মান্নান ভাই এর বাচ্চা ভয়ংকর…..কাচ্চা ভয়ংকর….. পড়ে আমারও এক বাচ্চার কাহিনী মনে পড়ে গেলো।
তার নাম ছিলো আবীর।সে আমার এক সিসিআর এর ফ্রেন্ডের মামাতো ভাই।আমরা যখন ১১ এ পড়ি তখনকার গল্প।
তো একবার সবাই ঈদের কানাকাটা করতে গেলো।সাথে আবীরও।কিন্তু কিছুক্ষন পরে দেখা গেলো যে তাকে কেউ খুঁজ়ে পাচ্ছে না।শেষে তাকে পাওয়া গেলো এক দোকানে সেখানে সে দোকানীর সাথে বেশ জমিয়ে কথা বলছে।পরে দোকানী যা জানালো তা হলো দোকানে রাখা একটা ছেলে ডলের জিপার খুলে সে বলছে “আঙ্কেল আঙ্কেল এই ভাইয়ের নু*টা কোথায়??”
পরে আর একবার বন্ধুর এক মামার বিয়ে।তো সবাই বউ নিয়ে কথা বলছে।তো আবীর কি মনে করে তারই এক কাজিন(মেয়ে) কে বলে ফেললো “তোমাকে আমি বিয়ে করবো!!!!কিন্তু তোমাকে আগে তুমি কাপড় খুলো তোমাকে দেখি।তুমি অনেক সুন্দর!!”
এইবার কিন্তু আবীর মায়ের কাছে চরম মাইর খাইলো।কিন্তু সে কি আর লাইনে আসে? এর পরে একদিন কি মনে হলো তার এলিয়েন হতে হবে।তাই সে তার আর তার পিচ্চি বোনের চোখের ভ্রূ চেছে নিলো?যে তারা এখন এলিয়েন হয়ে গেছে!!!!!!!
কিন্তু এখন আবীর অনেক শান্ত হয়ে গেছে।স্কুলে যায় আর দুর্দান্ত সব রেজাল্ট করে আসে।তাই আমরা তার এই সব দুষ্টামির কথা শোনার জন্যে উদগ্রীব হয়ে থাকলেও আর শুনতে পাই না।
এই বয়েসেই আবীর তো দেখি পুরাই ঝিকিঝিকি পমপম! 😮 😮
আইজকার ডি্জিটাল বাংলাদেশ এর পোলা্পাইন তো ঝিকিমিকি পমপম হবেই 🙂
=)) =))
😀 😀 😀 😀
Life is Mad.
ঐ
1st :awesome:
ওই বেকুব, নাচো ক্যান? ধরা খাইছো টের পাও নাই............
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙁
মন খ্রাপ কইরেন্না। এখন থেকেই বেশি বেশি নিডো খান :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
শহীদ ভাই, ব্যাপার নাহ বস...নেক্সট টাইম... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শহীদ ভাই আমার পোস্টে আমি বাদে কাউরে 1st প্রাইজ দিমু না কইলাম।
আমারে দেওন লাগবো অইটা। নাইলে কইলাম :((
:)) :)) :))
একটা প্যাটার্ন কিন্তু পাওয়া যাচ্ছে...ঘুরে ফিরে সিসিআর... ;;;
যাই, জাতিরে জিগায়া আসি-কেন এরকম???? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জাতি কি বলে ভাই??
জাতি হালায় পুরা ফাউল... x-(
কিচ্ছু জানে না... :thumbdown:
উলটা আজাইরা কথা শুনায়া দিল... :chup:
এখানে নাকি অনেকেই জাতির ডাউট দিয়ে এটা-ওটা শুনতে চায়, জানতে চায়... :-B
অথচ জাতির নাকি এইসব নিয়া কোন মাথা ব্যথাই নাই... :no:
হালায় পুরা ফাউল... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জাতি বলেঃ সিসিআর এর পোলাপান সব ইনোসেন্ট। জগতের সকল ব্যাপারে ওদের নির্মল, নির্দোষ কৌতুহল, আগ্রহ এবং ইনোসেন্ট প্রশ্ন থাকে।
:thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আবীর নামটা চেনা চেনা লাগে।
এইটা আমাগো রায়হান আবীরএর ছোটবেলার কাহিনী না তো?! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
পোস্ট লিখার সময় রায়হানের কথা মনে হইছিলো।কিন্তুক নামটা বদল করিনাইক্কা।
হইবারও তো পারে অর কথা
মানহানি মামলা করা দরকার... 🙁
“আঙ্কেল আঙ্কেল এই ভাইয়ের নু*টা কোথায়??”
“তোমাকে আমি বিয়ে করবো!!!!কিন্তু তোমাকে আগে তুমি কাপড় খুলো তোমাকে দেখি।তুমি অনেক সুন্দর!!”
পিচ্চিটারে দেখার সৌভাগ্য হইল না, তার আগেই বড় হয়ে গেল 🙁
ব্লগটা পড়ে ক্লাস ইলেভেন-টুয়েলভের ছুটির দিনগুলার কথা মনে পড়ে গেল। পুরা নস্টালজিক হয়ে গেলাম।
x-( ওই আঁতেল,তুই হঠাৎ এমুন রসময় লাইন কোট করা শুরু কর্লিকবেথাইক্কা?
ভাই, রস ছাড়া জীবন অচল, এত্তোদিনে এইটা বুঝবার পারছি... 😛
কোন রস...... 😕
খলি আবীর না আমরাও কিন্তুক অনেক বড় হইয়া গেছি।
আর মাসরুফ ভাই মনে কথা বইলা দিছেন।
আমিই প্রথমে স্বাগতম জানাইলাম... হ্যাপি ব্লগিং... 🙂
আমিও কই। হ্যাপির লগে ব্লগিং কর ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
ব্লগিং কর ঠিকাছে। লাগালাগি করিস না কিন্তুক 😉 😉
অ বাই মনে থাকব
পোলাপাইন বদ হয়া গেছে x-( x-(
এইগুলার সিভিল পানি বাইর কর :grr:
:khekz:
ধইন্যবাদ
🙂
🙂
ইসলাম্ভাই,সুস্বাগতম ব্লগে..আপ্নে দেখি শুরুতেই ছক্কা পিডায়া দিলেন(যদিও রানার দিয়া.. :khekz: :khekz: )
:thumbdown: :thumbdown: :thumbdown:
আবীরের আরও কাহিনী শুনতাম চাই... :(( :(( :(( :((
আমার ওই ফ্রেন্ডের সাথে দেখা হইলেই আমিও জিগাই আবীর কিমুন আছে।কিন্তু আবীর আর পুংটামি করে না।
তাই আমি কইতাম চাইলেও কইতাম ফারি না
এই আবীরতো দেখি পুরা ভস
একদম
:khekz: :khekz: :frontroll: :frontroll: :awesome: :awesome:
Life is Mad.
বড় বয়সে কাপড় টানাটানি না করলেই বাচি।
দেখা যাক......।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আসলেই চিন্তার বিষয়।
:khekz: :khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এই পোলা তো জিনিস!
একদম :gulli:
আবীরের ওই কাজিন আপু কত বড় ছিল রে?
(ইয়ে মানে, আপুদের আমিও ভালা পাই... 😀 😀 😀 )
ধর আমাদের বয়সী কিংবা ২-১ বছর বড়।
চল্পে নাকি??
চল্পে মানে? তার্তারি ফুন লম্বোর্দে 😡 😡 😡 :dreamy: :dreamy: :dreamy:
দোস, আরো কত্ত কাহিনী আছে, সেই গুলাও লেখা শুরু কর। পুরা উড়ায়া দিতে পারবি।
সব তো মুনে নাই।
মুন যে কই গেছে???
খুজতাম ছাই।
মুন??? এইডা ক্যাডা? মুনের কথা তো আগে কস নাই? কুন ডিপার্টমেন্টে পরে মাইয়া? দেক্তে কিমুন? 😡 😡 😡
নামডা বড়ই সোন্দর্য... :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
আমাগো ইসকুলে ক্লাস এইটের এক আফা ছিল মুন নামে।
আহা মুন... :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
মুন মুন করিস না।
জাতি কিন্তুক সব জাইনা ফেল্বো।
আবীর ভাই তো বস :boss:
পারলে নেক্সট টাইম অর একটা ছবি দিমুনে।
=)) =)) =))
আবীর পুরাই ভস্! :thumbup: :thumbup:
তা আবার বলতে
এইটা কি পুংটা আরিফের পুংটা খালত ভাই?
এই পোলা বড় হইয়া কি করব?
আরে দোস্ত এই রকম পোস্ট মিস্করাল কেমনে 🙁 যাই হোক বেশী বেশী করে লিখ 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়