বুধবার, ১১ই মার্চ , ২০০৯ ১৯৪৫ GMT
রোমা বনাম আর্সেনাল (০-১)
এফ সি পোর্তো বনাম এথলেটিকো মাদ্রিদ (২-২)
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ইন্টার মিলান(০-০)
বার্সেলোনা বনাম লিঁও (১-১)
এথলেটিকো মাদ্রিদ বনাম এফ সি পোর্তো সম্ভাবনায় কিছুটা ব্যালেন্সড। আর্সেনাল আর বার্সেলোনা নিজেদের খেলা গুলোতে বলা যায় ওরাই ফেবারিট। আর্সেনালের ডিফেন্ডার কোলু টুরে, মাঝ মাঠের সামির নাসরি, ডেনিলসন, থিও ওয়ালকট ও স্ট্রাইকার এডুয়ার্ডো সবাই ফিট আজকের খেলার জন্য।