বিপদ সংকেতঃ জাতির উদ্দেশ্যে জনগুরুত্বসম্পন্ন পোষ্ট

প্রিয় ভাই ও বোন সকল,

এইমাত্র আমি এক মহাবিপদ সংকেত আবিষ্কার করলাম। ~x( বিষয়টা কি? বিষয় অতি গুরুতর।

মাত্র কয়েক মিনিট আগে আমি ইতিহাসের আহমদ হাসান স্যারের সাথে ফোনে কথা বললাম। ইনি আমার কলেজ-লাইফের “রোল-মডেল”। আজও কলেজের কথা মনে করলে হাসান স্যারের খোলা বইয়ে চোখ রেখে পথ হাটার কথা মনে পড়ে। ইংরেজদের রাজত্ব থেকে শুরু করে বাংলাদেশের স্বাধিনতা-সংগ্রাম পর্যন্ত যাবতীয় মুক্তি আন্দোলন সম্পর্কে আমার আগ্রহ ও অনুপ্রেরণার উতস তিনি। আমার “আঁতেলস্বত্তা” তার কাছেই সর্বাধিক ঋনী। যতদূর জানি, তিনি সর্বশেষ মগকক’তে ছিলেন। সেখান থেকে প্রিন্সিপাল হয়ে সিসিআরে, এখন অবসরে।- এখন আসল কথায় আসি।

আজ সকালে আমাদের কলেজের এক ছোটভাই আমারে ফেইসবুকে মেসেজ দিয়েছে যে হাসান স্যার আমার সাথে কথা বলতে চান। তাই ওকে জানিয়েছেন আমার ফোন নম্বরটা তার দরকার। আমি সরাসরি তাকে ফোন করলাম একটু আগে। ফোন ধরা মাত্র আমি স্যারের কন্ঠস্বর টের পেয়ে সালাম দিলাম। এরপরেই বোমাটা ফাটলঃ স্যার বললেন যে তিনি নাকি সিসিবি’তে আমার লেখা পড়েছেন! 😮 😮 তার মানে উনি সিসিবি’র পাঠক! আমার ত শুনেই মনে হল সাততলার জানালা দিয়ে নিচে লাফ দেই। ~x( :chup: :frontroll: আজই আমি সাঈদ স্যারের… নিয়ে কার যেন পোষ্টে মস্কারি মারলাম। তারা দুইজন একসাথে অনেকদিন সিসিআরে ছিলেন। :no:

স্যারের ত অসীম অবসর। না জানি সব খুটিয়ে খুটিয়ে পড়েন। :no: উনি আবার আমেরিকাতে আসছেন। খুব ইচ্ছে ছিলো তার সাথে দেখা করার। কিন্তু আমার ত আর মুখ দেখানোর উপায় থাকল না মনে হচ্ছে। :bash: :bash:

কাজেই, ভাই ও বোনেরা আমার, কলেজের স্মৃতিচারন করতে গিয়ে হাল্কা হুসিয়ার। বিশেষ করে যেসব ঘটনায় স্যাররা জড়িত।

২৫ টি মন্তব্য : “বিপদ সংকেতঃ জাতির উদ্দেশ্যে জনগুরুত্বসম্পন্ন পোষ্ট”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    আই হাই, এইটা কি ঠিক হইছে। আরে পড়েই যদি তোমার কওনের কি দরকার আছিল কও তো?

    তয় আমার কুনু টেনশন নাই। স্যার আমারে ভালাই পাইতো। ডিবেট টিমের লগে নিয়া গেছিল আমারে কুমিল্লার লগে ফাইট দিবার জন্য। জিততে পারি না, উলটা স্ত্রীপ্ট না বইলা নিজে নিজে ডায়গল মাইরা আইছিলাম। 😀

    স্যার কিন্তু অরিজিনাল রংপুরিয়া, বাড়ি কুড়িগ্রাম, বিবাহ করেছেন পীরগঞ্জ

    ওরে নারে না, আমি এত জানি কেন............।।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আজ ক্যাডেট কলেজ ক্লাবে ওফা পিলখানায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছিল। সেখানে আমাদের আর্ট শিক্ষক ও দীর্ঘদিনের হাউস মাস্টার আব্দুর রহমান ভুঁইয়া, ফয়জুল হাসান, সুফিউর রহমান স্যারের সঙ্গে দেখা হলো। ভীষণ ভালো লাগলো তাদের দেখে। :hatsoff: আমাদের শিক্ষকদের জন্য।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।