১.
নীল আঁধারের অন্ধ আলোয়
নগ্ন চোখে ঝাপসা প্রলয়
অন্য আলোয় আলোকিত মুখ
আমার অলো শূণ্যে মিলায়।
**************
২.
অতীত ফিরে আসুক বারে বারে
ভবিষ্যৎ হয়ে
বর্তমানের আমি হারিয়ে যাব
মহাকালের আঁধারে।
**************
৩.
নীলচে মায়ার তীব্র আলোয়
অন্ধকারের প্রতিচ্ছবি
তপ্ত আশার ভলোবাসায়
আমি এখন ব্যর্থ কবি।
**************
কবিতাগুলো ক্লাস ১২ (২০০৫)এ লেখা।যথাক্রমে আমার ৭৯,৮০ ও ৮১ নং কবিতা।
১ম নাকি!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোমার হাউজ কালার কি ছিল??? নীল নাকি??? ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
না,লাল।
তয় নীল আমার ফেভরিট কালার.... 🙂
আর লাল worst,
x-(
এত থাকতে বাইছা বাইছা লাল ইমোটাই দিলি
এই ব্যাটা লাল কইছস worst x-(
:frontroll: শুরু কর কুইক । 😡
:)) :)) :khekz: :awesome:
ব্যর্থ বলা কেন নিজেকে হে
বুঝেন্নাই? ভাব মার্তাছে 😀 😀 😀
নুপুর ভাই,আমি কখনো ডায়রী টাইপের কিছু লিখিনি।আমার দৈনন্দিন ফিলিংস গুলোর ডকুমেন্ট এভাবে রাখতাম।জানেনই তো,কলেজে ডায়রী লেখা নিষেধ ছিল।আর প্রিনসিপাল ইন্সপেকসনে এডু ডায়রী চেক করত। 😐
বহুদিন পর জাবীর এর কবিতা পড়লাম 😀
আগের ৭৮ টা কই? :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
ইনসাল্লাহ দেয়া হবে
খাইসে আরো ৭৮ টা আছে, হারি আপ পাবলিশ কর ।
কোবতে ভাল ছিল রে ।
:shy: