এক… দুই… তিন….
গুনে গুনে ঠিক তিনজন ছিলাম আমরা।
এর মধ্যে একটু আগে মারুফ এসে বলে গেল – “দোস্ত, থাকিস কিন্তু। রাতে এসে একসাথে ডিনার করবো।”
আমি জেনে শুনে সতর্কতার সাথে ঢিলটা ছুড়ে মারলাম- “ডেটিং এ যাচ্ছিস নাকি?”
মারুফ কিছু বলেনা। শুধু কেমন করে জানি হাসে। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাই।
কাজেই রইলো বাকি দুই।
কিন্তু সেটাকে এক হিসেবেও ধরা যায় ।
বিস্তারিত»