একটু শুভকামনা

আজকের সকালটা আমার জন্য অন্যরকম হবে। কারণ আজকের সূর্য্য দেখেই আমি যাব আমার স্নাতক শিক্ষার্থী জীবনের সর্বশেষ পরীক্ষা ( আশা করছি) দিতে। মাথায় অনেক চিন্তার ঝড় আর নতুন জীবনের হাতছানিতে শেষ হয়ে যাবে ইংরেজি সাহিত্যের স্নাতক শিক্ষাজীবন পর্ব। এই পালা বদলে আপনাদের সবার কাছে একটু শুভ কামনার প্রত্যাশায়, আশা করছি আপনাদের এই শুভ কামনা আমার কলমে অশরীরি শক্তি যোগাবে আর আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। তাই সবার কাছে আমার জন্য একটু শুভকামনা ও আশীর্বাদ প্রত্যাশা করছি।

২,২৪৫ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “একটু শুভকামনা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।