর উপায় থাকল না মনে হচ্ছে। :bash: :bash:
কাজেই, ভাই ও বোনেরা আমার, কলেজের স্মৃতিচারন করতে গিয়ে হাল্কা হুসিয়ার। বিশেষ করে যেসব ঘটনায় স্যাররা জড়িত।
সারছে!!! নিজের কমেন্টগুলা আবার চেক করা লাগে...
~x( ~x( :((
শিট!!!
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
হাসান স্যার আপনার লগে এর লাইগাই কথা কইতে চাইছে...
😮 😮 ওরে না রে না
মাহ্মুদ ভাই
😛
কি আর করবেন,
ফান্দে পরিয়া ....................................। :(( :(( :((
=)) =)) =)) =))
আই হাই, এইটা কি ঠিক হইছে। আরে পড়েই যদি তোমার কওনের কি দরকার আছিল কও তো?
তয় আমার কুনু টেনশন নাই। স্যার আমারে ভালাই পাইতো। ডিবেট টিমের লগে নিয়া গেছিল আমারে কুমিল্লার লগে ফাইট দিবার জন্য। জিততে পারি না, উলটা স্ত্রীপ্ট না বইলা নিজে নিজে ডায়গল মাইরা আইছিলাম। 😀
স্যার কিন্তু অরিজিনাল রংপুরিয়া, বাড়ি কুড়িগ্রাম, বিবাহ করেছেন পীরগঞ্জ
ওরে নারে না, আমি এত জানি কেন............।।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুমম, আমিও জানি স্যারের একটা মেয়ে আছে । আমরা কলেজে থাকার সময় অনেক ছোট আছিল। আমরা কলেজ ছাড়ার সময় স্যার আমাদের হাউস মাস্টার আছিলেন।
ওরে নারে না, আমি এত জানি কেন…………।। :))
স্যারের সেই ছোট মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে...
ওরে আমিও কত জানি রে... :awesome: :awesome: :-B
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
সাবধান, ওই পুচকি মাইয়া এখন আসলেই অনেক বড় হইছে। কিন্তু তারও চেয়ে বড় কথা, সে এইবার মগকক থেকে পাস-আউট করবে। কাজেই, খুউব খিয়াল কইরা......
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ওরে, মাহমুদ-ও কত জানে রে! 😛
এইবার তো তাহলে মনে হয় ব্লগে এসে উপস্থিত হবে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইবোনেরা.................., ঝাটী টো ভিফডে আচে!!!!!!!!!!!!!
আমি তো শ্যাষ!!!!
রে...চ্যার কিংবা ...ম্যাঢাম
আমি আর ব্যাল তলা ঝাপো না... 😕 😕 :no: :no: ~x( ~x(
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
=)) =))
ভছ, ভেষি ঢড়াঈয়েন্না। হাম্রা য়াচি হাফনের ফিচে ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug: :hug: :hug:
ফিচে না তেকে থুই ভড়ং বুখে আয়... O:-)
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
হামিও ভুখে আস্পো :((
আমি এখনো কিছু লিখিনাই স্যারদের নামে :grr:
আমিতো "টিচার যখন প্রিফেক্ট" শিরোনামে একটা ব্যঙ্গরচনা লিখতে যাচ্ছিলাম 😉 ... বাঁচাইলেন। :grr:
আজ ক্যাডেট কলেজ ক্লাবে ওফা পিলখানায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছিল। সেখানে আমাদের আর্ট শিক্ষক ও দীর্ঘদিনের হাউস মাস্টার আব্দুর রহমান ভুঁইয়া, ফয়জুল হাসান, সুফিউর রহমান স্যারের সঙ্গে দেখা হলো। ভীষণ ভালো লাগলো তাদের দেখে। :hatsoff: আমাদের শিক্ষকদের জন্য।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কাম সারছে । আমার প্রথম দিকের পোস্ট গুলো আর সাম্প্রতিক একটা পড়লে তো খবর আছে ।
সিদ্ধান্ত নিসি আমি লিখুম... আরে না লিখলে তো মজাই নাই... ক্যাডেট কলেজের সব কাহিনীর মধ্যেই তো মজা ঢুকানো। ভয় পায়া বাদ দিলে হয় নাকি??
হ, ঠিকই কইছো। স্যারেরা কি আর জানেন না যে "ক্যাডেট" কি চীজ। :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
হ: হ: ঠিক কইচেন:clap: