আজকের সকালটা আমার জন্য অন্যরকম হবে। কারণ আজকের সূর্য্য দেখেই আমি যাব আমার স্নাতক শিক্ষার্থী জীবনের সর্বশেষ পরীক্ষা ( আশা করছি) দিতে। মাথায় অনেক চিন্তার ঝড় আর নতুন জীবনের হাতছানিতে শেষ হয়ে যাবে ইংরেজি সাহিত্যের স্নাতক শিক্ষাজীবন পর্ব। এই পালা বদলে আপনাদের সবার কাছে একটু শুভ কামনার প্রত্যাশায়, আশা করছি আপনাদের এই শুভ কামনা আমার কলমে অশরীরি শক্তি যোগাবে আর আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। তাই সবার কাছে আমার জন্য একটু শুভকামনা ও আশীর্বাদ প্রত্যাশা করছি।
২০ টি মন্তব্য : “একটু শুভকামনা”
মন্তব্য করুন
শুভ কামনা রইল।
১ম হইলাম নাকি ?
আমিন ভাই ব্যাপার না নেক্সট টাইম
তোর ১ম হবার জন্যও শুভ কামনা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ কামনা রইল ।
সামিউর ভাই ইনশাল্লাহ পরীক্ষা খুব ভালো হবে....শুভ কামনা রইল 🙂 🙂
সামীউর, কলমে অশরীরি শক্তি আসুক বা না আসুক, আমাদের সবার শুভকামনা নিশ্চয়ই তোমার সাথে আছে এবং থাকবে।
🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
শুভকামনা। অনেক অনেক।
:boss:
শুভ কামনা ও অভিনন্দন!
কঠিন বাস্তবে স্বাগতম।
সকল অশুভকে জয় করবার জন্য শুভ কামনা রইল ভাইয়া।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অই ব্যাটা এক্সাম কেমন দিলি?
শুভ কামনা
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে বিয়াপার না। ইজি ইজি, ইজি থাকতে হবে।
কঠিন জীবনে স্বাগতম। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কেমন হলো পরীক্ষা?
পরীক্ষা আশাতীত ভাল হইসে, সবাইকে ধন্যবাদ।
ভালো লাগলো খবর শুনে। কাল দেখা হচ্ছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিক আছে লাবলু ভাই , কাল দেখা হচ্ছে।
বাস্তব কঠিন জীবনে স্বাগতম সামীউর।
শুনে ভাল লাগল যে তোমার পরীক্ষা ভাল হয়েছে।